বাড়িঅলা সমাচার - Lord of the Houses

Aug 13, 2009

লোকে বলে পুলিশের বাড়ির কুকুরও পুলিশমনেহয় কথাটি অন্তত ঢাকার বাড়িঅলার বাড়ির লোকজন সম্পর্কেও প্রযোজ্যবাড়ির কাজের লোক, দারোয়ান, ড্রাইভার ইত্যাদিভাড়াটেদের থাকার যায়গা নেই দেখে তারা দয়া করে আশ্রয় দিয়েছেনআর কেউ যদি পরিবারের সদস্য হন তাহলেতো কথাই নেইএকবার দেখলাম রাস্তার ধারে দুজন যুবক একজন তরুনীর দিকে অশ্লীল মন্তব্য করলসেটা ভাষায় প্রকাশ করা আমার সাধ্যাতীতপরবর্তী কথাটি বাড়িঅলা সম্পর্কিত বলে জানাচ্ছিএকজন বলল, ‘আমাগো পছন্দ হয় নাআমরা বাড়িঅলার পোলাযুবরাজ চার্লসও এভাবে নিজের পরিচিতি প্রকাশ করবেন বলে আমার মনে হয় না

ঢাকা শহরের বাড়িঅলা মানে তারা বাড়ি ভাড়া দেনযাদের নিজের বাড়ি নেই তাদের আশ্রয় দেননা দিলে কি হত বলা অর্থহীনঢাকা শহরের কোটির ওপর মানুষ হয় ফুটপাতে ঘুমাত, নয় গ্রামে গিয়ে হাল ঠেলততারা যেন সেটা না করেন সেজন্যই এরা সচেষ্ঠবাড়িতে বিদেশী ফিটিংশ লাগান, মেঝেয় সিরামিক টাইলস বসান, তারপর সেটা ভাড়া দিয়ে নিজে অর্ধেক ভাড়ার বাসায় থাকেন

ভাড়া দেন কত টাকায় ? কে নেয় ?

একেবারেই বোকার মত প্রশ্নভাড়া দেন ভাড়াটিয়ার যত দেয়ার সামর্থ্য আছে তত টাকায়আর ভাড়া নেন যার বাড়ির মালিক হওয়ার যোগ্যতা আছেখোলাসা করে বললে, যার বেতন মাসে দশ হাজার টাকা তিনি পনের হাজার টাকা ভাড়ায় থাকেনবাকি টাকা কোথায় পান জিজ্ঞেস করবেন নাআর বাড়িঅলা সেই টাকা কি করেন, আয়কর দেন কিনা সে প্রশ্ন বাতুলতাএটুকু বলতে পারি, যারা ট্যাক্স আদায় করেন, নীতিনির্ধারন করেন তারা ভাড়াটিয়া নন, বাড়িঅলা

শুনেছি সরকারের একটি মন্ত্রনালয় রয়েছে ঘরবাড়ি বিষয়েঢাকা শহরের জন্য রাজুক নামে একটি প্রতিষ্ঠান রয়েছেতাদের কাজ কি আমি জানি নাআমার মনে হয় কোন বাড়ি ঠিকভাবে তৈরী হয়েছে কিনা, তৈরী বাড়ি বসবাসের উপযুক্ত কিনা, যাকিছু সুযোগ সুবিধা থাকার কথা তা রয়েছে কিনা, ভাড়া যুক্তিসংগত কিনা এগুলি দেখা তাদের দায়িত্বনাকি আমারই ভূলসম্ভবত ভাড়ার বিষয়টি তাদের এক্তিয়ারে নেইঅন্য অনেক দেশে সেটা করা হয় বলে শুনেছি, কিন্তু থাক অন্য দেশের কথাএখানে সরকারের বোধহয় এতসব দেখার মত তত লোক নেইঅন্যান্য সব যায়গায় যেমনটা দেখা যায়দেশে যেমন যত পুলিশ থাকা প্রয়োজন তত পুলিশ নেই, রাজুকের কাজের জন্য যত লোক প্রয়োজন তত লোক নেই, সিটি কর্পোরেশনে যত লোক থাকা প্রয়োজন নেই, ইত্যাদি ইত্যাদিএকাজের লোক বোধহয় একেবারেই নেইমাঝে মাঝে ভাবি সত্যিই এদেশে মানুষ কোথায় ? এতবড় একটা দেশে চৌদ্দ কি পনের কোটি, এটা একটা সংখ্যা হল ? এত অল্প মানুষ দেশ চালায় কিভাবে? আমেরিকার মত হতে হলে লোকসংখ্যা ডাবল করতে হবে আগেসময় থাকতে বাইরে থেকে কিছু আমদানী করলে হত

বলছিলাম বাড়িঅলার কথাতারা বাড়িঅলাইআপনি ভাড়া দিয়ে ভাড়াটিয়া হতে পারেন, বাড়ির কর্তৃত্ব তাদেরই হাতেতাদের কথামতই আপনাকে চলতে হবেআপনি কটায় বাড়িতে ঢুকবেন, বাড়িতে কতজন অতিথি আনতে পারবেন, কতটুকু পানি-বিদ্যুত ব্যবহার করতে পারবেন সেগুলি বাড়িঅলা নিয়ন্ত্রন করবেনআপনি মনে করতে পারেন পানি-বিদ্যুতের বিল আপনি দেন, সত্যিকারের যা বিল তারচেয়ে উপরি কিছু বেশিই দেন, সেকথা মুখে না বলে মনে মনে বলাই ভালন্তত আরেক যায়গায় আরেকটা বাড়ি ঠিক না করেএটাও ভুলে গেলে চলবে না, সব বাড়িঅলাই বাড়িঅলা

একদিন একজনের খেদ শুনতে হল এবিষয়েতিনি থাকেন ছয়তলার পাঁচতলায়পুরো বিল্ডিংএ মোট বিশটি পরিবার থাকে (নিচতলার অর্ধেক বাদ দিয়েসেখানে বাড়িঅলার এবং তার আত্মিয়স্বজনের গাড়ি থাকেকিছুটা গ্যারেজ হিসেবে ভাড়াও দেয়া হয়)তিনি বলছিলেন তার দুঃখের কথাতার ঠিক সামনের বাড়িতে যে ভাড়াটিয়া থাকেন তার কথাসেখানে যে ভদ্রমহিলা থাকেন তার কথা (অবশ্য তার কথা শুনে তাকে ভদ্র বলা যায় কিনা সেকথাও একবার মনে হয়েছে)

তার বাড়িতে দরজার সামনে ময়লা রাখা ছিলময়লা নেয়া লোকের এসে নিয়ে যাবার কথাএজন্য মাসে মাসে টাকা দিতে হয়

ভদ্রহিলার আপত্তি সেখানেইদরজার সামনে ময়লা কেন ? তিনি কি জানেন না সামনের বাড়িতে কে থাকেন ? এক্ষুনি সরান ওগুলোভদ্র বাড়িতে থাকেননি কখনো ?

তিনি তাকে বুঝাতে চেষ্টা করলেনবললেন এই ময়লা নিয়ে যাওয়ার জন্য মাসে মাসে টাকা গুনতে হয়, বাড়িঅলা সিড়ি পরিস্কার করার জন্য মাসে পাঁচশ টাকা নেয়, দারোয়ানের জন্য নেয় পাঁচশ টাকাএক পরিবার থেকে একহাজার হলে বিশ পরিবার থেকে মাসে বিশ হাজারতারপরও ময়লা জমে থাকলে আমি কি করতে পারি ? এ টাকায় কি ময়লা পরিস্কারের লোক পাওয়া যায় না ? কত হলে পাওয়া যায় ?

উত্তরে সেই মহিলা লাথি মেরে ময়লাকে তার দরজা দিয়ে ঘরে ঢুকিয়ে দিলেনতক্ষুনি আবির্ভাব হল বাড়িঅলার

আপনে কত এ্যাডভান্স দিছেন ? তিন মাসের ? তারপর একবছরের এ্যাডভান্স দেয়ার লগে লাগতে যান ? সামনের মাস থ্যিকা দুইহাজার বাড়ায়া দিবেননা পারলে রাস্তা মাপেনবহুত লোক ঘুরতাছে

এটাই বাস্ততাতিনি দয়া করে আপনাকে আশ্রয় দিয়েছেনযদি সেটা মেনে নিতে না পারেন তাহলে রাস্তা মাপুনতিনি রাস্তা মাপছিলেন বলেই আমার সাথে দেখা এবং এসব আলাপ

তিনি বললেন, এটা পরপর তিনবারএর আগেরবার এক ভাড়াটিয়া এসে বাড়িঅলাকে বলেছে উঠিয়ে দেনএকলাখ এডভ্যান্স আর মাসে পাঁচ হাজার বেশি দেবেতার আগেরজন বলেছে-

মনে পড়ল একটা গল্প পড়েছিলামসম্ভবত পাকিস্তানের কোন লেখকের লেখা উর্দু গল্পসংক্ষেপে বক্তব্য বলছি, লেখক যে বাড়ি ভাড়া নিয়েছেন তার মালিকের এত বিষয়ে আপত্তি যে তিনি মাসে একদিন এসে ভাড়া দিয়ে যান আর রাস্তায় দাঁড়িয়ে বাড়িটা দেখে ফেরত চলে যানভেতরে ঢোকার চেষ্টা করেন না

সত্যিই কালজয়ী গল্পআমার মনে হল এই ভদ্রলোকও সেই পরিস্থিতিতেই পরেছেন

তিনি বললেন, ‘ঠিক করেছি ফুটপাতেই ঘুমাবদেখুন কত হাজার হাজার মানুষ ঘুমায়ওরাও তো মানুষওরা কত ভাড়া দেয় জানেন? বিনা ভাড়ায় থাকতে পারে বলে মনে হয় নারাস্তায় বসে যে ভিক্ষে করে সেও নাকি ভাড়া দেয় সেখানে বসার জন্যসমস্যা একটাইপাবলিক টয়লেট বলে কিছু নেইওগুলো নোংরা জিনিষ বলে কেউ চোখের সামনে দেখতে চায় নামনে হয় রাস্তাঘাটেই কাজ সারতে হবে

যাওয়ার মুহুর্তে তিনি বললেন, ‘আপনাকে একটা সৎ পরামর্শ দিয়ে যাইবাড়ির ভাড়ার খবর যদি বাড়িঅলার বউ কিংবা চাকর-দারোয়ান রাখতে শুরু করে তাহলে সাথেসাথে বাড়ি ছাড়বেনএকদিনও দেরি করবেন না

কোন অভিজ্ঞতায় তিনি একথা বললেন তা আর ব্যাখ্যা করলেন নাআমার মনে সন্দেহ দেখা দিল, নিশ্চয়ই তিনি ভূল করেছেনদারোয়ানের কথা আমি বিবেচনায় আনছি নাআগেও শুনেছি তাদের হাতে দুচার টাকা না দিলে আড়ালে গালাগালি করেসেটা স্বাভাবিকদারোয়ান হতে হলে এ যোগ্যতা থাকতে হয়কিন্তু বাড়িঅলার বউ- আমি চিরদিনই শুনে এসেছি মেয়েদের মন নরমতাদের এত ভয় পেতে হবে কেন ? আমি সদুত্তর পেলাম নামাত্র একজনই জানালেন তাকে একমাসে দুবার বাড়িভাড়া দিতে হয়েছিলএকবার বাড়িঅলার বউয়ের কাছে, আরেকবার বাড়িঅলার কাছে

অন্য কারো কাছে যাচাই করা যেত, কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি সবাই তার মত ননঅন্যেরা হয়ত অন্যকথাই বলবেনকেউ কেউ নাকি ভাড়াটিয়া হিসেবে থাকতে থাকতে চামড়া পুরু করে ফেলেনকোনকিছুতেই মাথা-নাক-কান-চোখ কোনটাই গলান নাএকজন যেন বলেছিলেন, ‘মন খারাপ করে লাভ কি, আরেক যায়গায় গেলে আরেক বাড়িঅলা দেখতে হবেতারচেয়ে একেই নতুন করে দেখি

আরেকজন বললেন আরো মারাত্মক কথারীতিমত অশ্লীলবললেন, ‘দেহ ব্যবসায়ী আর বাড়িভাড়া ব্যবসায়ীদের মধ্যে পার্থক্য এটুকুই, দেহব্যবসায়ীদের কিছুটা দায়িত্ববোধ থাকে, বাড়িঅলার সেটা থাকে না

এর সথ্যমিথ্যা যাচাই করা আমার সাধ্যের বাইরেতবে বাড়িঅলা-ভাড়াটিয়ার সমস্যা রয়েছে, ভালমতই

রাজপথে থাকতে চাওয়া ভদ্রলোক কোন সমাধানের পথে গেছেন জানি নাআর কখনো তারসাথে আমার দেখা হয়নিতবে তারমত আরো দুচারজনের সাথে দেখা হয়েছেহয়ত এদের মত হাজার হাজার, নাকি লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পরেছেন বলেই হাজার হাজার, নাকি লক্ষ লক্ষ মানুষ এদিকে দৃষ্টি দিয়েছেব্যাঙের ছাতা চোখে না দেখলেও শব্দটি সকলেরই পরিচিতএকসময় নাকি ব্যাঙের ছাতার মত চীনের হোটেল খুলতে শুরু করেছিল চারিদিকেতারপর একে অনুসরন করেছে আরো অনেককিছুবিউটি পারলর, আইটি প্রতিষ্ঠান, ব্যাংক, কিন্ডারগার্টেন, পুরুষদের বিউটি পারলর ইত্যাদি ইত্যাদিইউনিভার্সিটি দেখার অভিজ্ঞতা আমার নিজেরই হয়েছেবর্তমানে চলছে গৃহসমস্যা সমাধান প্রকল্পপথে চলতে খানাখন্দ এড়িয়ে যদি ডানেবামে তাকানোর অভ্যেস থাকে তাহলে দেখতে পাবেন, অমুক কনষ্ট্রাকশন লিমিটেড, তমুক ডেভেলপার লিমিটেড, সমুক হাউজিং লিমিটেডনামে লিমিটেড হলেও এদের সংখ্যার কোন লিমিট খুঁজে পাবেন না, কিছুক্ষনের মধ্যেই মাথার মধ্যে নামগুলো জট পাকিয়ে যাবেতারপর চোখ বন্ধ করলেও চোখের সামনে নামগুলি নাচতে শুরু করবেদেখবেন এর দেয়ালে ওর দেয়ালে নামগুলি চেপে বসেছেভাড়ার টাকায় বাড়ির মালিক, পাচশ টাকায় বাড়ির মালিক, বুকিং দিলেই পুরস্কার ইত্যাদিআর যদি পকেটে যথেষ্ঠ টাকা থাকে, নিজের অন্য সব খরচ করার পর আরো আট-দশ টাকার গচ্চা দিতে কোন খবরের কাগজ কেনেন তাহলে দেখবেন তার শুরু থেকে শেষ পর্যন্ত রঙবেরঙের বাড়ির বাহারআপনাকে নিউইয়র্ক, টোকিও, সাংহাই, মুম্বাই কোথাও যেতে হবে না, সামান্য কিছু টাকা খরচ করলে এখানেই সে সুবিধে পাবেনসেই পরিবেশ, চারিদিকে গাছপালা ঘেরা অট্টালিকা, মাথার ওপর হেলিকপ্টার ঘুরে ঘুরে আপনাকে পাহাড়া দেবে, লেকে স্পিডবোট নিয়ে ঘুরবেন, অথবা বিশাল রাস্তায় সুমাখারের মত মোটররেস দেবেনগেটে গেটে দারোয়ান আপনাকে দেখেই সালাম ঠুকবে, সিকিউরিটি ক্যামেরা দিয়ে আপনার ওপর নজর রাখবেসব ব্যবস্থাই তারা করে দেবেবিজ্ঞাপনের বাহার দেখে আমার ছোট্ট একটি বিজ্ঞাপনের কথা মনে হয়েছিল

আমি যেখানে থাকি তার পাশেইএকদিন দেখলাম ছোট্ট কাগজে হাতে লেখা বিজ্ঞাপনলেখা আছে, সুন্দর মনোরম পরিবেশে, নিরিবিলিতে ছোট ফ্যামিলি, একরুম ভাড়া হবে

ন্তত ঢাকা শহরে এই একই কথার বিজ্ঞাপন দেখার জন্য কাউকেই বেশি কষ্ট করতে হবে নাচারিদিকে চোখ বুলালেই দেখা যাবেআমার কাছে বিশেষত্ব এটুকুই যে সেই মনোরম পরিবেশ এবং নিরিবিলি যায়গা আমি নিজের চোখে দেখেছি। (অবশ্য এর পাশেই অন্য বিজ্ঞাপনও দেখেছিসেখানে লেখা- সৎ, সুশ্রী, স্বাস্থ্যবান, ধার্মিক, বিনয়ী, ভদ্র, অধুমপায়ী, সদালাপি রুমমেট আবশ্যকমিলের অভাব কি? আকানল বাকানল-এ সুন্দর মিল হয়।)

বিজ্ঞাপনের বর্ননা একেবারে বানানো সেকথা বললেও অন্যায় হয়চারিদিকে এত যে অসংখ্য ঘরবাড়ি তার মালিক আছেন তো বটেইসবাই ভাড়াটিয়া নন, অনেকেই বাড়ি কিনেছেন থাকার জন্যএমন কি আমার মত নগন্য ব্যক্তিরও অন্তত দুজন বাড়ির মালিকের সাথে আলাপ হয়েছেএকজনের গুলশানে মদের দোকান (কিনতে যাবেন না, কেনার জন্য লাইসেন্স থাকতে হয় বলে সাবধান করে দিয়েছেন তিনিদামের উল্লেখও করেছেন।), আরেকজন- তাকেও এককথায় ব্যবসায়ীই বলা যায়

আমার পরিচিত মাত্র দুজনঅন্যদের নাগাল পাওয়া আমার সাধ্যের বাইরেএমনকি তাদের আত্মীয় স্বজনদেরওসবগুলি বাড়ির বাইরে লেখা থাকে, অতিথির গাড়ি বাইরে রাখুনঅর্থাৎ আপনি যদি আপনার ভাই-বোন কিংবা বাবা-মা যাই হোক না কেন, তারসাথে গাড়ি নিয়ে দেখা করতে যান তাহলে গাড়ি বাড়ির ভেতর ঢুকাতে পারবেন নাভিতরের যায়গা মালিকের জন্য সংরক্ষিতরাস্তায় গাড়ি রেখে সেটা যেন না হারায় সেজন্য একজন পাহারাদার রেখে যাবেনসে সেখানে বসে রাস্তায় জ্যাম তৈরী করবে, রিক্সাচালক থেকে শুরু করে পথচারী, অন্য গাড়ির চালক-মালিকের গালাগালি শুনবে এবং নিজে গালাগালি করবেআশাকরি কোন ট্রাফিক পুলিশের চোখে পড়বে নাসে হিসেব আলাদা

ঢাকায় ব্যাচেলর ভাড়াটিয়া নামে একটি অদ্ভুত পদ্ধতি চালু রয়েছেআপনি যদি টু-লেট লেখা দেখে কথা বলতে এগিয়ে যান তাহলে প্রথমেই আপনাকে সেবিষয়ে ইন্টারভিউ দিতে হবেচাকরীর ইন্টারভিউয়ের মতই সাজপোষাকে প্রস্তুতি নিয়ে, জুতা পালিশ করে, টেরি কেটে এবং আরো যা-যা সম্ভব সব প্রস্তুতি নিয়েই যাবেনহয়ত অদুর ভবিষ্যতে ভাড়িভাড়া নেয়ার সময় জীবনবৃত্তান্ত লেখা দরখাস্ত জমা দিতে হবেমন্ত্রী-আমলাদের সুপারিশও প্রয়োজন হতে পারেনয়ত মিটারঅলা ট্যাক্সি ভাড়া করার মত বলতে হতে পারে, বাড়ায়া দিমুনেবিষয়টি এখনো অত উন্নত পর্যায়ে পৌছেনি মাত্র রওনা দিয়েছে।

সব বাড়িঅলা আবার এই শ্রেনিতে পড়েন নাইদানিং অনেক বাড়িঅলা বুঝে গেছেন কোন গরুতে লাভ বেশিব্যাচেলর হওয়ার অর্থ তারা সারাদিন বাড়ি থাকবে না, সারাদিন গ্যাস-পানি খরচ করবে না (আবারও বলতে হচ্ছে, বিল ভাড়াটিয়াই দেয়, প্রয়োজনের চেয়ে বেশিই দেয়।), সারারাত পোলাপানের ট্যাঁ-টুঁ শুনতে হবে নাআর সবচেয়ে বড় কথা, ভাড়া নেয়া যায় মাথা গুনেব্যাচেলর বাড়িতে ড্রইং-ডাইনিং বলে কিছু থাকে নাসেখানে চৌকি পাতা যায় সেটাই সিটবড় চৌকি হলে একসাথে দুই সিটঅনেক ক্ষেত্রেই ফ্যামিলি হিসেবে ভাড়া দিলে যে টাকা পাওয়া যায় তার কয়েক গুন বেশি পাওয়া যায় এভাবেইচ্ছে করলেই বলা যায়, সামনের মাসে আরেকটা সিট ফালামু। এখানে যারা থাকে, বেশির ভাগই আসে সার্টিফিকেটের তাগিদে, তাদের অন্য কোন পথ নেই। সার্টিফিকেট ব্যবসায়ীরা এখনও হোষ্টেল ব্যবসা শুরু করেননি। আর বাকি যারা তাদের মাসশেষে টাকা গুণে বাড়ি পাঠাতে হয়। অন্য পথ খোজার সময়-সামর্থ্য তাদের নেই। সেজন্যই বিশেষভাবে ব্যাচেলর ভাড়া দেয়ার জন্য বিজ্ঞাপনে লেখা হয়, ‘পারিবারিক পরিবেশে ব্যাচেলর রুম ভাড়া

কাজেই, আমার পরামর্শ, কোন পথে মাথা ঘামানোর প্রয়োজন নেই, কত দামে হিসেব করার প্রয়োজন নেই, আমেরিকায় কি হয়েছে মাথায় ঢুকানোর প্রয়োজন নেই, প্রথমে বাড়ির মালিক হোন। মাতব্বরী করার এত অসীম ক্ষমতা অন্য কোনভাবে পাওয়া যায় না। দেখে শিখুন। এক সময়ের মন্ত্রীকেও অন্য সময়ে বাড়িছাড়া হতে হয়।

0 comments:

 

Browse