চুরি বলবেন না

Sep 23, 2009

পুকুর চুরির গল্পটা নিশ্চয়ই জানেন আরেকবার মনে করিয়ে দেই;

সরকারী টাকায় পুকুর খনন করা হয়েছে সেটা সরজমিনে দেখতে গেলেন এক কর্মকর্তা যেখানে পুকুর থাকার কথা সেখানে রয়েছে মাঠ তিনি জিজ্ঞেস করলেন, পুকুর কোথায় ?

তাকে উত্তর দেয়া হল, স্যার এখানেই পুকুরটা কাটা হয়েছিল মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে

ঢাকা শহরের ম্যাপে যেসব খাল, লেক বা ঝিল রয়েছে বাস্তবে তার ৪৩টির অস্তিত্ব নেই ৬ মাসের মধ্যে সেগুলি খুজে বের করার উদ্দ্যোগ নিয়েছে সরকার খবরের কাগজে প্রকাশ একসময় নিশ্চয়ই রিপোর্টে লেখা হবে, খালগুলি চুরি হয়ে গেছে আজকাল অবশ্য চুরি শব্দটা ব্যবহার করা হয় না ওটা খারাপ শব্দ দেশে কোন চোর নেই দখল হয়ে গেছে বলা যুক্তিসংগত যখন যার প্রভাব বেশি তখন সে দখল করে দলবদল হলে দখলদারিত্ব বদল হয় কখনও কখনও দখলদারিত্ব এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে দলবদলের প্রভাব পড়ে না প্রবাদ আছে, এক মা তার সন্তানকে বলছেন, ছোটবেলায় মারিনি মরবি বলে, এখন মারি না মারবি বলে এরা সেই সন্তান একসময় লালন পালন করতে হয় নিজের প্রয়োজনে তখন স্নেহের কারনে মারা যায় না তারপর যখন বেড়ে ওঠে তখন মারতে গেলে নিজের মার খাবার সম্ভাবনা থাকে

কাজেই, ওগুলো চুরি হয়নি দখল হয়েছে দখল এবং চুরি এককথা হতে পারে না যুক্তি শুনতে চান ?

এক জাহাজের কাপ্তানের কাজ করে যে ছেলে সে একদিন এসে তাকে বলল, স্যার একটা জিনিষ যদি কোথায় আছে আমি জানি তাহলে কি তাকে হারানো বলে ?

কাপ্তান বললেন, নিশ্চয়ই না

সে বলল, তাহলে স্যার আপনার প্রিয় প্লেটটা হারায়নি ওটা সমুদ্রের তলায় আছে

দখলের সুবিধে হচ্ছে সেটা চুরি করে অন্য কোথাও নিয়ে যায় না, সেখানেই থাকে আগের চেয়ে বেশি যত্ন নেয় ঘরবাড়ি কিংবা কারখানা বানায় তাতে বহু লোকের কর্মসংস্থান হয় বাসস্থান সমস্যার সমাধান হয় দেশের সৌন্দর্য বাড়ে কাজেই দখলদারিত্ব তেমন খারাপ কিছু না

মাঝেমাঝে খবরের কাগজঅলারা উটকো খবর ছাপে তা ওদের আর দোষ কি ? ওদের তো করে খেতে হবে সন্তান না কাদলে নাকি মা তারদিকে দৃষ্টি দেয় না ওরাও মাঝেমধ্যে একটু কান্নাকাটি করে মুখে খাবার তুলে দিলেই চুপ একটু দক্ষতা বাড়লে আর এই পদ্ধতি ব্যবহার করে না তখন নিজেই খাবার খুজে নিতে শেখে কখনও কখনও ধরাও পরে খবরের কাগজে দেখেন না, ভুয়া সাংবাদিক গ্রেফতার যার অধিকার নেই সেও ওকাজ করতে গেলে এসব বিপত্তি বাধে একজনকে গিয়ে বলে টাকা না দিলে অমুক খবরটা ছেপে দেব আরেকজনকে বলে টাকা দেন খবরটা ছেপে দেই জানেন আমার পত্রিকার যায়গার কত দাম এক ইঞ্চি দুহাজার

দুদিকেই লাভ ওদের কথায় কান দিতে নেই যারা বড় হয়েছে তাদের দিকে চেয়ে দেখুন কেমন সুন্দর গুছিয়ে নিয়েছে সবকিছু অনায়াসে বাড়ি-গাড়ির মালিক খবরের কাগজ কত কপি ছাপা হয়, কত কপি বিক্রি হয় এপ্রশ্ন করবেন না। এদেশে এন্ডু গিলিগান নেই যে প্রধানমন্ত্রীর তথ্য ফাস করার ঝুকি নেবে। চাকরী ছাড়বে তবু নিজের মত পাল্টাবে না। লাভের পথে হাটাই লাভজনক। বাশের চেয়ে কঞ্চি দড় বলে কথা। তাদের ঘাটাবে কে ?

মুল কথায় ফিরি খাল, লেক, ঝিল কিংবা নদী এগুলো কখনো চুরি হয় না হারায় না সুকুমার বলেছেন যেখানকার রাস্তা সেখানেই থাকে। হেটে-চলে বেড়ায় না। হাওয়া খেতে দার্জিলিঙ যায় না। যায়গাও তেমনি হাটাচলা করে না, কারো বাড়ির সিন্দুকে গিয়ে ঢোকে না। যেখানকার যায়গা সেখানেই থাকে। বড়জোর মালিকানা বদল হয় কখনো টাকা দিয়ে, কখনো ঘুষ দিয়ে, কখনো সরকারের সন্তুষ্টিতে, কখনো দাপট দেখিয়ে।

কাজেই যা চুরি না তাকে চুরি বলবেন না

1 comments:

Aero River said...

জানলাম, তাহলে দখলদারিত্ব আর চুরি সমার্থক নয়। তাই না?

aR
Bangla Hacks

 

Browse