বাংলা র‌্যাপ রিমিক্স এমপিথ্রি

May 16, 2009

প্রশ্নকর্তাকে একবার না দেখে পারলাম না প্রশ্ন শুনে যা ধারনা হয়েছিল তার ষোলকলা পুর্ন করল তার পোষাক এবং চেহারা সাথেসাথে একটা ভাবনার উদয় হল ডারউইন যে বিবর্তনের কথা বলেছিলেন সেটা কি এখনো চলমান ? একসময় নাকি বানর থেকে উদ্ধব হয়েছিল আজকের এই মানুষ নামের প্রজাতির যদি বিবর্তন চলমান হয় তাহলে আগামীতে কি হবে ? শরীরের পোষাক-গহনা, চুল-দাড়ি এসবের প্রভাব কি চেহারা স্বাস্থ্যেও স্থায়ী রুপ নিচ্ছে আগামীতে কোন একসময় যখন এই বিবর্তন পুর্ণ চেহারা নেবে তখন এই বাংলাদেশের মানুষের চেহারা-আকৃতি কি দাড়াবে ? চুলের রঙ কালো থাকবে না এটা নিশ্চিত চোখের রঙও পাল্টাবে স্বাস্থ্য-

সামর্থ্য অনুযায়ী স্বাস্থ্য হবে কয়েকভাগে বিভক্ত একদলের শরীর হবে জাতিয় ফলের মত, আরেকদলের হবে চামচিকের মত একদলের কাধ এবং ঘাড় হবে টুয়াটারার মত আরেকদলের গ্যালাপাগোসের কচ্ছপের মত একদলের উচ্চতা হবে হাইরাইজ বিল্ডিং এর মত, আরেকদলের আগারগা বস্তির মত, একদলের ওজন হবে ট্রাকে ওঠানোর, আরেকদল সেই ট্রাকের হাওয়ায় উড়বে

যাকগে সেসব কথা এসব পরিবর্তন হতে বহুবছর লাগে ততদিনে আমার হাড়গোড় মাটিতে মিশে সার হয়ে খাবারে পরিনত হবে রিসাইক্লিং চলতে থাকবে ওসব ভেবে আমার লাভ কি ?

বর্তমানের বিষয় হচ্ছে বাংলা, র‌্যাপ, রিমিক্স এবং এমপিথ্রি একেবারে জ্বলজ্বলে চারটি শব্দ ভাষার জন্য যে দেশের মানুষ জীবন দিয়েছে সেদেশের মানুষ দেশপ্রেমিক না হয়ে কি পারে বাংলা গান গাইতে হয়, বাংলা গান শুনতে হয় আর র‌্যাপ ওটা হল গানের ধরন একেবারে অথ্যাধুনিক আমেরিকানরা গায় খুব জনপ্রিয় এই গানের সাথে নাচ যা জমে না! একেবারে ফাটাফাটি এজন্য প্যান্ট পরতে হয় নিচু করে, জামা গায়ে দিতে হয় উচু করে মাঝখানের যতটা ফাকা রাখা যায় তত ভাল আরে এসব দিয়েই তো দেশটা আন্তর্জাতিক হচ্ছে গ্রোবালাইজেশন এতদিন কি অন্ধকারে পড়ে ছিলেন এতদিনে তার নিদ্রাভংগ হল কেমনে পোছিল গুহার আধারে প্রভাত পাখির গান

এরপর শোনেন রিমিক্স এইডা হইল গানের যেসব পুরানা যন্ত্রপাতি আছে সেইগুলানরে বাদ দিয়া নতুন যন্ত্রপাতি ঢুকাইন্যার ব্যবস্থা অহনো বোঝেন নাই ওইযে তবলা-হারমোনিয়াম ওইসবের বদলে ড্রাম-কিবোর্ড মডার্ন ড্যান্সের সাথে এইগুলান থাকতে হয় ধারাবাহিকে দেহেন না, কেমন রিমিক্সের লগে নাচে একটা লইয়া যান

এমপিথ্রি জানেন না এইডা কি ? থাকেন কোনহানে ? ঢাকার ভিসা দিছে কেডা ? মংলার চড়ে যান

এমপিথ্রি হইল একধরনের গান সিডি থিক্যা কপি করলে তারপর সবখানে চলে মোবাইল ফোন হউক আর কম্পিউটার হউক কানে লাগাইয়া যেহানে খুশি যাইতে পারবেন এতে খরচ কম একটা সিডির দাম নেয় চল্লিশ-পঞ্চাশ টাকা, গান থোকে মোটে বারোডা-পনেরডা এমপিথ্রি কইরা লন, এক সিডিতে দুইশ দাম তিরিশ একটা গান কত পড়ল ?

এরই মধ্যে আরেক কাষ্টমার হাজির, বাংলা গানের ইনসট্রুমেন্টাল আছে ?

দোকানদার বলল, আছে

একটু পরই গিটার বেজে উঠল এনামুল করিম না কি যেন নাম লোকটার আগে নামটাম শোনা যেত

ক্রেতা বিরক্ত হল, আরে এইসব কি? ব্যান্ডের গান আছে, এমপিথ্রি

দোকানদার বলল, আছে

পরক্ষনেই রুপবান কোমড় দুলিয়ে নেচে উঠল

ক্রেতা বলল, হ, এইডা কিন্তু কথা থাকব না আচ্ছা ভোকাল বাদ দেওয়ার কোন সিষ্টেম আছে ? ভোকাল বাদ দিয়া মিউজিকের লগে গান গামু কোন সফটার

দোকানদার বলল, হ আছে সোনার, ফ্রুটিলুপ সিডি-ডিভিডি সব আছে

দ্যান-দ্যান এট্টু দেহায়া দিবেন ক্যামনে করে

দোকানদার বলল, দেহাইতে পারমু না সবাই নিয়া যায় নিজে নিজে শেখে একটু ঘাটাইলে নিজেই পারবেন। অনেকগুলান আছে একটায় কাম না হইলে আরেকটা দ্যাখবেন

অ, আচ্ছা দ্যান

তৃতিয় একজন কাষ্টমারের দেখা মিলল সেলফে সাজানো একটি ডিভিডি দেখিয়ে বললেন, ওটা একটু দেখা যাবে ?

বাক্সটা তার হাতে চলে গেল ডিস্কটা কম্পিউটারে একটুপরই নানারকম যন্ত্রের সুর শোনা গেল নাম ভেসে উঠল, ইয়ানি লেখা দেখে জানলাম তার দেশ গ্রীস। তারপর একেএকে আরো অনেকের না ভেসে উঠতে শুরু করল জাপান, চিন, আমেরিকা, ইংল্যান্ড, ভেনেজুয়েলা, রাশিয়া, ভারত, পুয়ের্তো রিকো মনেহল পৃথিবীর সবদেশের নামই দেখা যাচ্ছে সারা বিশ্বকে একসাথে করার চেষ্টা। দেখার চেষ্টা করলাম বাংলাদেশ শব্দটা কোনভাবে দেখা যায় কিনা চোখে পড়ল না

তখনই মনে পড়ল, বাংলা, র‌্যাপ, রিমিক্স এবং এমপিথ্রির কথা

এসবের ভীড়ে যারা বাস করে তাদের কেউ ইয়ানির দলে যায়গা পায়না। তার প্রয়োজনও নেই। এত কষ্ট কে করে যখন একটা গান মুখস্ত করে দেশসেরা তারকা হওয়া যায়।

1 comments:

Aero River said...

মজা পেলাম
AR
http://banglablogtips.blogspot.com/

 

Browse