নাকাল কর আরো, যে যেভাবে পারো

May 19, 2009

১ কোটির বেশি মানুষের জাতিয় পরিচয়পত্র নেই না এটা কোন খবর না এতে চমকাবার মত কিছু নেই যেখানে বেকারের সংখ্যা এর কয়েকগুন বেশি সেখানে পরিচয়পত্র দিয়ে যে অভাব মিটবে না সেকথা অনেকেরই জানা তবুও, প্রয়োজন হয় এখানে-ওখানে বলা হয়, আছে পরিচয়পত্র ? ন্যাশনাল আইডি ? ওটা না আনলে কাজ হবে না

তখন ছুটতে হয় ন্যাশনাল আইডির খোজে কোথায় পাওয়া যায় ? কোথায় পাওয়া যায় ??

কেউ জানে না একজন খোজ দিল নিলক্ষেতে পাওয়া যায় সত্যিই, পাওয়া যায় টাকা দিয়ে কয়েক মিনিটের মধ্যে খবর গেল পুলিশের কানে তারা এসে হাতকরা পড়াল, বুকে নাম এটে লাইন করে বসিয়ে ছবি উঠাল তারা নিজেরাও দাড়াল পিছনে খবরের কাগজে ছাপা হবে, যেমন তেমন কথা!

যাকে বলা হয়েছিল এনআইডি আনতে তার যন্ত্রনা বাড়ল আর কোথায় পাওয়া যায় ?

যায় আরো অনেক যায়গায় দেশের আনাচে কানাচে ডিজিটাল বাংলাদেশে কম্পিউটার-প্রিন্টারের অভাব নেই, মেধার অভাব নেই, জনবলের অভাব নেই, টাকা রোজগারের পদ্ধতির অভাব নেই একখানে না পারিলে দেখ অন্যখানে কাজ চলতেই থাকে

তবে কথা অন্যখানে এই এনআইডি আসলে কি একসময় কজন দেবদুত ক্ষমতা দখল করে ঘোষনা করলেন তারা এই সমাজকে আদর্শ সমাজ বানিয়ে ছাড়বেন কার সাধ্য বাধা দেয় গাড়ি থাকুক বা না থাকুক বাড়িতে গ্যারেজ বানাতে হবে রাস্তা বন্ধ করে গাড়ি রাখুন আপত্তি নেই, গ্যারেজ বানান ফুটপাত ছাড়া হাটলে জরিমানা দিতে হবে গুদামে ষ্টক করে রাখা চলবে না দেশ এতদিন চলেছে কিভাবে! সব দুর্নীতিবাজ জেলে পোরা হবে বিবিসির কাদির কল্লোল যখন জিজ্ঞেস করলেন যাকে গ্রেপ্তার করা হয়েছে তার গ্রেপ্তারের কারন কি দেখানো হয়েছে, দেবদুত ধমকে উঠলেন যাকে নিয়ে এত কথাবার্তা, এত সমালোচনা, তাকে ধরা নিয়ে এত কথা কিসের ? মুখ বন্ধ রাখুন

সারা পৃথিবীর মানুষকে রেডিওতে টেবিল চাপড়ানোর শব্দ শুনিয়ে দিলেন

তবে সবকিছু একেবারে মনমত হল না জিনিষপত্রের দাম হুহু করে বাড়তে থাকল একসময় ঘোষনা দিতে হল, ব্যবসায়ীরা দুর্নীতি করুক আর যাই করুক তাদের কিছু বলা হবে না শুধুমাত্র রাজনীতিবিদদের আমরা ধরব আমরা পুটিমাছ ধরব না, রুই কাতলা শিকার করব একসময় সেখান থেকেও সরতে হল রাজনীতিবিদরাও একে একে মুঠো থেকে বেরতে শুরু করল নির্বাচন, নতুন সরকার সবকিছুই হল কথা ছিল তাদের যাকিছু আবিস্কার সবকিছুরই স্বীকৃতি দেয়া হবে কিন্তু হল না অন্যদিকে মুখ ঘুরিয়ে অনেক আবিস্কারকে চলে যেতে দেয়া হল এই গ্যাড়াকলে পড়ল এনআইডির বিষয়টিও নতুন মন্ত্রী সরাসরিই বললেন, সেটা মরে গেছে এখন এনআইডি-র বৈধতা নেই নতুন আইন করলে তখন দেখা যাবে কোন কাজেই এনআইডি থাকা বাধ্যতামুলক নয়, তবে এনআইডি থাকা ভাল পরিচয় জানা যায়

এখন এই পরিচয় জানানোর দায়িত্ব কার কেউ জানে না বলা হয় এটা নির্বাচন কমিশনের দায়িত্ব বাপরে! নির্বাচন কমিশন দেশের সব মানুষের পরিচয় দেবে সেই পরিচয়ের গুনে একজন ব্যাংক একাউন্ট করতে পারবে, ইলেকট্রিক বিল-গ্যাসের বিল জমা দিতে পারবে, পাসপোর্ট বানাতে পারবে, ট্রেড লাইসেন্স বানাতে পারবে শুনেছিলাম যাদের বয়স ১৮ পেরিয়েছে তাদের দায়িত্ব এই নির্বাচন কমিশন নামের অভিভাবকের এখন দেখা যাচ্ছে সকলেরই

কিন্তু তারা সেটা করছে কখন ? কোথায় ? তাদের সাথে যোগাযোগ করার পদ্ধতি কি ?

কেউ জানে না মন্ত্রী যে কথা সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন সেকথা এইসব এনআইডি চাওয়া লোকের কাছে পৌছে না তাদের কাছে এটা অন্য সবকিছুর সাথে নতুন এক পদ্ধতি সাধারন মানুষকে নাকাল করার এমন সুযোগ ছাড়ে কে

সরকার বলছেন, আমরা যতটুকু করার করছি বাকিটা তোমরা কর সুকুমারের ভাষায়- নাকাল কর আরো, যে যেভাবে পারো

0 comments:

 

Browse