বড় কথা বড় কাজ

Jun 9, 2009

বড় কথা শোনার অভিজ্ঞতা আমার ছোটবেলা থেকে স্কুলে খেলাধুলার পর যখন পুরস্কার দেয়ার সময় হত, যখন কেউ বক্তৃতা দেবার জন্য মঞ্চে উঠতেন তখন আগে থেকেই নিজেদের মধ্যে বলাবলি করতাম উনি বড় কথা বলবেন হতও তাই আমাদের নিরাশ না করে উনি বলতেন পুরস্কার পাওয়া বড় কথা না প্রতিযোগীতায় অংশগ্রহনই বড় কথা আমরাও চেস্টা করতাম তার কথামত পুরস্কার পাওয়ার মত বড় কথায় না গিয়ে অংশগ্রহনের মত বড় কথা শুনতে কেউ কেউ পরীক্ষায় পাশ করার মত ছোট কথায় বিশ্বাস না করে অংশগ্রহনের মত বড় কথায় বিশ্বাস করত তবে তাদের সংখ্যা নেহাতই কম তাদের পিতা-মাতা এত বড় কথা বুঝতেন না মার্কসীট লুকিয়ে রেখেও লাভ হত না কিভাবে না কিভাবে জানাজানি হয়ে যেত তারা একেবারে আদিম পন্থা অবলম্বন করতেন আর সেভাবেই বড় কাজে বাধা সৃষ্টি করতেন বড় কাজে বাধা সৃষ্টির এই প্রবণতা এখনও থামেনি বরং বেড়েই চলেছে বিস্তার লাভ করেছে সবখানে গ্রামে-মফস্বলে-শহরে-রাজধানীতে ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে এখন কেউ বলে না অংশগ্রহন করেছ তাতেই খুশি, জেতার দরকার কি বরং উল্টো কথা বলে যদি জিততেই না পার তাহলে দল নিয়ে বাইরে যাওয়ার দরকার কি ? এটা আশরাফুলের দল সম্পর্কে বলা

কেউ বলে, এই ছোকরা শ্রীলংকায় শতরান দিয়ে শুরু করল, ইংল্যান্ডে একশ রান করে অষ্ট্রেলিয়াকে হারাল তারপরও মাঝেমাঝেই ডুব মারে বিষয়টা কি ? আটটা-দশটা ম্যাচ চোখ বন্ধ করে খেলে তারপর যখন দেখে আর দলে টেকা যায় না, দেশে বিদেশে সবাই তারদিকে আঙুল দেখাচ্ছে তখনই আবার দেখিয়ে দেয়া তার প্রতিভা সেই ধাক্কায় চলে আরো দশ-বারো ম্যাচ এইই চলছে দিনের পর দিন বছরের পর বছর

কেউ বলে, এত টাকা পেয়েছে যে খেলার দিকে মন নেই অত টাকা পাওয়া উচিত হয়নি তার ওপর আইপিএল আবার দিল কত টাকা এত টাকায় কি মাথা ঠিক থাকে ? টাকার গরজ থাকলে ঠিকই রান করত যদি দিত রান গুনে গুনে টাকা তখন দেখা যেত কে কত টাকা কামাতে পারে

অন্য মত নিয়ে আরেকদলও তৈরী আমেরিকার এক রাষ্ট্রদুত কয়েক বছর বাংলাদেশে কাটিয়ে যাওয়ার সময় বলে গেলেন এদেশের মানুষ ষড়যন্ত্র তত্ত্ব খুব বেশি বিশ্বাস করে এরা সেই ষড়যন্ত্র তত্ত্বের দলে তাদের মত, ওরা নিশ্চয়ই টাকা খেয়েছে জিতলে যা পাবে হারলে তারচেয়ে বেশি জানেন না কতজন এসব করেছে ক্রনিয়ে, আজহার, জাদেজা আর কত বলব এরাও তাই করছে তদন্ত করলেই বেরিয়ে পড়বে কার ভেতরে কি

মত আরো আছে যারা একসময় ক্রিকেট খেলতেন তাদের চেয়ে ভাল ক্রিকেট বোঝে কে ? তাদের ইচ্ছেয় ঠিক হয় অধিনায়ক, খেলোয়ার। ব্যাটিংএ ভাল করছেন না কাজেই অধিনায়ক থেকে হাবিবুল বাদ। ব্যাটিং-এ ভাল করছেন না কাজেই খালেদ মাসুদ বাদ। একবারও মনে করা হয়নি অধিনায়ক হিসেবে হাবিবুল কোন দোষ করেননি। সেরা খেলোয়ার সবসময় সেরা অধিনায়ক হন না। তেন্ডুলকার, লারা থেকে শুরু করে পিটারসেন পর্যন্ত এটা প্রমান করে গেছেন। এবং খারাপ সময় সব ব্যাটসম্যানেরই যায়। আর পাইলট ব্যাটসম্যান ছিলেন না, ছিলেন দেশের সেরা উইকেট কিপার। প্রয়োজনে দলের হয়ে অনেক ভাল ইনিংস তিনি খেলেছেন।

বেচারারা সুযোগ না পেয়ে দল ছাড়লেন, দেশ ছাড়লেন, দেশদ্রোহি হলেন। হাবিবুল, আফতাব, অলোক। আবার মাফ চেয়ে ফিরে এলেন। যাদের কারনে গোস্সা তাদের কাছেই মাথা নিচু করতে হল। একই দোষ করেও শেন বন্ড দেশদ্রোহি হননি। তার সম্পর্কে বলা হয়েছে তিনি নাকি নিয়ম না জেনে খেলতে গেছেন। কেউ তাকে নিয়ম জানাননি।

সে যাকগে। বলছিলাম বড় কথা। বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে হেরেছে এতে দুঃখ করার কি আছে। খেলায় অংশগ্রহনই বড় কথা। বড় কাজ তো করা হয়েছে।

একই কথা হওয়া উচিত ফুটবল দল নিয়েও হকি, ভলিবল, বাস্কেটবল, গলফ, টেনিস, সাতার, দৌড়, মটোরেসিং, সাইক্লিং, এসব নিয়েও। আরো দল পাঠালে বড় কথা আরো বাড়ত

সমালোচকরা একটা মুল কথা ভুলে গেছেন তা হচ্ছে বড় কথা, বড় কাজ প্রতিযোগিতায় জেতা বড় কথা না, অংশ নেয়াই বড় কথা বড় কাজ না করে জেতার মত ছোট কাজ করতে বলেন কেন ?

0 comments:

 

Browse