হাসিই সেরা ওষুধ – Laughter is the best medicine

Sep 21, 2009

হাসিই সেরা ওষুধ, পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া এক পত্রিকার স্লোগান অন্যেরা কতটা বিশ্বাস করে জানিনা, তবে আমরা মানে বাংলাদেশের মানুষ খুব বিশ্বাস করি পথেঘাটে কিংবা আড্ডায় হয়ত প্রানখুলে হাসা মানুষ চোখে পড়বে না সেটা জাতি হিসেবে আমরা নিতান্ত সংযমি বলেই তবে আড়ালে আবডালে হাসতে খুবই পছন্দ করি জানিস অমুকে এই কাজ করেছে হে-হে-হে তমুকের বউ, হে-হে-হে

অমুকে-তমুকে-সমুকে কি করেছে তা নিয়ে হাসাতে আপত্তির কি থাকতে পারে সেই ব্যক্তি যদি অপরিচিত হয়, ভিনদেশের হয় তাতেই বা আপত্তি কি হাসিই যেখানে মুল কথা উদাহরনের তো অভাব নেই

ভিনদেশের উদাহরন বরং আগের দেখা যাক

উদাহরন এক এক আমেরিকান ডেল কোম্পানীতে ফোন করে বলল, আপনারা কম্পিউটারের সাথে কফির কাপ রাখার যে ট্রে দিয়েছিলেন সেটা ভেঙে গেছে ওটা ঠিক করতে হবে ডেলের কাষ্টমার সাপোর্ট অভিযোগ শুনে অবাক তারা কাপ রাখার ট্রে দিলেন কবে! ভদ্রলোক বুঝিয়ে বললেন, ওই যে, টিপ দিলে বের হয়ে আসে সেখানে কাপ রাখা যায়

একসময় ডেল বুঝল তিনি সিডি রমের ট্রে-র কথা বলছেন

উদাহরন দুই এটা ভেঙে বলার প্রয়োজন নেই কাবুলীর কাঠাল খাবার গল্প উদাহরন তিন, কাবুলীর ভোমরা খাওয়ার গল্প এটাও ভেঙে বলা প্রয়োজন নেই

গল্পে পেছনের সত্য যদি জানতে চান তাহলে আমার বক্তব্য, আমেরিকানরা যথেষ্ট পরিমানেই কম্পিউটার ব্যবহার করে তারা আমাদের মত শতশত, কিংবা হাজার হাজার সিডি-ডিভিডি ব্যবহারের সুযোগ পায় না সত্যি, তবুও বেশিই ব্যবহার করে তাদের কাছে গানের সিডি, সিনেমার ডিভিডি বিক্রি করেই কোম্পানীগুলি কোটি কোটি ডলার আয় করে কম্পিউটার, সিডি-রম এসব প্রযুক্তিও তাদেরই তৈরী আর আমার ধারনা যাদের কাবুলী বলা হয় তাদের দেশে কাঠাল পাওয়া যায় তারাও নিজের দেশে কাঠাল খায় কাঠালের আঠা দাড়িতে লাগতে পারে সেটাও তাদের জানা

তাদের দেশে জামগাছ, জাম এবং ভোমরা এগুলিও বিদ্যমান পাকা জাম মনে করে উড়ন্ত ভোমরা ধরে খাওয়ার কোন কারন নেই

যেমন কারন নেই শেরে বাংলার চল্লিশটা বড় বড় ফজলি আম খাওয়ার চল্লিশটা বড়বড় ফজলি আম ঝুড়িতে ভরে মাথায় তুলে দিলে তার ওজনে যে কোন সাধারন মানুষের অক্কা পাওয়ার কথা, তা তিনি বাংলার যতবড় শেরই হোন না কেন

তবু গল্প আমরা পছন্দ করি সকলেই জানি যে জানে তাকে আরেকবার জানাই আমাদের শিক্ষা বিভাগ আরো প্রচারের জন্য স্কুলের পাঠ্যবইতে ঢুকিয়েছে

গল্পগুলি আমরা পছন্দ করি কারন এতে হাসি আছে একেবারে সেরা ওষুধ প্রাণশক্তি এই শক্তির বলেই আমরা সেরা অন্যদের ছাড়িয়ে অনেক উচুতে কেউ যদি উচ্চতায় আমাদের ছাড়িয়েই যায় তাকে নামাতে তো করতে হবে পথ একটাই পা ভেঙে দেয়া নিদেন পক্ষে ল্যাঙ মারা বাস্তবে কাজটি করা কঠিন সেকারনে প্রয়োজন কল্পনায়, গল্পের একেবারে হাসির গল্পের আমাদের গল্পে আমরা দৈত্য, অন্যেরা বামন, নয়ত বোকার হদ্দ আমরা খাই চল্লিশটা ফজলি আম ওরা খায় ভোমরা

হাসিই সেরা ওষুধ কিনা!একেবারে বিনে পয়সার।

0 comments:

 

Browse