ডান্ডা কার হাতে - Who Is In Control

Mar 4, 2010
কিছু মানুষ উটকো প্রশ্ন করতে পছন্দ করে যেমন নিউটন বসে রয়েছেন বাগানে মাথার ওপর একটা আপেল গাছ গাছ থেকে একটা আপেল খসে পড়ল তার গায়ে আর তিনি উটকো প্রশ্ন করতে শুরু করলেন, আপেলটা আমার গায়ে পড়ল কেন ? নিচের দিকে না এসে ওপরদিকেও তো যেতে পারত অন্য যে কোন দিকেই যেতে পারত তা-না সোজা আমার গায়েই এসে পড়ল
এই প্রশ্নে জোরেই নাতি আবিস্কার হল মাধ্যাকর্ষন সুত্র। মহাবিশ্ব কিভাবে চলছে তার সুত্র।
আমরা তাদের মত উটকো নই অকারন প্রশ্ন পছন্দ করি না আমাদের কোন সুত্র আবিস্কারের প্রয়োজন নেই। ওসব ফালতু বিষয় নিয়ে সময় নষ্ট করে কে ?
আমাদের সবকিছুই চলবে প্রশ্নহীন একেবারে সহজ-সরল ইউনিভার্সিটিতে ছাত্র মারা গেছে, প্রশ্ন করবেন না এমন ছোটখাট ঘটনা ঘটতেই পারে আরো বড় ঘটনা ঘটেনি এতেই শুকরিয়া আদায় করুন
দেশ ধনী দেশে পরিনত হচ্ছে কিভাবে সে প্রশ্ন করবেন না যা বলেছি বিশ্বাস করুন দেশে কোন দরীদ্র থাকবে না কেউ না খেয়ে থাকবে না গিনেস বুকে নাম উঠেছে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার সবচেয়ে বড় সমাবেশের পত্রিকায় রঙিন ছবি ছাপা হয়েছে কেফসির শতকরা ৫১ জন দারিদ্রসীমার নিচে বাস করা এই দেশে ক্ষুধা বলে কিছু রাখা হবে না বলে পণ করেছে তারা। দেশে কোন অশিক্ষিত থাকবে না সবাইকে শিক্ষার আওতায় আনা হবে সবাইকে ইন্টারনেটের আওতায় আনা হবে সরকার ঘোষনা দিয়েছে
তিন বছরে ৭ লাখ ২০ হাজার মানুষের কর্মসংস্থান করা হবে, বলেছেন প্রধানমন্ত্রী। একজন কম কিংবা বেশি না। কোথায়, কিভাবে সেপ্রশ্ন করবেন না।
ইন্টারনেটে ক্লিক করলে ঘরে বসে লক্ষ ডলার আয় করা যাবে মাত্র কয়েকশ টাকায় শিখে যান আমি নিজে কেন সেকাজ করছিনা সেপ্রশ্ন করবেন না
ভাষা আমাদের গর্ব সারা পৃথিবীর মানুষ মাতৃভাষা দিবস পালন করে আমাদের কল্যানে একুশের বইমেলায় দৈনিক নতুন বইয়ের সেঞ্চুরী হয় আমরা কেন সুদ্ধ বাংলা বলতে পারি না সে প্রশ্ন করবেন না
প্রধানমন্ত্রী বলেন যানজটের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আর যোগাযোগমন্ত্রীর অদক্ষতা দায়ী তখনও প্রশ্ন করবেন না একথা তিনি কাকে শোনাচ্ছেন। যোগাযোগ মন্ত্রী যখন বলেন ঢাকা শহরেই ফিটনেস নেই এমন গাড়ির সংখ্যা ৮০ হাজার তখন প্রশ্ন করবেন না সেটা দেখার দায়িত্ব তিনি কাকে দিচ্ছেন।
নিতান্ত উটকো মানষিকতা থাকলে বলতে পারেন, ডান্ডা যখন আপনার হাতে তখন দায়িত্বটাই পালন করুন। নয়ত যাকে শোনাচ্ছেন তারহাতে ডান্ডা দিন।
কে কি বলেছেন, কেন বলেছেন একথাও তুলবেন না যা বলে শুনে যাবেন হ্যা-হু করে যাবেন পারলে হাততালি দিয়ে সমর্থন জানাবেন নিজের অবস্থান বুঝে চলবেন প্রশ্ন করলে সেই বাস হেলপারের চাকরীর কথা মনে রাখবেন।
নিতান্তই লেজে লেজে সুত্র পেয়ে একজন গেল বাসের হেলপার হতে ড্রাইভার বলল, দরজার কাছে খাড়াইবি আর বাসে থাবা দিবি এক থাবা দিলে বাস থামব, দুই থাবা দিলে চলব, তিন থাবা দিলে ননষ্টপ-
সে প্রশ্ন করল, এক থাবা দিলে থামবে কেন ?
উত্তর, কাম করন লাগব না ভাগ এইহান থিকা
আপনার অবস্থা তারচেয়েও খারাপ হতে পারে। হাতাহাতি সংসদের মধ্যেও হয়।

0 comments:

 

Browse