টেনশন On Way To Success

Sep 12, 2009

সকালে পুবদিকে সুযোর্দয় হয় সন্ধ্যায় পশ্চিমে অস্ত যায় একথা চীনের মানুষ বিশ্বাস করে তারা নাকি নিজের কফিন নিজের হাতে তৈরী করে তারপর অপেক্ষা করে সেটা ব্যবহারের তার ওপর বসে চা খায়, গল্প গুজব করে অপেক্ষা করতে করতে একসময় সেটা নষ্ট হয়, ভেঙে যায় তখন আরেকটা তৈরী করে তারপর আরেকটা কোন কোন ব্যক্তির চার-পাচবার কফিন তৈরীর ঘটনার কথাও জানা যায় তারপর কোন এক সময় সেটা কাজে লাগে যত দেরীই হোক, সে জানে একদিন সেটা কাজে লাগবে

চীনারা বেশিদিন বাচে বিশ্বের শতবর্ষী যত মানুষ বর্তমান তাদের সংখ্যা সবচেয়ে বেশি চীনে নিজের কফির তৈরী করে অপেক্ষা করা আর বেশিদিন বাঁচা এই দুইয়ের মধ্যে কোন সম্পর্ক আছে কিনা বিশ্লেষক হয়ত বের করার চেষ্টা করতে পারেন তবে ধারনা করা যায় সম্পর্ক থাকা অস্বাভাবিক না অন্তত ডাক্তাররা যখন টেনশন নামক বস্তুর সাথে স্বাস্থের ভালমন্দর সম্পর্ক আবিস্কার করেছেন তখন তো কোনমতেই না

পদার্থবিদ্যায় টেনশন বিষয়টি খুব কাজের অধিকাংশ ক্ষেত্রেই পদার্থ এরই কারনে ভাঙার হাত থেকে রক্ষা পায় যার টেনশন কম সে কাচের মত ভেঙে যায়, যার টেনশন বেশি সে টিকে থাকে ট্যাপ খেয়ে গেলে, বেঁকেটেরে গেলেও ভাঙে না তেমনই টেনশনে মানুষ ট্যাপ খেয়ে যায়, বেঁকেটেরে যায় তারপরও টিকে থাকে

আইটি সেক্টরের উন্নতি ঘটিয়ে দশ বছরে দেশের মানুষের আয় দ্বিগুন হওয়া সম্ভব, বলা হয়েছিল দশ বছর আগে যিনি বলেছিলেন তিনি এখনও বর্তমান এবং তার আয় দ্বিগুন হয়নি শুধু, বহুগুন হয়েছে তিনি যদি সেকথাই বুঝিয়ে থাকেন তাহলে শতভাগ সত্য বলেছেন তবে বলার সময় যে সাধারন মানুষ উল্লেখ করেছেন সেই সাধারন মানুষ তিনি নিজে নন যারা সাধারন মানুষ তারা সাধারন মানুষই থেকে গেছে আগের সরকার যেভাবে দেশের সর্বনাশ করে, জনগনের অভাব বাড়ায়, ছিন্নমুলের সংখ্যা বাড়ায় সেই ঐতিহ্য ঠিক রেখে আগের সরকারগুলি কাজ করে গেছে এরশাদ সরকার, হাসিনা সরকার, খালেদা সরকার, তত্ত্বাবধায়ক সরকার, জরুরী সরকার, সকলেই মানুষের টেনশন বাড়িয়ে গেছে মানুষ বেঁকে যায়, নেতিয়ে যায়, ভাঙে না সোজা হয়ে দাড়ায় না লতার মত কোন অবলম্বন আকড়ে ঝুলে থাকে একসময় সেটাই সম্বল হয়ে দাড়ায় যারা খুটি হিসেবে থাকার তাদের অবস্থান আরো পাকাপোক্ত হয় অন্যদের অবলম্বন পাকাপোক্ত করে গার্মেন্টস সেক্টর বহু লক্ষ মানুষের অবলম্বন কাজেই সেখানে কিছু করা যাবে না। রাজপথ-ফুটপাত বহু মানুষের কর্মসংস্থানের যায়গা সেখানে হিছু করা যাবে না, লক্ষ লক্ষ মানুষ রিক্সা চালিয়ে জীবনযাপন করছে, তার বিপল্প খোজা যাবে না। এগুলি খুটি।

আইটি সেক্টরের উন্নতি, অন্তত দুদশক ধরে হচ্ছে মিলিয়ন, বিলিয়ন ডলার উচ্চারন করা হচ্ছে এই খাতে বরাদ্দ কত তাও সগৌরবে প্রচার করা হচ্ছে তারপর সেই বরাদ্দ কার পাতে যায়, ফল কি হয় সে প্রশ্ন কেউ করে না একাই ডজনখানেক হার্ডওয়ারের ডিলার হলে দেশের আইটি খাতের উন্নতিতে ভুমিকা রাখা হয় বৈকি নইলে মানুষ কম্পিউটার কি চোখেই দেখত না স্কুল খুলেও আইটি খাতের উন্নতি করা যায় ওয়াইম্যাক্স কিভাবে ব্যবহার করতে হবে শেখানোর স্কুল চালু হয়, আর মানুষ টাকা খরচ করতে সেদিকে দৌড় দেয় ওয়াইম্যাক্স চালু হলে ডাউনলোড তো করতে হবে

বলছিলাম টেনশনের কথা টেনশন সবার মধ্যেই বিদ্যমান সিডি-ডিভিডি কপি করে আইটি সেক্টরে টিকে আছে যারা তাদের মধ্যে যেমন, কোটি কোটি সিডি-ডিভিডি আমদামী যারা করছে তাদের মধ্যেও তেমন, আইটি সেক্টরের উন্নতির জন্য যাদেরকে নতুন নতুন তথ্য খোজ করতে হচ্ছে তাদের মধ্যেও তেমন, সস্তায় মানুষের হাতে কম্পিউটার তুলে দিচ্ছে যারা তাদের মধ্যে তেমন, যে অভিভাবক সন্তানের হাতে কম্পিউটার আর গেমের সিডি তুলে দিচ্ছেন তার মধ্যেও তেমন, আবার সেই কম্পিউটারে যে ব্যবহার করছে তার মধ্যেও তেমন টেনশনের কমতি নেই

টেনশন অন্তত ভাঙার হাত থেকে রক্ষা করছে সবাইকে

0 comments:

 

Browse