মানিয়ে নিন - সুখে থাকুন - Dont Worry Be Happy

Mar 8, 2010
এক ভদ্রলোক নিজের ভবিষ্যত জানতে গেছেন জ্যোতিসীর কাছে। নিজের হাত মেলে ধরে বললেন, দেখুন তো আমার দুর্দিন কবে যাবে। দিনরাত পরিশ্রম করি কিন্তু অভাব যায় না।
জ্যোতিসী বললেন, বছর দশেক ধৈর্য্য ধরতে হবে।
তিনি আশাম্বিত হয়ে বললেন, দশ বছর পর সুদিন আসবে বলছেন!
জ্যোতিসী বললেন, তারপর আরো পাচ বছর।
তিনি বললেন, তারমানে পনের বছর পর সুখি হব ?
জ্যোতিসী বললেন, ততদিনে সবকিছু মানিয়ে যাবে।
মানিয়ে নেয়া খুব বড় গুন। মানিয়ে নিন, ভাল থাকুন। সকল জ্ঞানী ব্যক্তিরাই একথা বলে গেছেন। চাকরী নেই তাতে কি, মানিয়ে নিন। প্রয়োজনে এরওর কাছে হাত পাতা অভ্যেস করুন। এদিক ওদিক করতে শিখুন। শ কমাতে চেষ্টা করুন। বাহুল্য কমান। খাওয়ার খরচ কমান। সমাজের সাথে মানিয়ে নিন।
বাস-রিক্সা পাচ্ছেন না ? ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে আছেন ? মানিয়ে নিন। অন্যকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠুন নয়ত পাজোড়া কাজে লাগান। 
কি বললেন ? পথে ছিনতাইকারীর ভয় ??
মানিয়ে নিন। যেপথে ছিনতাইকারীর ভয় কম সেপথ খুজুন। নয়ত জিনিষপত্র ছাড়া পথে নামুন। টাকাপয়সা-ঘড়ি-মোবাইল নিয়ে বেরবেন না। এমনকি দামী জুতা-সার্ট-প্যান্ট পড়বেন না।
অথবা গাড়ির মালিক হোন।
ভেজাল খাবার ? মানিয়ে নিন। একটু একটু করে বিষ খেলে সেটাও হজম হয়। যারা মানিয়ে নিতে পারেনা তারাই সমস্যায় পড়ে। ফরেনারদের দেখুন, এদেশে আসামাত্র পেটের পিড়ায় আক্রান্ত হয়। ওরা জানেনা কিভাবে মানিয়ে নিতে হয়। রীতিমত বিদেশ থেকে পানি এনে খেতে হয়। কোন কোন দেশি ফরেনারও সেকাজ করেন। আপনি তো কোনটাই নন। মানিয়ে নিন।
রাস্তায় জট ? যানজট-মানবজট ? মানুষ চলেছে গবাদী পশুর পালের মত গুতোগুতি করতে করতে ? মানিয়ে নিন। গুতোগুতি শিখুন। মানিয়ে নিতে নিতে ডারউইনের বিবর্তনের সুত্র ধরে মাথায় শিং, পায়ে খুর গজাতেও পারে।
পরিবেশের সাথে মানিয়ে নেয়াটাই আসল কথা। এভাবে মানিয়ে নিতে নিতেই বানর একসময় মানুষ হয়েছে। চারপা ছেড়ে দুপায়ে খাড়া হয়েছে। লেজ খসে গেছে। মানিয়ে নেয়ার পদ্ধতি থামেনি। চলছে, চলবে।
কি বললেন ? বইপত্রের নীতিকথার সাথে মেলে না ? বিবৃতিবাজ বুদ্ধিজীবীদের আশাবাদের সাথে মেলে না ?? সরকারের উন্নতির জোয়ারের বর্ননার সাথে মেলে না ???
তাহলে সবকিছু ছেড়ে বাড়ির মধ্যে বসে থাকুন।
খবর পেলাম পরিচিত একজনের বাড়িতে ঢুকে সর্ব্বস্ব নিয়ে গেছে। ফার্মগেট এলাকায়, দুপুর বেলা। অস্ত্রহাতে কয়েকজন ঘরে ঢুকে সবাইকে বেধে রেখে, টাকাপয়সা-জমানো যাকিছু ছিল, প্রয়োজনীয় যাকিছু ছিল।
সবকিছু ছেড়ে বাড়িতে বসে থাকায়ও সমাধান নেই। সমাধান একটাই, সবকিছুর সাথে মানিয়ে নিন। সুখে থাকুন।

0 comments:

 

Browse