ঘুস দক্ষতা বাড়ায়

Jun 9, 2011
এটা দুঃখজনক যে ঘুসের মত অতুলনীয় পদ্ধতি কে আবিস্কার করেছেন সেকথা ইতিহাসে লেখা নেই এমনকি যে গুগলে যে কোন শব্দ, ভুল হোক আর ঠিকই হোক, টাইপ করলে লক্ষ লক্ষ ফল দেখা যায় সেখানেও এর ফলাফল শুন্য আবিস্কারক হিসেবে কারো নাম নেই
অথচ ঘুসের মহাত্বের কথা কে না জানে মালয়েশিয়ায় তো আইন করা হয়েছিল, ঘুস নিন তবে একা খাবেন না সরকারকে ঘুস ট্যাক্স দিতে হবে
ব্যাকরনগতভাবে ঘুস নেয়া নাকি ঘুস খাওয়া এটাও আসলে নির্ধারিত হয়নি ঘুসের মত বিষয়ের জন্য এটাও অবমাননাকর সুকুমার রায় যদিও বলেছিলেন ঘুস খায় দারোগায়, তাহলেও সবচেয়ে সহজ ঘুস পদ্ধতি হচ্ছে টাকা টাকা কি কেউ খায় বড়জোর সেই টাকায় কিছু কিনে খায় কাজেই ঘুস খাওয়া শব্দ গ্রহনযোগ্য কিনা ভেবে দেখা উচিত
সে যাকগে আজকাল ব্যাকরন নিয়ে কেউ মাথা ঘামায় না এমনকি বানান নিয়েও না অনেকে বলেন কম্পিউটারে বাংলা ব্যবহার অর্থ হচ্ছে যার যেমন খুশি লেখার স্বাধীনতা কারন প্রচলিত ব্যবস্থায় সঠিক বানানে বাংলা লেখা যায় না আর কোন বানান সঠিক সেটাও কেউ বলে দিচ্ছে না শহিদুল্লাহ একবারই জন্মেছিলেন রবীন্দ্রনাথও একজনই জন্মেছিলেন
বরং ঘুসের উপকারীতার কথাই বলা যাক কিংবা ঘুস না বলে উপরি আয়ও বলতে পারেন সেটাও প্রচলিত
দুজন ব্যক্তি একই পদে রয়েছেন একজনের উপরি আয় বেশি, আরেকজন সুযোগ না পেয়ে হায়হায় করছেন ঘুসের নানারকম দুর্নাম করছেন একবারও বোঝার চেষ্টা করছেন না উপরি আয় নিয়ে কেউ তারকাছে আসে না কেন
কারন একটাই যাকে অর্থ দিলে ভালভাবে কাজ হবে তাকেই মানুষ অর্থ দেয় এই গ্রহনযোগ্যতা সে অর্জন করে ধীর্ঘদিনের চেষ্টায় সেই সরকারী কর্মচারীর কথাই ধরুন না কেন, হাতের লেখা এমনই খারাপ যে না বলে পারলেন না, একটু ভাল করে লিখলে কাজে সুবিধে হয়
তার উত্তর, ভাল করে লিখলে বেতন বাড়বে না, খারাপ করে লিখলে চাকরী যাবে না
কাজেই যদি ভাল ফল পেতে হয় নগদ নারায়নের ব্যবস্থা করুন দেখবেন কেমন তরতর করে কাজ হয় পাশপোর্ট করবেন, হাটতে হাটতে পায়ের গোড়ালী ক্ষয়ে যাবে, বয়স এতটাই বেড়ে যাবে যে জমা দেয়া ছবির সাথে মিল খুজে পাওয়া কঠিন যদি না আপনি গর্ধভ হন
আপনি গর্ধভ নন ওইযে সামনে ঘোরাঘুরি করছে ওদের হাতে টাকা দিন ২৪ ঘন্টায় পাশপোর্ট হাতে পাবেন অন্য কোন পদ্ধতির সাধ্য আছে এতটা দক্ষতা বাড়ানোর!
ড্রাইভিং লাইসেন্স দরকার দিব্বি রাজপথে গাড়ি চালাচ্ছেন, একের পর এক পরীক্ষা দিচ্ছেন অথচ লাইসেন্স পাচ্ছেন না
ভুল করেছেন একটা পথ হচ্ছে লাইসেন্স অফিসে টাকা দেয়া নগদ টাকায় নগদ লাইসেন্স আরেক পদ্ধতি হচ্ছে রাস্তার ধারে ইউনিফর্ম পড়নে যিনি রয়েছেন তাকে নগদ দিয়ে কেস খাওয়া টাকা দিন, কেসের কাগজ নিন, সেটাই লাইসেন্স হিসেবে কাজ করবে
অনেকে বলেন যারা দেশ চালান তারা ঘুস নেন প্রধানমন্ত্রীও এই অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আসলে দৃষ্টিভঙ্গি পাল্টানো প্রয়োজন দৃষ্টিভঙ্গি পাল্টান, প্রয়োজনে চশমা পাল্টান, দেখবেন ঘুসে কোন দোষ নেই দোষ একটাই, ঘুস দেয়ার পরও যদি কাজ না হয়
এটুকু নিশ্চয়তা দিতে পারি, এটা কখনো ঘটে না ঘুস যারা নেন তারাই সত্যিকারের পেশাদার। একেবারে প্রফেশনাল। ঘুস নিয়ে কাজ হয়নি এমন উদাহরন নেই বরং যে কাজ সার্থকভাবে হয়েছে সেখানেই ঘুসের বিষয় থাকে আর এর পেছনে কাজ করে সত্যিকারের দক্ষতা বরং এমন অভিযোগই তো করা হয়, ঘুস না দেয়ায় কাজ হয়নি কোনটা ভাল, ঘুস না থাকায় কাজ না হওয়া নাকি ঘুস প্রয়োগ করে দ্রুত সমাধান। পাশাপাশি বসা দুজন ব্যক্তিকে তুলনা করুন তো, একজন ঘুস নিয়ে কাজ করেন আরেকজন ঘুস নেন না কাজও করেন না। কাকে পছন্দ করবেন?
সংবিধানে বহুধরনের পরিবর্তন হচ্ছে সাথে এটাও যোগ করার জন্য আওয়াজ তুলুন, ঘুস আমার অধিকার ঘুস সবার অধিকার।
ঘুস দিন, ঘুস নিন, দক্ষতা বাড়ান

0 comments:

 

Browse