ধর্মেও আছো – জিরাফেও

Nov 4, 2009

একটা পুরনো গল্প দুই পন্ডিতে ঝগড়া লেগেছে কে কত ইংরেজি জানে তাই নিয়ে কেউই নিজের দাবী ছাড়তে রাজী নন কোনভাবেই মিমাংসা না হওয়ায় রীতিমত জনসভার আয়োজন করা হল সকলের সামনে তারা পরীক্ষা দেবেন দুজনে দুজনার জ্ঞানের পরীক্ষা নেবেন জনগন সাক্ষি

দুজন পন্ডিত বসেছেন দুপাশে সামনে বিশাল জনতা এমন তামাসা না দেখলে চলে না

এক পন্ডিত আরেক পন্ডিতকে প্রশ্ন করলেন, বলুন তো- আই ডোন্ট নো মানে কি ?

অন্য পন্ডিত এত সহজ প্রশ্ন শুনে খুশী গলা উচু করে বললেন, আমি জানি না

প্রথম পন্ডিত জনগনের দিকে উদ্দেশ্য করলেন, দেখলেন এই প্রশ্নের উত্তর উনি জানেন না আর কি পরীক্ষা নেয়া দরকার আছে?

একেবারে হাতেনাতে প্রমান পেয়ে জনগন খুশিতে মাতোয়ারা হয়ে উঠল তাকে মাথায় তুলে নাচতে শুরু করল আরেক পন্ডিতকে মুখ খোলার সুযোগই দিল না

অত্যন্ত উপাদেয় গল্প সন্দেহ নেই মানুষ কতটা বুদ্ধিমান হতে পারে কিভাবে পরিস্থিতি সামাল দিতে পারে গোপাল ভাড়ের দেশেই না সেটা সম্ভব!

গল্পের দিকে কি আরেকবার ফিরে দেখবেন ? এর দুই প্রধান চরিত্রকেই দেখেছেন একজন কত বুদ্ধিমান, চতুর দেখেছেন আরেকজন কত সহজে হার মানে সেটা দেখেছেন সামনের জনতাকে কি দেখেছেন ?

সংবিধানের রং কেমন আমি জানি না শুধূ জানি সেটা অত্যন্ত পবিত্র জিনিষ যার-তার হাতে যাওয়া মানা তত কপিই ছাপা হয় দেশে যতজন এর পবিত্রতা রক্ষা করতে পারেন তারাও সেকাজটি নিপুনভাবে করেন সমস্যা তখনই হয় যখন দুই পন্ডিতে বিরোধ বাধে জনগনকে সাক্ষী রেখে তার মিমাংসা করতে চান

এইযুগে অত সহজে জনগনকে ডেকে মাঠে একসাথে করা যায় না বরং তারচেয়েও সহজে টিভির সামনে আনা যায়, খবরের কাগজের সামনে আনা যায় অন্যভাবে বললে, ক্যামেরা-মাইক্রোন হাতে তারাই ছুটে যান তারপর সেই কথাগুলি ছড়িয়ে দেন জনতার সামনে আর জনগন আমি জানি না এইটুকু যখন বোঝেন তখন খুশি হয়ে লাফিয়ে ওঠেন কোন সালে সংবিধান কি ছিল সেটা তো পন্ডিতের বিষয় কোথায় কি পরিবর্তন করা হবে সেটাও তাদের বিষয় পরিবর্তন করলে কি হবে সেটাও তাদের বিষয় আমাদের হাততালি দেয়ার মত খবর যেটুকু সেটুকুই আমাদের জানান হাততালি দিতে আমরা কার্পন্য করি না

এক সংবিধান বিষেশজ্ঞ বললেন ওটা সংবিধান পরিপন্থি তাতে আমরা হাততালি দেই বৈকি তিনি সংবিধান ভুলে যাননি সবকিছু মধ্যেও মনে রেখেছেন সংবিধানের বাইরে কিছু করা যায় না

পরক্ষনেই আরেকজনের মুখ দেখা গেল তিনিও সংবিধান বিশেষজ্ঞ তিনি বললেন, ওতে সাংবিধানিক কোন বাধা নেই ওটা সংবিধান সম্মত

ধর্মেও আছো, জিরাফেও আছো আমরা মুর্খ মানুষ আমাদের কোনটাতেই আপত্তি নেই আমরা দুদিকেই আছি ১৫ কোটি মানুষের দেশে শতে ১ হলেও ১৫ লাখ চালিয়ে যাও, সমর্থনের অভাব হবে না

0 comments:

 

Browse