যোগ্যতা বর্জন করুন

Feb 28, 2012
যদি নির্বাচন নিয়ে কথা ওঠে তাহলে এই জিকির সবচেয়ে বেশি শোনা যায়। আর সামনে যদি নিশ্চিত নির্বাচন থাকে তাহলে তো কথাই নেই।
জিকিরটা হচ্ছে, সত এবং যোগ্য দেখে ভোট দিন।
গত জাতীয় নির্বাচনের সময় এটা রীতিমত হুজুগে পরিনত হয়েছিল। কারনও ছিল অনেক। যে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় থাকার কথা ছিল ৩ মাস তারা দিব্বি দুবছর কাটিয়ে দিল। রীতিমত ক্ষমতা দেখিয়ে। সেই ক্ষমতার বহর এতটাই যে দুই প্রধান দলের দুই প্রধানকে জেলে ঢুকানোর কাজটিও করা হয়েছে। এমন কৃতিত্ব বাংলাদেশে আর কেউ দেখাতে পারেননি। এরশাদও না। তারসাথে ছিল জরুরী আইনের মত অসীম ক্ষমতা।
বাংলাদেশের ভাগ্য ভাল তারা পাকিস্তান থেকে শিখেছেন এর ফল খুব ভাল হয় না। মোশাররফের অবস্থায় তারা পরতে চাননি। সেকারনে নির্বাচন। সেকারনে ওই জিকির।
এই জিকিরে অংশ নেয়া ব্যক্তিদের তালিকা অনেক লম্বা। প্রথম সারিতে একদল বিশেষজ্ঞ রীতিমত ব্যবসা হাতে পেয়েছিলেন। এখন এই চ্যানেলে তারপর ওই চ্যানেলে। আর শেষপ্রান্তে রিক্সাচালক-দিনমজুর-ভিক্ষুক সবাই। একদল বলছেন সত যোগ্য দেখে ভোট দিন, আরেকদল বলছে সত যোগ্য দেখে ভোট দেব।

নিজের পরান বাচা

Feb 24, 2012
একজন মন্ত্রী বলেছেন সিমান্তের বিষয় নিয়ে সরকার চিন্তিত না। কাজেই সিমান্তে মরুন তাতে সরকারের কিছূ যায় আসেনা। পথঘাটে মৃত্যুর কথা নতুন করে না বলাই ভাল। ওটা সবদেশেই ঘটে। বাংলাদেশে বরং কমই ঘটে। আর নিজের বাড়িতে যদি খুন হন তাহলে প্রধানমন্ত্রী সেখানে পাহাড়ার ব্যবস্থা করতে পারেন না। ওটা সরকারের দায়িত্ব না।
আসলে এসব না বলে পুরনো গল্প বলাই ভাল। আপনাকে মরতে হবে। সমুদ্রে জাহাজ ডুবে মরতে পারেন বিছানায় শুয়েও মরতে পারেন। সমস্যা হয়েছে দিন যখন পুরনো দিনে থেমে নেই। সব দেশেই সরকার বলে একটি ব্যবস্থা চালু রয়েছে। প্রতিপদে জনগনকে তাদের টাকা দিতে হয়। তারা সেই টাকায় সেরা খাবার খান, সেরা যায়গায় বাস করেন, সেরা বস্তু উপভোগ করেন এবং সেরা কথা বলেন।
কিংবা অন্যভাবেও দেখতে পারেন। বানর যদি মাথায় চড়ার সুযোগ পায় তাহলে নামবে কেন ? যে মাথায় উঠিয়েছে তাকেই কি দায়ী করা উচিত না!
আমি নিশ্চিত কোন বাঙালী এজন্য দায়ী নন। বাঙালী কখনো কোন ধরনের দোষ কিংবা ভুল করতেই পারে না। নির্বাচনের আগে রীতিমত জিকিরের মতই শোনা যায় দেখে, শুনে, ভেবে, দেশপ্রেমিক, যোগ্য, সত ব্যক্তিকে ভোট দেব। তারা সেটা করেনও। কোন কারনে বিজয়ের পর তাদের প্রকাশভঙ্গিটা ভিন্ন পাওয়া যায়। তখন আর তাদের সত, যোগ্য, দেশপ্রেমিক মনে হয় না।

বেশির চেয়ে কম ভাল

Feb 22, 2012
ভলতেয়ার তার দেশের মানুষ সম্পর্কে বলেছিলেন তারা অতিমাত্রায় দাম্ভিক। অনেকটা খালি কলসি বাজে বেশি-র মত। যা নেই তাই নিয়ে বড়াই করে।
অনেকে স্বস্তি প্রকাশ করে বলতে পারেন ভাগ্যিস বাংলাদেশে অলতেয়ারের মত কেউ নেই। থাকলে কি বলত কে জানে!
কিংবা ভিন্নকথাও হতে পারত। ভলতেয়ার আবার কে ? ওসব চুনোপুটি নিয়ে আমরা মাথা ঘামাই না। বাঙালী বিশ্বসেরা। বাঙালী পারে না এমন কাজ নেই। কে বলেছে ? বাঙালী বলেছে।
বাংলা ভাষাকে বিশ্ববাসি চিনেছিল শতখানেক বছর আগে। একেবারে নিখুতভাবে বললে ৯৯ বছর আগে যখন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। সারা বিশ্ব জেনেছিল বাংলা নামে একটা ভাষা আছে, সেই ভাষায় উন্নতমানের কাব্যরচনা হয়। বহুবছর পর্যন্ত মানুষ বাংলাদেশ এবং ভারতকে রবীন্দ্রনাথের দেশ বলে চিনত।
এরপর গঙ্গায় বহু পানি গড়িয়েছে (ফারাক্কার বাধ সত্ত্বেও)। ৫২ এর ভাষা আন্দোলন থেকে ৭১ এর স্বাধীনতা যুদ্ধ সব যায়গায় কৃতিত্ব দেখিয়েছে বাঙালী। জ্বলে পুড়ে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয়, বলেছিলেন সুকান্ত। এমনকি নোবেল পুরস্কারও জুটেছে বাঙালীর ঘরে। দরীদ্রদের ঋন দেয়ার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিস্ঠা করে পেয়েছেন একজন বাঙালী। আরেকজন বাঙালী পেয়েছেন মানবতার অর্থনীতির কথা বলে।

নিজের পোষাক ঠিক রাখা জরুরী

Feb 18, 2012
ফেব্রুয়ারী ভাষার মাস। ভাষার মাসে ভাষার জন্য কিছু করা হবে না তাও কি হয়। বাঙালী জাতি কি এতটাই নেমকহারাম!
আজকাল সরকার, প্রশাসন কিংবা জনগন কেউই দায়িত্ব পালন করে না। অনেক সময়ই আদালতকে নাক গলাতে হয়। রুল জারি করতে হয়। কাজেই ভাষার সন্মান রাখতে সেখানে কিছু করা হবে সেটাও হয় না। কাজেই, সংবাদপত্রের খবর;
হাইকোর্টের বেঞ্চ বেতার-দুরদর্শনে বাংলা ভাষার বিকৃতি রোধে ব্যবস্থা নিতে রুল জারি করেছে।
খবরটি প্রথম আলোর। তারা মুহুর্তেই বুঝে গেছে রেডিও বলা যাবে না, বলতে হবে বেতার। টেলিভিশন বলা যাবে না, বলতে হবে দুরদর্শন। কে জানে যদি আদালত অবমাননার মামলায় পড়তে হয়। কথার একটু এদিক-সেদিক করলে যদি আম-ছালা দুইই বাচানো যায় তাতে দোষ কি ? সরকারও খুশি পাঠকও খুশি। লোকে বলে টাইম পত্রিকা এই নিয়মে ব্যবসা করে।
বাংলা ভাষার হাল কি, কোনদিকে যাচ্ছে এনিয়ে আগেও লেখা হয়েছে। অযাচিতভাবেই নিজের মত প্রকাশ করা হয়েছে। বরং সে বিষয় থাক। বিষয়টা অন্যভাবে দেখা যাক।

ভি ফর ভ্যানডেটা

Feb 11, 2012
এডলফ হিটলার আর এডাম সাটলার, নামের উচ্চারনে খুব পার্থক্য নেই। ভি ফর ভ্যানডেটা নামের হলিউডি ছবি দেখলে মনে হবে আচরনেরও পার্থক্য নেই। সাটলার বৃটেনের হাই চ্যান্সেলর। সরকার প্রধান যখন প্রধানমন্ত্রী না হয়ে হাই চ্যান্সেলর হন তখন তারপক্ষে সিদ্ধান্ত নেয়া সহজ। কারো মতের তোয়াক্কা করতে হয় না। একেবারে হিটলারের মত।
ভি ফর ভ্যানডেটা ছবির পেছনে কিছু ইতিহাস আছে। ১৬০৫ সালে গাই ফকস নামে এক ব্যক্তি প্রশ্ন তুলেছিল বৃটেনের পার্লামেন্ট সাধারনের পক্ষে কাজ করে কি-না। তারমতে করে না। কাজেই পার্লামেন্ট ভবন নামের ওই ভবন থাকার প্রয়োজন নেই। নভেম্বরের ৫ তারিখকে প্রতিবাদ দিবস হিসেবে তুলে ধরার জন্য বারুদ দিয়ে উড়িয়ে দিতে চেষ্টা করেছিল সেই ভবন। তারপক্ষে সম্ভব হয়নি। তাকে ধরে ফাসি দেয়া হয়। ৪০০ বছর পার হলেও গাই ফক্সের কথা মানুষ একেবারে ভুলে যায়নি। সম্প্রতি পুজিবাদ বিরোধী আন্দোলনে আমেরিকা সহ অনেক দেশে তার মুখোশ ব্যবহার করেছে। এই বিশেষ দিনকে আরেকবার মনে করিয়ে দেয়ার জন্য এই ছবি।

জীবনের দাম কত

Feb 1, 2012
দাম হিসেব করা হয় টাকায় জীবনের দাম কত টাকা ?
অনেকেই বলবেন ফালতু প্রশ্ন প্রশ্নের বাকি অংশ কোথায় ? জীবনের ব্রান্ড কি, মডেল কি ? তবে তো দাম মোবাইল ফোনের দাম কত এটা কি প্রশ্ন হল! দুহাজার টাকায় পাওয়া যায়, ৫০ হাজার টাকায়ও পাওয়া যায়
জীবনের দামও তেমনই ব্রান্ড এবং মডেল অনুযায়ী নিতান্ত দার্শনীকতার খাতিরে বলতে পারেন জীবন দিনের মত সকালে সুর্য ওঠে, দুপুরে মাঝগগনে থাকে, তারপর ঢলতে শুরু করে একসময় অস্ত যায় কোন অনিয়ম নেই জীবন যখন সকালে শুরু হয়েছে তখন একসময় দুপুর বিকেল সন্ধ্যা হয়ে রাত আসবেই প্রশ্ন তখনই ওঠে যখন দুপুরে সুর্য ডুবে যায় কখনো কখনো সেটা ঘটে বয়স ৩০ বছর হয়নি, হঠাত করে জীবন প্রদিপ নিভে গেল গাড়ির ধাক্কায় কিংবা বিএসএফ কিংবা পুলিশের গুলির কথা বলছি না, একেবারে নিজের ইচ্ছেয় গলায় ফাস লাগিয়ে
একজন সেটাই করেছেন পরিচয় তিনি শেয়ার বাজারে বিনিয়োগকারী ৩৩ লক্ষের একজন এক বছরের বেশি সময় ধরে স্লোগান দিয়েছেন (অন্তত চেষ্টা করেছেন), পুলিশের লাঠিপেটা খেয়েছেন একসময় শেয়ার বাজারের রাস্তায় হাজির হয়েছে সাজোয়া গাড়ি বিএসএফ যখন গুলি করছে, পুলিশ যখন মিছিলে গুলি করছে তখন এখানে করলে দোষ কোথায়
 

Browse