ক্রিকেট খেলা নাকি নাটক

Jan 21, 2012
রাজনীতির সাথে ক্রিকেট খেলার মিল খুবই বেশি। ইচ্ছে করলেই সব ভাল বলা যায়, ইচ্ছে করলেই সব মন্দ বলা যায়। ব্যাটসম্যান যদি খেলতে না পারেন তাহলে গুড বোলিং, যদি শট খেলেন তাহলে গুড শট, যদি ফিল্ডার ধরে ফেলেন তাহলে গুড ফিল্ডিং, যদি ধরতে না পারেন তাহলে গুড প্লেসমেন্ট। আবার ইচ্ছে করলেই বিপরীত কথাও বলতে পারেন। ব্যাড বোলিং, ব্যাট শট, ব্যাড ফিল্ডিং, ব্যাড প্লেসমেন্ট থেকে শুরু করে ব্যাড লাক পর্যন্ত। কাজেই ক্রিকেট একধরনের রাজনীতি।
অনেকে আবার বলেন আসলে রাজনীতির সাথে বরং নাটকের মিল বেশি। নাটকে যেমন একজন নাট্যকার থাকেন, সিগারেটে টান দিতে দিতে হিসেব করেন কে কখন কোথায় কি করবে (অনেকটাই ঈশ্বরের মত), পরিচালক যেমন সেগুলি ঠিকমত করা, অভিনেতা যেমন সেগুলি দিনরাত প্রকটিস করেন রাজনীতিও তেমনি। কিছু মানুষ ঠান্ডা মাথায় পরিকল্পনা করে, কিছু মানুষ সেগুলি কাজে পরিনত করার দায়িত্ব নেয়।

কত কষ্টে কষ্ট লোপ পায়

Jan 17, 2012
ঘোড়ার আগে গাড়ি না গাড়ির আগে ঘোড়া, সাম্প্রতিককালের অত্যন্ত মুখরোচক এক বিষয় নেতাদের সৃষ্টি আর জনগন যখন রামছাগলের ছানা তারা উতসাহ পেয়ে নাচবেন এটাই তো স্বাভাবিক তারা একে টেনে নিয়ে গেছেন ডিম আগে না মুরগি আগে পর্যন্ত সমাধান অবশ্য হচ্ছে না সমাধান নিয়ে কারো মাথাব্যথাও নেই একটু লাফানো গেল এটাই পাওনা।
অবশ্য আমার স্বল্পবুদ্ধিতে কে ঘোড়া আর কে গাড়ি সেটা বুঝে ওঠা সম্ভব হয়নি সরকারের দাবি নির্বাচন কমিশনারের সময় শেষ হয়ে যাচ্ছে কাজেই এখন নির্বাচন কমিশনার ঠিক করতে হবে এই জরুরী কাজ না করলে সংবিধান থাকে না। আপনার সায় দিন আর বিরোধী দলের বক্তব্য নির্বাচন কমিশনারে কি যায় আসে, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নির্বাচনই হবে না সেটার আগে ফয়সালা হোক

যে ঘটনা ঘটে

Jan 10, 2012
কিছুদিন আগে এক ব্যক্তি ফেসবুকে জরিপের চেষ্টা করেছিল, আপনি প্রেসিডেন্ট ওবামার মৃত্যুর পক্ষে নাকি বিপক্ষে। পেজটি বন্ধ করে দেয়া হয়েছে। অবশ্য খবরটি পাওয়া গেছে একদিনই, পরদিন সেটা উধাও। ঠিক সেখান থেকে কিনা নিশ্চিত করা কঠিন, বাংলাদেশে একজন মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মৃত্যুর পক্ষে। ওই ফেসবুকেই। তিনি জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আদালত স্বতপ্রনোদিত হয়ে বলেছে তারনামে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে।
জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় খবর হয় অনেক কারনে। একে বলা হয় আবাসিক বিশ্ববিদ্যালয়। অবস্থান একেবারে রাজধানী ঘেসে। বিশ্ববিদ্যালয়ের সীমানা ছাড়ালেই সবুজ গ্রাম। ভেতরের লেকে শীতকালে হাজার হাজার পাখি ভীড় জমায়। বিষয়টি এতটাই পরিচিতি পেয়েছে যে অনেকে সেখানে যান সেই পাখি দেখতেই।

পাগলেও টাকা চেনে

Jan 9, 2012
পাগলেও টাকা চেনে, এটা কথার কথা। আসলে কে পাগল কে পাগল না চেনা কষ্টকর। যদি টাকা দিয়ে যাচাই করতে চেষ্টা করেন তাহলে টাকা চিনলে হয়ত বলবেন সে পাগল না। যেহেতু সে টাকা চেনে।
বরং অন্যভাবে টাকা মহাত্ব যাচাই করা যেতে পারে। একেবাড়ে গন্ডমুর্খ, অক্ষরজ্ঞান তো দুরের কথা এক-দুই গুনতে জানে না। সেও কোন অবলিলায় টাকার হিসেব করতে পারে। এই রহস্যের সত্যিই সমাধান নেই। অর্থ অনর্থের মুল যতই বলা হোক তারপরও সবাই সেই অনর্থের দিকেই ছোটে।
এসব তত্ত্বকথায় আসলে জীবন চলে না। বাস্তবতা হচ্ছে মানুষকে বাচার জন্য খেতে হয় এবং টাকা খাওয়া যায় না।  জিম্বাবের সেই বিখ্যাত ছবির কথা কি মনে আছে ? এক ব্যক্তি সকালে রুটি কিনতে যাচ্ছেন ব্যাগভর্তি টাকা নিয়ে। সহজে টাকা বহন করার জন্য ছাপা হয়েছে কোটি ডলারের নোট।

থামলে ভাল লাগে

Jan 6, 2012
এক পাগল ক্রমাগত দেয়ালে মাথা ঠুকছিল। একজন জিজ্ঞেস করল, ওভাবে মাথা ঠুকছ কেন ? কষ্ট লাগে না ?
তার উত্তর, থামলে কি আরাম!
আপনার মাথায় যদি কেউ আঘাত করতে থাকে সেটা বন্ধ করলে আরাম লাগারই কথা। ব্যথা কি জিনিষ কিভাবে বুঝবেন যদি ব্যথা না পান। একইভাবে দিনে পাচবার যদি বিদ্যুত না যায় তাহলে বিদ্যুতের মর্যাদা বুঝবেন কিভাবে।
এখন শীতকাল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বেশ জোরেশোরে শোনা গিয়েছিল কি পরিমান বিদ্যুত তৈরী হবে। মন্ত্রী ঘোষনা দিয়েছিলেন প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুত উতপাদন করা হবে (কেন কে জানে ?) শীতকালে যখন বিদ্যুতের চাহিদা কম থাকে তখন ভারতে রপ্তানী করা হবে আর গরমকালে ভারত থেকে আমদানী করা হবে (হয়ত গরমকালে তাদের চাহিদা কম থাকে)।

রাজাকার কাহাকে বলে

Jan 4, 2012
কোন পরীক্ষায় সম্ভবত এপ্রশ্ন করা হবে না এমনকি কোনধরনের ইন্টারভিউতেও না, যদি না সেখানে অতি রসিক বাঙালী থাকেন অবশ্য বাঙালীর রশিকতা নিয়ে প্রশ্ন না করাই ভাল একেবারে তুলনাহীন একজন শীর্ষস্থানী নেতা বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করেছেন তার স্বামী কোথায় যুদ্ধ করেছেন তিনি জানেন কিনা ইতিহাস বইতে যতদুর লেখা ছিল (বর্তমানের কথা জানা নেই, ইতিহাস প্রতিদিনই পাল্টায়) তিনি কোন সেক্টরের দায়িত্বে ছিলেন, কোথায় যুদ্ধ করেছেন, বীরত্বের কারনে কি খেতাব পেয়েছেন, কখন অতিরিক্ত প্রমোশন পেয়ে সেনাবাহিনীর সিনিয়র অফিসার হয়েছে, এই খেতাব এবং প্রমোশন কে দিয়েছে  বরং ইতিহাসে লেখা নেই জনাব তোফায়েল আহমেদ কোথায় যুদ্ধ করেছেন সেটা আগেভাগে লিখে ফেলাই ভাল
বাংলাদেশের মানুষ বাস্তবে জানে না জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন নাকি রাজাকার ছিলেন তিনি যুদ্ধ করেছেন নাকি পাকিস্তানের কাছে যুদ্ধের গোপন তথ্য পাচার করেছেন সেকারনেই রাজাকার কাহাকে বলে বিষয়টি সামনে এসে দাড়ায়
 

Browse