ফকির হওয়া ভাল, রাজা হবেন না

Nov 21, 2011
শরতচন্দ্রের রাজলক্ষী শ্রীকান্তকে বলেছিল, ভাববে একরকম, বলবে আরেক রকম, করবে আরেক রকম। তিনি এটা নিয়েছিলেন সম্ভবত বাংলা প্রবাদ থেকে। বাংলায় প্রবাদ, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভাল পরের বুদ্ধিতে রাজা হওয়া ভাল না।
এখানে ফকির বলতে অবশ্যই ভিক্ষুক বুঝানো হয়েছে। কারন ফকির শব্দটি অন্য অর্থে ব্যবহার করা হয় যারা ভিক্ষুক নন। লালন শাহকেও ফকির বলা হয়।
মুল কথায় ফেরা যাক। পরের কথা শুনবেন না। সমাজে থাকবেন, সকাল-বিকাল দেখা হলে রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি সব নিয়ে কথা বলবেন, দেখা না হলে মোবাইল ফোনে হাই-হ্যালো করবেন। তিনি যা বলেছেন সেকথা ভুলেও মানবেন না। কিছু করতে বললে সেটা বাদদিয়ে বাকি সবকিছু করবেন। নিজে যে কাজ করবেন সেকথা বলবেন না। বরং যেকাজ করার কোন সম্ভাবনা নেই সেকথা জানাবেন।

চুরি করুন, কাজ করবেন না

Nov 20, 2011
চুরি সম্ভবত মানবসমাজের সবচেয়ে প্রচীন কাজগুলির একটি। মানুষ যখন শিকার করে জীবিকানির্বাহ করত তখন যার সেটা করার সামর্থ্য ছিল না তাকে চুরি করতে হত। অন্যের সম্পদে ভাগ বসাতে হত গোপনে। চুরি বলতে অবশ্য না বলে সরানো বুঝায় না, রীতিমত বুদ্ধি খাটিয়ে নিজের দখলে আনা বুঝায়। চোরে দক্ষতা এতই বেশি যে প্রবাদ তৈরী হয়েছে, পুলিশের চেয়ে চোর বুদ্ধিমান। আর এর ফল হচ্ছে, সমাজের উন্নতির সাথে সাথে পুলিশ যেমন বেড়েছে তারসাথে পাল্লা দিয়ে চোরও বেড়েছে। পরে দলেই পাল্লায় ভারি। আর পুলিশ আর চোরের পার্থক যে কি সেটাও অস্পষ্ট। কে কাকে চালায় সেটাও বোঝা কঠিন। পরিচিত একজনের মন্তব্য, গাড়ি চুরি হওয়ার ভয় নাই। এসআই মোখলেস গাড়ি চোরের রাজা।

গন্ডারের চামড়া

Nov 19, 2011
বাংলাদেশ থেকে গন্ডার বিলুপ্ত হয়েছে অনেক আগে। যদিও এমন না যে গন্ডারের চামড়া থেকে ভালকিছু হয় কিংবা মানুষ গন্ডারের মাংশ খায়। কারন যাই হোক, গন্ডার নেই এটাই কথা। দেখতে ইচ্ছে হলে চিড়িয়াখানায় গিয়ে বিদেশী গন্ডার দেখতে হয়। তারপরও গন্ডারের চামড়া শব্দটা থেকে গেছে। থেকে গেছে অনেক গল্প। একেবারে প্রচলিত গল্প দিয়েই শুরু করা যাক।
দুবন্ধ গেছেন বনে। তখনো গন্ডার ছিল এমন বনে। একসময় গন্ডারের সামনাসামনি পড়ে গেল এবং গন্ডার তাড়া করল। একজন দৌড়ে পালাল ঠিকই আরেকজনের সেটা সম্ভব হল না। আর কোন উপায় না দেখে একটা গাছে উঠে রক্ষা পেল। মনে ইচ্ছে, গন্ডারটা বিদায় হলে নেমে বাড়ি ফিরবে।

জনপ্রিয় হবেন না

Nov 12, 2011
বাংলাদেশে জনপ্রিয় ব্যক্তির যে কমতি নেই সেটা টিভি খুললে কিংবা খবরের কাগজে চোখ রাখলেই দেখা যায়। প্রতিদিন, প্রতি মুহুর্তে সাক্ষাতকার। জনপ্রিয় ব্যক্তিদের জনপ্রিয়তা নিয়ে একটাই বক্তব্য, ওটা ভাল জিনিষ না। একজন বললেন গরুর হাটে যেতে খুব ইচ্ছে হয় কিন্তু জনপ্রিয়তার কারনে যেতে পারেন না। কে জানে গরুও যদি চিনে গুতো মারতে আসে। আরেকজন আবার বললেন উল্টোকথা। তিনি নিজে গরুর হাটে গিয়ে গরু কিনেছেন। জনপ্রিয়তার কারনে সুবিধে পেয়েছেন কিনা সেটা অবশ্য বলেননি।
কাজেই জনপ্রিয় ভাল জিনিষ না খারাপ জিনিষ এনিয়ে বিতর্ক করতে পারেন। বিতর্ক অত্যন্ত মুখরোচক বিষয়। খাওয়া-ঘুম বাদ দিয়েও চালিয়ে যাওয়া যায়, এই পক্ষ না ওই পক্ষ, এইদল না ওই দল।

গরুর কদর

Nov 7, 2011
বিবিসি অনেক সময় অদ্ভুত বিষয় নিয়ে অনুষ্ঠান করে। কাজ না থাকলে যা হয় আর কি। এমনই এক অনুষ্ঠান, গরু না থাকলে পৃথিবীটা কেমন হত।
আপনি খুব ভাল করেই জানেন কি হত। গরু না থাকলে আপনি শিক্ষিত হতেন না। ইংরেজি বলুন আর বাংলা বলুন, রচনা লেখা শুরু করতে হয় গরু দিয়ে। চারখানা পা, দুখানা শিং আর একখানা লেজ আছে এই লিখে। যদিও অনেকের আপত্তি আছে তাতে। কোন প্রানীর লেজ থাকতে পারে অথবা না থাকতে পারে। যদি থাকে তাহলে একটাখানাই হয়, একাধিক লেজের কোন প্রানী নেই। কাজেই গরু লেজবিশিষ্ট প্রানী লেখাই যথেষ্ট হতে পারত।
বিবিসির হিসেব একটু অন্যরকম। তাদের প্রধান বক্তব্য গরু না থাকলে আমেরিকানরা আমেরিকান হত না। মানে বিশ্বের সেরা ধনী দেশ হত না। টাকাপয়সা যা আয় করেছে সেটা ওই গরু পুষেই। অবশ্য তারা অকৃতজ্ঞ না। কাউবয় শব্দটা এখনো সবচেয়ে গৌরবের বিষয়। বরং ঢাকা শহরের কোন কোটিপতিকে যদি রাখাল বলেন তাহলে অপঘাতে মরার সম্ভাবনা আছে। তাদের চৌদ্দশ পুরুষের মধ্যে কেউ ওই জঘন্য কাজ করতেই পারেন না।

আমরাও পারি

Nov 2, 2011
বাঙালী পারে না এমন কাজ সম্ভবত নেই। যে অর্থেই বুঝুন না কেন, বাঙালী দেখাতে পারে। অন্তত যারা ১০ হাজার টাকার ল্যাপটপ দেখতে চেয়েছিলেন তারা সেটা দেখেছেন। সবগুলি সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে আর প্রধানমন্ত্রী সেটার উদ্বোধন করে বলেছেন, আমরাও পারি।
আমরাও পারি কথাটির মধ্যে নির্দিষ্ট কাজের উল্লেখ করা হয়েছে। দোয়েল নামের ল্যাপটপ নিজেদের তৈরী, এটাই সেই নির্দিষ্ট কাজ। এর ৬ শতাংশ যন্ত্র দেশেই তৈরী হয়েছে। আগামী ৬ মাসে ৬০ শতাংশ তৈরী হবে। যদি নিতান্তই বাচাল হয়ে থাকেন তাহলে আরেকটু আগ বাড়িয়ে বলতে পারেন, ৬ মাসে ৬০ শতাংশ, ১০ মাসে শত শতাংশ। ইন্টেল-এএমডিকে দেখিয়ে দেব আমরাও পারি।
 

Browse