সুশাসন

May 24, 2009

বৃটিশ শাসনামলে নাকি পুলিশ গুলি খরচ করলে হিসেব দিতে হত তারা বিদেয় নেবার পর সেপ্রথা উঠে গেছে এখন গুলি খরচ করলে হিসেব দিতে হয় না বইতে পড়া কথা, কতটা সত্যি কতটা মিথ্যে আমার জানার উপায় নেই গুলির খরচের সাথে অর্থখরচের বিষয় যখন রয়েছে তখন অন্তত টাকার হিসেব থাকতেই পারে আর জিনিষটা যখন বেশ দামী বাজারে চাহিদা রয়েছে

কথা হচ্ছে গুলির হিসেব নিয়ে পুলিশ যদি গুলি করে সন্ত্রাসী মারে তাহলে তাকে কি প্রশ্ন করা হয় কটা গুলি খরচ হয়েছে ? একটার যায়গায় তিনটা খরচ হল কেন ? অতিরিক্ত দুটা খরচের টাকা কে দেয় ? তাহলে ট্রেণিং দেয়া হল কেন ?

কিংবা যদি রাতের বেলা রাস্তায় একটা গাড়িকে সন্দেজনক মনে করে থামানো হয় তারপর তাদের জিনিষপত্র নিজের পকেটে ঢুকিয়ে লাইন করে দাড় করিয়ে পায়ে গুলি করা হয়, বলা হয় ছিনতাইয়ের সময় গোলাগুলিতে আহত, তখন কি খরচের প্রশ্ন ওঠে ? তখন কি বলা হয় এতগুলো গুলি নষ্ট করা হল কেন ? আরো কম খরচ করা যেত না ? হিটলার বাহিনী কতরকম পথ বের করেছিল জানেন না টাকা পাওয়া কত কষ্টকর কেউ ট্যাক্স দিতে চায় না ট্যাক্সের কথা বললে আন্দোলনের হুমকি দেয় ট্যাক্স ছাড়া সরকার চলে কিসে ? দেশ চলে কিসে ?

অন্য প্রশ্ন করে লাভ নেই গুলি করা প্রয়োজন হয়েছে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়েছে বিপদ ঘটানোর আগেই ব্যবস্থা নেয়া প্রয়োজন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জীবন বাজি রেখে হলেও সন্ত্রাস চাদাবাজি বন্ধ করবেন তার বাড়ী থেকে তার ফোন ব্যবহার করে তার নামে চাদাবাজি করা হয়েছে ও, তাই নাকি তাকে তো আমি তেমন চিনি না সে গরীব মানুষ বিপদে পরে আশ্রয় নিয়েছে বিপদে পরা মানুষকে আশ্রয় দিতে হয়

পররাষ্ট্রমন্ত্রী, (তিনি সবসময় পরের রাষ্ট্রে থাকেন বলেই হয়ত এই নাম) বিভিন্ন দেশে গিয়ে বলেছেন আইনবহির্ভুত হত্যা বন্ধ করা হবে প্রধানমন্ত্রী বলেছেন জিরো টলারেন্স তবে, দেশ চালাতে হয় তাদেরই সবসময় সবকথা রাখলে চলে না জানেন নাতো পনের কোটি মানুষের দেশ চালানো কেমন কঠিন কাজ সবাই তো আর আমার দলের লোক না দুচারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে ওদিকে তাকান কেন ? জানেন আগের সরকার কি করেছে ? পরিসংখ্যান দেখেন

দুটো সংস্থাকে বাতিল করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কতবড় ষড়যন্ত্র এদের ছাড়া দেশ চলবে ? মানুষ কথা শুনবে ? জানেন না ওদের চেহারা দেখলে মানুষের বুক কাপে পা থেকে মাথা পর্যন্ত কালো পোষাক, চোখে কালো চশমা, মাথায় কালো রুমাল এমন পোষক দেখছেন কোথাও ? রেসলিংএ দেখছেন ? আন্ডারটেকার ? তাইলে বোঝেন তারে কেমুন ভয় পায় সকলে আরে ভয় না পাইলে কেউ সোজা হয় ? কথা মানে ? কথা না মানলে জনগনের সেবা করব ক্যামনে ?

খবরে প্রকাশ চারজনকে গুলি করার তদন্ত হবে। তদন্ত করবে অন্য পুলিশ। তারা বের করবে আসলেই তাদের পকেট থেকে মোবাইল ফোন, টাকাপয়সা এসব বের করে তাদের পায়ে গুলি করা হয়েছে নাকি অন্যকোনভাবে তারা আহত হয়েছে। কে জানে, নিজেরাও গোলাগুলি করে পুলিশের ওপর নাম চাপাতে পারে। পুলিশের ভাবমুর্তি নষ্ট করতে সকলে উঠেপড়ে লেগেছে। পুলিশ ছাড়া কি দেশ চলে ? একমুহুর্ত পুলিশ না থাকলে সারা দেশের কি অবস্থা হবে জানেন ? বাগদাদ পতনের পর ইরাকের চেহারা দেখেছেন ?

রাজা যায় রাজা আসে, বলেছিলেন কবি পাত্রপাত্রী পাল্টায়, রাজত্ব থেকে যায়, শাসন থেকে যায় কাউকে না কাউকে দেশ চালানোর দায়িত্ব নিতে হয় অপরাধী ধরতে হয় আইনের শাসন কায়েম করতে হয় সব অপরাধের কিনারা করতে হয় তুই ক্যামনে মরবি ক স্বিকারোক্তি দিয়া ফাসিতে ঝুলবি, জেলে যাবি না শক খাইয়া হার্ট এটাকে মরবি, না এনকাউন্টারে মরবি আমি এই মামলার কিনারা করমুই করমু জীবন বাজি

বাংলাদেশের রাজনীতিতে একসময়ের উল্লেখযোগ্য নেতা মেজর জলিলকে বরখাস্ত করা হয়েছিল চাকরি থেকে এখন কি একই কারনে বরখাস্তের ঘটনা ঘটে ? ষাটোর্ধ ব্যক্তি পথের মোড়ে এসে চিকার করে ঘোষনা করলেন, তরে আমি ক্রশ ফায়ারে ফালামু চব্বিশ ঘন্টার মধ্যেই ঘটল সেই ঘটনা এলাকায় রটে গেল সাত লাখ খরচ হয়েছে এজন্য

বাপরে!

0 comments:

 

Browse