বাংলাদেশে জনসংখ্যা কমছে

Jul 16, 2011
আজকাল পত্রিকা-টিভি-অনলাইনে অনেকেই খারাপ খবর শুনতে শুনতে বিরক্ত হেলপার গাড়ি চালিয়ে ৪৭ জন স্কুলছাত্রকে পানিতে ফেলে মেরেছে, শিক্ষক ছাত্রী ধর্ষন করেছে থেকে শুরু করে রাজনীতির খবর, কোথাও ভাল কিছু নেই সবাই (বকারাম সহ) উঠেপড়ে লেগেছে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট করতে মাঝেমাঝে সরকার যখন বলেন বর্তমানের মত এত উন্নত অর্থনীতি ইতিহাসে কখনো ছিল না তখনো কিছু মানুষ ঘাড়বাকা করে বলে এমন দুর্মুল্যও কখনো ছিল না যখন বলেন এমন গনতন্ত্র আগে কখনো ছিল না তখনো তাদের বক্তব্য এত নির্লজ্জ দলীয়করন আগে ছিল না যখন বলেন এত ভাল আইনসৃংখলা পরিস্থিতি আগে কখনো ছিল না তখন বলেন আগে পুলিশের পরিচয় পুলিশই ছিল, ছাত্রলীগ ছিল না যখন বলেন বিদ্যুত ব্যবস্থার সমাধান হয়ে গেছে তখনও বলেন ঢাকার বাইরে বিদ্যুত মাঝে মাঝে যায় না, মাঝেমাঝে আসে এমনকি অর্থমন্ত্রী যখন বলেন শেয়ার বাজার স্থিতিশীল, ভাল করছে তখনও অনেকে বলেন এটা আরেক ধাক্কা একমাসে বিও হিসেব বন্ধ হয়েছে সাড়ে ৫ লক্ষ, তারপরও শেয়ার বিক্রির রেকর্ড ধন্য ধন্য
এরই মধ্যে একবার সুখবর দেয়া হল, দেশে বেকার নেই মাত্র ২৬ লক্ষ চাকরীপ্রার্থী আছে শতকরা ৫ এর নিচে একে বেকারত্ব বলে না
এবারে দেয়া হল সত্যিকারের সুখবর কিছুদিন আগে আদমশুমারী হয়ে গেছে অনেক ঢাকঢোল পিটিয়ে তারই ফল প্রকাশ করা হয়েছে দেশের জনসংখ্যা সোয়া ১৪ কোটি মানুষ যে কথায় কথায় বলে ১৫ কোটি, ১৬ কোটি, কেউ কেউ আগ বাড়িয়ে বলে ১৮ কোটি ওসব ভিত্তিহীন এমনকি জাতিসংঘ যে বলে ১৬ কোটি তারও কোন ভিত্তি নেই আসলে জাতিসংঘেরই ভিত্তি নেই
কোন কোন নিন্দুক অবশ্য বলার চেষ্টা করছেন, কই আমাকে তো গুনতে আসেনি। বরং আমি নিজের টাকা খরচ করে ফোন করতে গেলাম সেই ফোনো ধরে না। এক টাকা খরচ করে, এত লোকজন লাগিয়ে তার ফল এই। জনসংখ্যা বৃদ্ধির হার ঠিক আছে মোট জনসংখ্যা কমে গেছে!
এসব কথায় কান দেবেন না। জনসংখ্যা কমাতে পারা বিশাল সাফল্য। অচিরেই প্রধানমন্ত্রী কিংবা হানিফ ভাইয়ের মুখে শুনে নেবেন এটা কত বড় সুখবর। সুখবর এই কারনে যে যারা এই তথ্য দিয়েছেন তাদের আগের তথ্য অনুযায়ী জনসংখ্যা ১৫ কোটি হওয়ার কথা তারমানে ১ কোটি কমে গেছে আগামীতে কমে হবে ১২ কোটি, তারপর ১০, তারপর ৮, তারপর ...
সর্বনাস কমতে কমতে যদি শুন্যতে গিয়ে ঠেকে তাহলে কি হবে!
অনেক দেশ এরই মধ্যে নানারকম ব্যবস্থা নিয়েছে ফ্রান্স বলেছে যে মহিলা ৬ এর বেশি সন্তান নেবে সেই মহিলাকে রাষ্ট্রিয় সন্মান দেয়া হবে একই অবস্থা ইতালী, জাপান, রাশিয়ায়ও মানুষ কমে যাচ্ছে, হাহাকার করছে তারা সেউ সন্তান নিতে চায় না পুরস্কার দিলেও না এখানে যদি মানুষ কমতে থাকে তাহলে আগামীতে মিছিল-মিটিং-হরতাল করবে কে ? রপ্তানী করার মত জনসম্পদ পাওয়া যাবে কোথায় ? রেমিট্যান্সের কি হবে ?
সমস্যা নাগালের বাইরে যাওয়ার আগেই সমাধান খোজা উচিত অনেক বিষয়ে সরকার ফেল মেরেছে দেশে মাছ-খামার বৃদ্ধি সম্ভব হয়নি সেগুলো ফেল মারলে কিছু যায় আসে না তাইবলে মানবসম্পদ কমে যাবে এটা কি মেনে নেয়া যায়!
সময় থাকতে পদক্ষেপ নিন স্লোগান দিন, জনসম্পদ বাড়াতে হবে প্রোডাকশন বাড়াতে হবে এক বাড়ি এক খামার ...

0 comments:

 

Browse