আশ্বাসে বিশ্বাস

Jun 5, 2009

লোকে বলে নিঃশ্বাসে বিশ্বাস নেই নিশ্চয়ই কবিত্ব করে বলে কেউ কেউ কবি নয় সকলেই কবি বিশ্বাসের সাথে নিঃশ্বাস ছাড়া আর কার এত মিল থাকতে পারে অন্তত আশ্বাসের তো কখনোই নয় নিশ্বাস আমরা শুনতে পাইনা, আশ্বাস শুনতে পাই নানারকম ভাবে শুনি এবং বিশ্বাসও করি না করে উপায় থাকে না

বরাক নদীর ওপর বাধ দিয়ে জলবিদ্যুত তৈরী করা হবে ভারত আশ্বাস দিয়েছে এতে বাংলাদেশের কোন ক্ষতি হবে না আশ্বাস দিয়েছেন এবং দিচ্ছেন সরকারের সদস্যরাও মন্ত্রী বলছেন কোন ভয়ের কারন নেই এতে বাংলাদেশের উপকার হবে বাংলাদেশ সেখান থেকে বিদ্যুত আমদানী করবে

এই আশ্বাসে বিশ্বাস করে আমরা বুক বেধে অপেক্ষা করছি কবে হবে সেই দিন যেদিন এই টিপাইমুখে বাধ দিয়ে জলবিদ্যুত তৈরী হবে একেবারে পরিবেশসম্মত পদ্ধতি তেল-গ্যাস-কয়লার-পরমানুর ব্যবহার নেই পরিবেশের কোন ক্ষতি হবে না

তারপর, এই বিদ্যুত ব্যবহার করে ভারতের বিদ্যুত সমস্যার সমাধান হবে তারপর বাকিটা আমদানী করবে বাংলাদেশ সরকার তাতে বাংলাদেশের বিদ্যুত সমস্যার সমাধান হবে তারপর যা থাকে রপ্তানি করা হবে ইউরোপের বিভিন্ন দেশে নাকি বিদ্যুতের ঘাটতি রয়েছে অনেককে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভর করতে হয় সেখানে রপ্তানি করতে পারলে ডলার-ইউরো পাওয়া যাবে নিশ্চয়ই ছোটবেলায় পড়েননি, দুই পয়সার তৈল, কিসে খরচ হইল তেল খরচ করার পর যা থাকে তা মেয়ে স্বশুর বাড়ি নিয়ে যায়

এত সমাধানের সুযোগ কিনা সেইসব নচ্চার লোকেরা বাধা দিয়ে বন্ধ করতে চায় এতই যদি বোঝে তাহলে এই লোকগুলো সমাধান দেয়না কেন ? খালি বড় বড় বুলি আমরা তো বলেইছি আমরা খোজ নিচ্ছি কদিনের মধ্যেই কমিটি হবে সেই কমিটি পরিদর্শনে যাবে তারা পরিদর্শন করে রিপোর্ট দেবে সেই রিপোর্ট পর্যারোচনা করা হবে পর্যরোচনা করে বৈঠক করা হবে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে তবে তো জানাবো কি হতে যাচ্ছে সবকিছু এত সহজ মনে করেন কেন ? আমরা কি ভারতের সাথে যুদ্ধ করতে যাব ? জানেন না ওদের পরমানু বোমা আছে শোনেননি তারা কি বলেছে ? তারা বাংলাদেশের জন্যই বাধ বানাচ্ছে বন্যার সময় পানি আটকে রেখে বাংলাদেশকে বণ্যা থেকে রক্ষা করবে, শুকনোর সময় পানি দেয়ার জন্য পানি জমিয়ে রাখবে আর মাঝখান থেকে যা বিদ্যুত তৈরী হবে সেটা বাংলাদেশে দেয়া হবে দেশে লোড সেডিং কমবে আপনার একবার লোডসেডিং নিয়ে কথা বলবেন আবার বিদ্যুতের ব্যবস্থা করলে তাতেও বাধা দেবেন এটা কোন নীতি ?

আসলে এরা একেবারে গর্ধভ মনিপুর আর মিজোরামের ওরাও শুধু বাধা দিতেই জানে সব ভাল কাজে বাধা এজন্য এরা এত পিছিয়ে

এরা আশ্বাসে বিশ্বাস করতে শেখেনি

0 comments:

 

Browse