জবর খবর

May 13, 2009

আরে শোনেন, শোনেন শুনছেন নি খবরডা জবর খবর

কোন খবর ?

আরে ওই যে যারা সারাজীবন দুর্ণীতি-দুর্নীতি কইরা হাউকাউ করল হ্যারা নিজেরা দুর্নীতি করছে সারা দুনিয়া তোলপাড়

তাই নাকি ? কে দুর্নীতি করল ?

আরে আবার কেডা যাগো বড়গলা ওই ইংলন্ডের সব নেতারা মন্ত্রী-মিনিষ্টার-এমপি হেরা

বলেন কি ? সত্যি নাকি ?

হায়রে আপনে দিনদুনিয়ার কোন খবরই রাহেন না খবরের কাগজ পড়েন ? টিভি দ্যাহেন ? বিবিসি শোনেন ? কিচ্ছু করেন না জীবনডা এমনে মাটি করলেন আরে এমুন একটা খবর আপনে পাইলেন না এইডা ক্যামুন কথা কন তো! সারা জীবন শুনলাম আমাগো দ্যাশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন নেতারা হাজার হাজার কোটি টাকা মারছে সব অগো দ্যাশে পাচার করছে অহন বোঝ ঠ্যালা আরে পাপ কোনদিন গর্তে থাকে না, আপনেই বাইর হয় নিজেদের খবরডা এইবার জানান-

আপনাকে খুব খুশি খুশি মনে হচ্ছে ?

খুশি হমু না তো করমু কি ? ব্যাটারা কয় আমরা খারাপ তাইলে তরা কি ? নিজের পড়নে কাপড় নাই অন্যরে কস ন্যাংটা এইবার হইছে উচিৎ শিক্ষা তাইরে নাইরে নাইরে, ক্যামুন খবর ভাইরে

লাফালাফি থামান তো আসলে হয়েছে কি ঠিক করে বলুন খবরটা সত্যি তো নাকি কারো ষড়যন্ত্র উদ্দেশ্যমুলক অপপ্রচার

রাহেন ষড়যন্ত্র প্রধানমন্ত্রী নিজে মাপ চাইছে সত্যি না হইলে কেউ মাপ চায় আর খালি প্রধানমন্ত্রী না বিরোধীদলের নেতাও দুর্নীতি করছে কি কান্ড!

দুর্নীতিটা কি ?

আরে জনগনের টাকা দিয়া নিজের বাগান ঠিক করছে ফার্নিচার কিনছে আমাগো নেতারা বাড়িগাড়ি কিনলে তাগো চোখ টাটায় অহন ?

আচ্ছা নাহয় তারাও দুর্নীতি করল তাতে আমাদের কি ? আমাদের দুর্নীতি কি তাতে কমল ?

এইযে আবার প্যাচাল শুরু করলেন নিজের দ্যাশের খারাপ কইতে ছাড়েন না। আপনে কাউরে দ্যাখছেন দুর্নীতি করতে ? আছে কোন প্রমান ? ক্ষমতায় থাকলে কিছু ইনকাম হয় সেইডাই নিয়ম আপনে গেলে আপনেরও হইব একবার ক্ষমতায় গিয়া দ্যাহেন না টাকা নিয়া মানুষ কেমন ঘুরঘুর করে চারিদিকে কত আর না করবেন ভদ্রতা বইলা তো কথা আছে এইগুলান হইল আপসে আসা শোনেন নাই অই যে কোন মন্ত্রী কইছিল, যো আপসে আতা হ্যায়- এইসব আপসে আতা হ্যায় আনে দো। বাধা দিতে নাই

আইচ্ছা বুঝলাম তাহলে আমরা যা তারাও তা

না-তো কি ?

0 comments:

 

Browse