বাস্তবমুখি

May 17, 2009

অপেশাদার চাদাবাজদের প্রশিক্ষন দেন মিরপুরের প্রাক্তণ কলেজ শিক্ষক হারুন খন্দকার ও হান্নান মোল্লা তাদের তত্ত্বাবধানে প্রায় অর্ধশত অপেশাদার চাদাবাজ রয়েছে ছাত্র, শিক্ষিত যুবক, কুরিয়ার কর্মী নেটওয়ার্কের সদস্য . . .

চমকে উঠলেন কি ?

হয়ত সব ধরনের কোচিং সেন্টারই রয়েছে একসময় ভর্তির জন্য কোচিং সেন্টারের বাড়াবাড়ি দেখে একজন মন্তব্য করেছিল, কিন্ডারগার্টেনের জন্য ভর্তি কোচিং চালু করা উচিত শুরুর আগে কিছু শেখানো দরকার এখন সেটা রমরমা ব্যবসা এতেও চমকাবার কিছু নেই যা আছে তা হল নতুনত্ব

ছোটবেলায় স্কুলে রচনা লিখতে হয়েছে বাংলায় আমার জীবনের লক্ষ্য ইংরেজিতে মাই এইম ইন লাইফ বইতে যেমন পড়েছি তেমন লিখেছি, বড় হইয়া আদর্শ শিক্ষক হইব মানুষকে সুশিক্ষিত করিব কিংবা আদর্শ ডাক্তার হইব, গ্রামে যাইয়া বিনামুল্যে দরীদ্রদের সেবা করিব রচনা লেখার চল এখনো রয়েছে শুধু আমার জানা নেই এখন ছাত্ররা কি লেখে আদর্শ শিক্ষক ধুরো

ফুটপাতে দোকানদারী করা এরচেয়ে ভাল রিক্সা চালালেও খেয়েপড়ে বাচা যায় আর বলে শিক্ষক! আমার দরকার টাকা টাকা পয়সা করে যে, গাড়িপ্লেনে চড়ে সে দরকার শুধু টাকা কোটি কোটি টাকা পত্রিকায় দেখেন না, দুকোটি টাকা চাদা না দেয়া প্রকাশ্য দিবালোকে গুলি, পাচ কোটি টাকা চাদা না দেয়ায় অফিসে ঢুকে হত্যা মানুষ মারা গেছে বলেই না খবরে বেরিয়েছে। মারা যায়নি এমন কতশত ঘটনা ঘটছে সেখবর রাখেন। আছে এমন কোন পেশা যেখানে মুহুর্তে কোটি টাকার মালিক হওয়া যায় একবার রাজপথের দিকে চেয়ে দেখুন, বকলম হয়ে, পেশা ছাড়াই কোটি টাকার গাড়ি হাকাচ্ছে। তরতর করে হাইরাইজ বেড়ে উঠছে। দেখাতে পারবেন কোন পেশা।

পারবেন না। কারন এমন কোন পেশা নেই লটারীর প্রথম পুরস্কার পেলেও কোটি টাকার মালিক হওয়া যায় না

প্রতিবেদক আসলে দর্শন বোঝেন না দর্শন মানে ফিলজফি ফিলজফি মানে জীবন দর্শন। ফিলজফি যদি বুঝতেন তাহলে লেখার ধরন অন্যরকম হত তিনি বিস্ময়ে অবাক হয়ে ভাবতেন সেই প্রতিভাবান শিক্ষকের কথা যিনি বের করেছেন তার ছাত্রকে কোন পথে বাস্তবমুখি করা যায় হংকং-এর ছবিতে ঢিসুম ঢিসুম দেখে ভেবেছেন সব খারাপ মানুষ মারামারি ছাড়া কিছু বোঝে না খোজ করে দেখেননি এর প্রবক্তা ব্রুস লি চীনা দর্শনের শিক্ষকতা করতেন তার ঘরভর্তি এখনও শতশত দর্শনের বই সাজানো সারা বিশ্বের মানুষ দেখতে যায়। লোকে বলে কুং ফু শব্দটাও নাকি এসেছে কনফুসিয়াস থেকে সন্যাসী মানুষ অস্ত্র নিয়ে ঘুরতে পারেন না, আবার ডাকাতের হাত থেকেও রক্ষা পেতে হয় সেজন্যই তৈরী হল খালিহাতে আত্মরক্ষার পদ্ধতি মার্শাল আর্ট আর আপনারা কিনা তাকে খারাপ চোখে দেখেন চোখের রং পাল্টান

একবার প্রশ্ন করুন নিজেকে, যদি শিক্ষক হন তাহলে ছাত্রের জন্য আপনার দায়িত্ব কি তাকে নিজের পায়ে দাড় করানো তো ?

তাহলে তাকে ইসলামের ইতিহাস আর চর্যাপদ আর নিউটনের সুত্র আর ফুয়েরার মুখস্ত করিয়ে লাভ কি ? ওগুলো কোথায় কাজে লাগাবে ? আপনারই তো শ্লোগান দেন, বাস্তবমুখি শিক্ষা চাই তাহলে এখন এত কথা কিসের ?

শিক্ষা কেন দেবেন সেটা আগে পরিস্কার করুন তারপর জানান কি শেখাবেন তারপর বলুন সেটা শিখে কোন কাজে লাগানো যাবে তারপর বলুন সেই শিক্ষায় তার নিজের-পরিবারের কিভাবে চলবে

সেটা যদি না পারেন তাহলে মানুষ বাস্তবতা বুঝে বাস্তবমুখি শিক্ষা নেবে এটাই স্বাভাবিক বাধা দিয়ে ঠেকাতে পারবেন না

0 comments:

 

Browse