ডিজিটাল দেশ

Sep 29, 2009

মোপাসার সাহিত্যিক হওয়ার আগ্রহ দেখে একজন বিরক্ত হয়ে পরামর্শ দিয়েছিল এজন্য ডিকশনারি মুখস্ত করতে হবে তিনি তাই করেছিলেন

প্রসংগের অবতারনা করতে হল অপ্রাসংগিক কারনে ডিকশনারি মুখস্ত করে কেউ সাহিত্যিক হয় না, যার হওয়ার সেই হয় মোপাসা হয়েছিলেন কারন তিনি সাহিত্যিক হতে চেয়েছিলেন প্রয়োজনে ডিকশনারি মুখস্ত করে হলেও

নিশ্চয়ই বিরক্ত হয়ে ভাবছেন এ আর নতুন কি! যে চেষ্টা করে সেই হয় একবার না পারিলে দেখ শতবার স্কুলবইতে পড়িয়েছে কোন রাজা নাকি বারবার হেরেও মাকড়সার কীর্তি দেখে যুদ্ধ করতে আগ্রহি হয়েছিলেন শেষ পর্যন্ত যুদ্ধ জিতেছিলেন কিন্তু ইতিহাসের শিক্ষা ইতিহাস থেকে কেউ শেখে না চেষ্টা করলে কেষ্ট মেলে একথা বলে কেউ কেষ্ট পাওয়ার চেষ্টা করে না শেখ সাদী ভাল ভাল খাবার নিজে না খেয়ে তার পোষাককে খাইয়েছিলেন, তাই বলে পোষাকের কদর কমে মানুষের কদর বাড়েনি বরং পোষাকের কদরই বেড়েছে সেকারনেই, বিরক্ত হলেও কিছু করার নেই ভাঙ্গা রেকর্ডই আবার বাজাতে হয় আর উদাহরনেরও শেষ নেই প্রতিদিন নতুন নতুন উদাহরন যোগ হচ্ছে

বর্তমানের টাটকা বিষয়, ডিজিটাল বাংলাদেশ শুরু হয়েছিল অনেক আগেই একেবারে দমকা হাওয়ার মত এসে কাপিয়ে দিয়েছিল দেশকে শতশত আইটি প্রতিষ্ঠান, হাজার হাজার সেমিনার, লক্ষ লক্ষ শিক্ষার্থী, কোটি কোটি টাকা একেবারে জেরবার হওয়ার মত অবস্থা দেশে উচ্চগতির ইন্টারনেট নেই বলে কথা থাকলেই তার মধ্যে দিয়ে হুড়হুড় করে ডলার আসত

একসময় সাবমেরিন কেবল চালু হল ততদিনে বিশেষজ্ঞ, শির্ক্ষাথী সকলেই ঝিমিয়ে পড়েছে আইটি প্রতিষ্ঠানগুলি গুটিয়ে গেছে বিশেষজ্ঞরা বলার মত নতুন কিছু খুজছেন ডিজিটাল বাংলাদেশ তাদের জন্য একটা বড় সুযোগ বইকি এখন ডিজিটাল পদ্ধতিতে ভর্তি নেয়া হবে, ডিজিটাল চিকিসা দেয়া হবে, ডিজিটাল টেন্ডার ডাকা হবে উন্নয়নশীল দেশ মধ্য আয়ের দেশে পরিনত হবে

সেখানেই একটু কথা থেকে যায় সেটা হচ্ছে হবের উদাহরন পরিচিত একজনের কথাই বলি, বছর পনের আগে তার মুখে শুনেছিলাম প্রোগ্রামার হব সেটা ছিল প্রোগ্রামার হওয়ার যুগ তখন তার হাতে উইন্ডোজ আর্কিটেকচারের বই

পনের বছর পর তার মুখের কথা, প্রোগ্রামার হব বিষয় এখনও পাল্টেনি যা পাল্টেছে তা হল সময় পনের বছর পেরিয়ে গেছে

আইটি ঝড়ের সময় মানুষের বড় একটা অংশের আগ্রহ ছিল প্রোগ্রামিং-এর দিকেই সাথে এনিমেশন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন বাংলাদেশে ফটোশপ, ম্যাক্স, মায়া, অটোক্যাড আর ভিবি-ভিসির সিডি কত বিক্রি হয়েছে গবেষনা করে দেখা যেতে পারে মুল কোম্পানী যত বিক্রী করেছে তারথেকে খুব কম হবেনা বলেই আমার ধারনা ফলাফল আগের উদাহরনের মত আইটি ঝড়েই যদি এই অবস্থা হয় ডিজিটাল টর্নেডোতে (কিংবা ভুমিকম্পে) তা কোথায় গিয়ে ঠেকবে অনুমান করাই যায় সিডি বিক্রেতারা এখন কম্পিউটারে কপি করে কুল পান না, ডুপ্লিকেটর মেসিন ব্যবহার করতে হয়

মুল কথায় ফিরি পনের বছর ধরে প্রোগ্রামিং-এর চেষ্টা করে প্রোগ্রামার হওয়া যায় না একথা বিশ্বাস করতে রাজি নই মোটামুটি প্রোগ্রামার হওয়ার জন্য একটামাত্র বই মুখস্ত করাই যথেষ্ট আর একটা বই এক বছরে মুখস্ত করা যায় তা যত জটিলই হোক না কেন ডিকসনারী মুখস্ত করার চেয়ে ঢের সহজ

আর সংবাদমাধ্যম আলোকিত করা বিষেশজ্ঞদের কাছে একটা প্রশ্ন ইচ্ছাকৃতভাবে পাইরেসি চালু রেখে সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামার তৈরী, ডিজিটাল দেশ-, কোনো দেশের উদাহরন কি দেখাবেন ? নাকি নিজেরাই উদাহরন তৈরী করছেন ?

0 comments:

 

Browse