ডিজিটাল বাংলাদেশ - ডিজিটাল ক্যামেরা

May 18, 2009

আপনার ফটোগ্রাফির আগ্রহটা হঠাৎ করেই চাউর দিয়ে উঠেছে নেটে দেখা যায় কতরকম প্রতিযোগিতা ঘরে বসে ছবি পাঠিয়ে দিলেই হল যদি লাইগা যায় ১০ হাজার, ২০ হাজার ডলার পুরস্কার সেইসাথে বিদেশ ভ্রমন ভাল একটা ক্যামেরা কিনলেই হয় তারপর আর কোন খরচ নেই। একটা এসএলআর কি কেনা যাবে না একজনের কাছে শুনলেন সে কিনেছে ৭৫ হাজারে নাইকনের ডি-৯০ ফাটাফাটি ক্যামেরা

নেটে খুজতে শুরু করলেন নাইকনের ডিলার কে ? ফ্লোরা লিমিটেড তাদের ওয়েবসাইটও পাওয়া গেল সেখানে ক্যামেরাও ফোন করলেন

ডি-৯০ এর দাম কত ?

আশি হাজার

কেন পচাত্তরে পাওয়া যায় না ? একজন তো কিনেছে এই দামে। আপনারা তো ডিলার আরো কমে দেবেন

না একই দাম

লেন্স কি দিবেন ?

আপনে যা নেন

ওর সাথে তো ১৮-১০৫ লেন্স থাকে

ওটার দাম বিশ হাজার

তারমানে ?

তারমানে ক্যামেরা আশি লেন্স বিশ মোট এক লাখ

কিন্তু একজন যে লেন্সসহ কিনেছে পচাত্তরে

কোথায় ?

বায়তুল মোকাররমে

ও দুই নম্বর মাল

বিভ্রান্ত হয়ে ফোন রেখে দিলেন ক্যামেরাও দুই নম্বর কোথায় হয় ? ধোলাইখাল ? জিঞ্জিরা ? নাকি চায়না মাল

যাকগে এসএলআর অত টাকা নেই বরং অন্য ক্যামেরা দেখি

গুগল-ইয়াহু সার্চ করে খুজে পেতে বের করলেন কয়েকটা মডেল সুপারজুম ক্যামেরা সবগুলি দশ মেগাপিক্সেল বারো মেগাপিক্সেল মডেলগুলো দেখলেন ভাল করে নাইকন, ক্যানন, প্যানাসনিক, অলিম্পাস সেরা সেরা সব কোম্পানী পুরস্কার না পেয়ে যায় না

আবারো ফ্লোরা নাইকন আর অলিম্পাসের ডিলার

আবারো ঢুকলেন ওয়েবসাইটে। এমাথা থেকে ওমাথা চষে ফেললেন নেই পি-৯০ নেই

পি-৮০ দিয়ে কি কাজ হবে ? ওটা তো বাতিল মডেল

সেটাও নেই

আচ্ছা অলিম্পাস দেখা যাক এসপি ৫৯০ আলট্রা জুম

সেটাও নেই তার আগের মডেল তার আগের মডেল সেটাও নেই

আচ্ছা কদিন আগেই তো পেপারে দেখলাম প্যানাসনিকের প্রদর্শনী কে যেন ক্যামেরার ডিলারশীপ নিয়েছে বিক্রি করবে নাকি বাংলাদেশে তৈরী করবে ? দুদিন প্রদর্শনী করল মৈত্রি সন্মেলন কেন্দ্রে

সার্চ করতে শুরু করলেন প্যানাসনিক-বাংলাদেশ, লুমিক্স-বাংলাদেশ, ডিজিটাল ক্যামেরা-বাংলাদেশ গুগল-ইয়াহু ফেল মারল

যাকগে প্যনাসনিক ক্যাননের ডিলার কে জানি জেএএন আবার সার্চ করতে শুরু করলেন, জেএএন-বাংলাদেশ আবারও ফেল

ধুত্তোর সরাসরি যাই আইডিবিতে ওদের শোরুম আছে কম্পিউটার সিটি ওখানে সবকিছুই পাওয়া যায় বড়জোর দুঘন্টা লাগবে যেতে আসতে। প্লাশ জ্যামের জন্য আরো দুঘন্টা। সমস্যা কি ? সময়ের দাম আর কটাকা ? কেউ কি টাকা দিচ্ছে সময় বাচালে ?

জেএএন একটা রঙিন কাগজ ধরিয়ে দিল আপনার হাতে নানারকম ক্যামেরার ছবি। সব ধরনের বর্ণনা। এইতো দেখা যাচ্ছে এসএক্স-১ আইএস

এটার দাম কত ?

কোনটা ? ও, ওটা ষ্টকে নেই

মনটা খারাপ হয়ে গেল বড় পছন্দ ছিল জিনিষটা এসএলআরের বদলী কাজ চলত হাই ডেফিনিশন ভিডিও করা যায়। আচ্ছা একধাপ নিচে নামা যাক

এসএক্স-১০ আছে ?

না

আবারও ধাক্কা

শেষ হয়ে গেছে ? কবে পাওয়া যাবে ?

ওসব চলে না এইগুলান আছে

আপনি একবার চোখ বুলালেন প্রদর্শনীর দিকে এগুলো দিয়ে বাড়ির লোকজনের, বন্ধুবান্ধবের, বান্ধবীর ছবি উঠানোর শখ মিটতে পারে কিন্তু পুরস্কারের ডলার ?

একেবারে অর্ধেকে নেমে এলেন আপনি ২০এক্স জুম থেকে ১০ এক্স ওইযে এসএক্স-১১০, ওটার দাম কত ?

বত্রিশ

সেকি ? আমি যে নেটে দেখলাম ওর দাম ২০৫ ডলার

কোথায় দেখলেন ? নেটে ? ওরা একটা বিক্রি করে না ওইডা পাইকারী দাম

মনখারাপ করে ফিরতে শুরু করলেন তখনই পরিচিত একজনের সাথে দেখা তাকে বললেন দুঃখের কথা তার কোন পরামর্শ যদি পাওয়া যায়

বললেন, ভাবছি অনলাইনে অর্ডার দিয়ে কিনে নেব

সত্যিকারের পরামর্শই পেলেন তার কাছে একেবারে বাস্তব

টাকা দেবেন কিভাবে ? বাংলাদেশ থেকে অনলাইনে টাকা পাঠানো বেআইনি মানি লন্ডারিং আইনে পড়বেন চেষ্টা করে একজনের ক্রেডিট কার্ড ব্যবহার করেছিলাম একবার হারিয়ে গেল, একবার আসার পর জিনিষটা কাষ্টমসকে দান করে এলাম ৫০ ডলারের জিনিষের ট্যাক্স ৩০০ ডলার তারচেয়ে ৩০০ ডলার বাচাই দরকার নেই জিনিষ

আপনারও মনে হল, দরকার নেই ক্যামেরা দরকার নেই পুরস্কার দরকার নেই ডলার। পেলেও ঝামেলা। পাঠাবে কিভাবে ? সেখানেও তো মানি লন্ডারিং। তারচেয়ে চোখকান বুজে ভালই আছি

0 comments:

 

Browse