রচনা - বলদ

Jun 19, 2009

বলদ অত্যন্ত উপকারি প্রাণী বলতে কি এরচেয়ে উপকারি কোন প্রাণী নেই একেবারে প্রাচীনকাল থেকে মানুষের একান্ত বন্ধু কেউ কেউ বলে থাকেন কুকুর সকলের আগে মানুষের বন্ধু হয়েছে বিস্বস্ততার দিক থেকেও নাকি অনন্য। কিন্তু সেটা বাড়িয়ে বলা কুকুর বাড়ি পাহাড়া দিতে পারে বটে, তাকে দিয়ে হালচাষ করা যায় না, মোট বয়ানো যায় না কোন কোন দেশে কুকুর দিয়ে গাড়ি টানার কাজও করে বলে শুনেছি সেটা করা হয় সেদেশে বলদ নেই বলেই বলদ থাকলে কাজটা তাকে দিয়েই করানো হত আর কোন কোন দেশে কুকুরের মাংশ খায় সেটাও সম্ভবত সস্তা এবং সহজলভ্য বলে বলদ সহজলভ্য হলে সেকাজটিও তাকে দিয়েই মেটানো হত বলদ না বলে সাধারনভাবে গরু বললেও চলে তবে বলদের অভাব বলদই মেটাতে পারে হালচাষেই বলুন আর গাড়ি টানাতেই বলুন, বলদ সবচেয়ে উপযোগি

বলদ চেনা খুব সহজ সাধারনত এরা তাগড়া গড়নের হয়, নিতান্তই যদি অভাবে না থাকে খাবার পেলে সেটা হয় আরো বাড়ন্ত এর প্রভাব পরে চলাফেরায় ফলে চলাফেরা দেখেও চেনা যায় যেমন হাটার ধরন সাধারনত এরা যথেষ্ট যায়গা নিয়ে হাটে ধারেকাছে অন্যকেউ থাকলে ধাক্কাগুতো লাগতেই পারে তবে তারা তাতে কিছু মনে করে না একেবারে উপেক্ষা করে যায় যেন কিছুই হয়নি

এরা দাড়ায় সাধারনত রাস্তার মাঝখানে অন্যের পথ বন্ধ করে ছোটখাট হুসহাস করলে সরে না এমনকি ছোটখাট ধাক্কা দিলেও না মোটামুটি ধাক্কা দিয়ে সরানো যায় তখনও মন খারাপ করে না তবে বেশি গুতো দিলে কখনো কখনো শক্তিপ্রয়োগ পারে শক্তি মেশি বলে তাদের সামলানো দায় পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট পরিমানে ওয়াকিবহাল না হওয়ায় এধরনের পরিস্থিতি বিপদজনক তবে তুলনামুলকভাবে এরা ষাড়ের চেয়ে নিরাপদ তেড়ে আসায় কখনো ষাড়কে ছাড়িয়ে যায় না

বলদ খুব সহজে ঘুমাতে পারে কোনমতে শোবার যায়গা দিলেই তার চলে যায় তবে গরম-ঠান্ডা নিয়ন্ত্রনের ব্যবস্থা থাকলে অত্যন্ত খুশি হয় বলদ আরামপ্রিয় আরামের যায়গা পেলে সেখান থেকে নড়তে চায় না

খাবার বিষয়ে বলদ কমবেশি সচেতন ছাগলের মত কি-না খায় না, নিতান্তই বাধ্য না হলে স্বভাবগতভাবে ভাল খাবারের দিকে আগ্রহ বেশি খাবারের পরিমান সম্পর্কে খুবএকটা সচেতনতা দেখায় না যতক্ষন নাগালের মধ্যে ততক্ষন খেতেই থাকে। খাবার পর সমগ্র গরুজাতির মত জাবর কাটতে পছন্দ করে

কেউ কেউ বলদকে তাচ্ছিল্য করে বলদো উচ্চারন করে থাকে। এটা অনুচিত। এমনকি অন্য কোন প্রাণীর সাথে বলদের তুলনা করাও গর্হিত কাজ। এসব করার আগে মনে রাখা প্রয়োজন বলদের অবস্থান কোথায়।

বর্তমানে বাংলাদেশের জাতিয় প্রাণী বাংলার বাঘ তবে চারপেয়ে বাঘ খুব দ্রুত লোপ পাচ্ছে অচিরেই বিলুপ্ত হওয়ার সমুহ সম্ভাবনা। যদি বাঘের অস্তিত্ব না থাকে তাহলে অস্তিত্বহীন প্রাণীকে জাতিয় প্রানী হিসেবে আখ্যায়িত করা যায় না সেজন্য আগে থেকেই বিচরনশীল এবং সহজলভ্য কোন প্রাণীকে জাতিয় প্রাণীর মর্যাদা দেয়া উত্তম বলদ অনায়াসে সেই স্থান পেতে পারে

2 comments:

John D' Costa said...

Darun rochona. Kintu aro bistarito holey chomotkar hoto. Pore version 1.2 asa korchi.

Anonymous said...

6 in 10.

 

Browse