তাজ্জব - strange things happens

Sep 20, 2009

সারা পৃথিবীর মানুষ যাকে বলে চাইনিজ ফুড চিনের মানুষ নাকি তাকে চাইনিজ ফুড বলে না কি তাজ্জব কথা গেয়ো যোগি ভিখ পায় না মন্দার সময় সবাই বলাবলি করছিল ইউরোপে-আমেরিকায় ফাষ্টফুডের দোকানে ভিড় বেড়েছে খরচ বাচাতে নাকি কেফসি-ম্যাগডোনালসে খাচ্ছে সস্তায় অল্প খাবারে পেট ভর্তি লন্ডনে নাকি সবচেয়ে দামী খাবারের নাম বাংলা কারি হাজার হাজার বাঙালী খাবার হোটেল খুলে ব্যবসা করে দেদারসে কামাচ্ছে আর বাংলা কারির দেশে গাড়ি নিয়ে মানুষ লাইন দিচ্ছে কেফসি-পিজা হাটে সেখানে ঢুকতেও নাকি বিদেশি ষ্টাইলের সাজ পোষাক পড়ে যেতে হয় গাড়ি ছাড়া গেলে ইজ্জত থাকে না

তাজ্জব, তাজ্জব

মানুষ নাকি ট্যাক্স দেয় না যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারই হা-হুতাস করে যে কয়েক কোটি মানুষ বেচে থাকে অন্যের ওপর ভর করে তারা তো দেয়ই না যাদের সামর্থ্য আছে তারাও দেয় না রাস্তায় যে কোটি টাকার গাড়ি নিয়ে বের হয় সেও নাকি ট্যাক্স দেয়ার মত আয়-রোজগার করে না আবার এরই মধ্যে ট্যাক্স থেকে আয় বেড়েছে প্রতি দশ বছরে তিন গুন তিরিশ বছরে নয় গুন কেউ কেউ নাকি হয়রানি থেকে বাচতে টাকা ধার করেও ট্যাক্স দেয়

তাজ্জব তাজ্জব

পুলিশ-সেনাবাহিনী ব্যবহার করে ট্রাফিক অবস্থার উন্নতি করা যায়নি প্রতিদিন খবরের কাগজে একটা রঙিন ছবির যায়গা দখল করে রেখেছে রাস্তার পাশে থেমে থাকা গাড়ির মিছিল রাস্তার মোড়ে মোড়ে সিকিউরিটি ক্যামেরা বসিয়ে ট্রাফিক ব্যবস্থার নজরদারী করা হবে

তাজ্জব, তাজ্জব

বিডিআর বিদ্রোহের ঘটনার অর্ধবর্ষ পার হয়ে গেছে তদন্তের জেরে ৩৯ জন মারা গেছে তদন্তকারীরা বলছেন এরসাথে বাইরের কোন যোগাযোগের প্রমান পাওয়া যায়নি প্রধানমন্ত্রী সংসদে বলছেন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি বিডিআরের মত ঘটনা আরো ঘটতে পারে সবাই সতর্ক থাকুন

তাজ্জব, তাজ্জব

দেশে নাকি গ্যাসের মজুদ পাচ বছরের। বিবিআনায় মজুদ বাড়ার তথ্য পাওয়ার পরও তা চলবে দুবছর। মন্ত্রী বলছেন পঞ্চাশ বছরের মজুদ রেখে তবেই গ্যাস বিক্রি করা হবে।

তাজ্জব, তাজ্জব।

খেতে না পেয়ে যার পেটে আলসার হয়েছে সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিমেডিসিন চিকিৎসা নেবে

তাজ্জব, তাজ্জব।

সারাবছর যে চুরি-বাটপাড়ি করে অতিষ্ঠ করে রাখল সে ঈদের সময় সামনে হাত পেতে বলে, বখশিশ।

তাজ্জব, তাজ্জব।

1 comments:

Anonymous said...

তাজ্জব, তাজ্জব -

 

Browse