হুজুগ - Widen your eyes

Aug 6, 2009

বাঙালীর হুজুগ বেশীএকথা বহুবার শুনেছিএবং দেখেছিওআর ঢাকা শহরে ? সেটা কি সারাদেশের চেয়ে বেশী ? না কম ? নাকি একইরকম ? আমার পক্ষে উত্তর দেয়া কঠিনদানিং অনেকেই অনেক বিষয় নিয়ে গবেষনা করেনএজন্য নাকি ফান্ড পাওয়া যায়গবেষনার খরচ এবং নিজের খরচ দুইই চলে যায় তাতেকেউ ইচ্ছে করলে একাজে হাত দিতেও পারেনআমি শুধু এটুকুই বলতে পারি, হুজুগ এখানে রয়েছে যঠেষ্ট পরিমানেইঅবশ্য যদি তাকে হুজুগ বলা যায়

হুজুগ কাকে বলে ?

বড়ই বিপদে পড়লাম হুজুগের কথা তুলেএর কোন ব্যাখ্যা কোন পাঠ্য-অপাঠ্য বইতে দেখেছি বলে মনে পরে নাআমি যেমনটা বুঝি তেমনটাই সহজভাবে বলার চেষ্টা করিআমার মতে একজনের দেখাদেখি আরো কয়েকজন যদি একই কাজ করতে যায় তাকেই হুজুগ বলা যায়কিছুটা ভুল হলেও হতে পারে, তবে আমার ধারনা এই ব্যাখ্যা হুজুগশব্দটির মোটামুটি পরিচয় বহন করেসাথে দৃষ্টান্তও দিতে পারিপথেঘাটে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বহু লোকের, না শুধু লোক বললে ভুল হবে, শিশু, কিশোর, নরনারী, বৃদ্ধবৃদ্ধা যে কোন বয়সের যে কোন পেশার মানুষের চুলের রঙ কিছুটা বাদামী, কিংবা খয়েরীবাঙালীর চুল বাদামী হয় নাএটা হুজুগকোন হেয়ার ড্রেসারে যেয়ে স্প্রে করলেই চুলের সেই অংশ বাদামী হয়ে যায়আগে সেটা সাদা অথবা কালো যাই থাকনা কেনঅনেকে অন্য রঙও করেনলাল, নীলচে, সবুজএকজনকে দেখেছি তার পোশাকের সাথে মিল রেখে চুলের রঙ করতেজুতা, প্যান্ট, সার্ট এই তিনরকম রঙ, পরপর, থাকে থাকেএই রঙ টেকে বেশ কিছুদিনএর খরচও খুব বেশী বলে মনে হয় না, কারন ফুটপাথের দোকানী, রিক্সাচালক এদেরও চুল বাদামী রঙ করতে দেখেছিতবে টাকা খরচ হয়একেবারে বিনাপয়সায় এই হুজুগে যোগ দেয়া যায় না

বিনাপয়সার হুজুগে যোগ দেয়া সে তুলনায় সহজযদি রাস্তায় দেখতে পান কোথাও জটলা হচ্ছে তাহলে সাথেসাথে সেখানে গিয়ে একপাশে দাঁড়ানব্যাস, হয়ে গেল হুজুগে যোগ দেয়াএরপর চলবে হুজুগে আপনার আগ্রহ কতখানি তারই পরীক্ষাহুজুগ বেশী হলে ঠেলেঠুলে একেবারে কেন্দ্রে গিয়ে পৌছবেন, একে ওকে কনুই দিয়ে গুতা মেরে জানতে চাইবেন কি হয়েছেউত্তর অবশ্য পাবেন একেকজনের কাছে একেকরকম, কিংবা কেউ উল্টো আপনাকেই প্রশ্ন করে বসবেন্তত আপনার পরে যে এসেছে সে তো বটেইহয়ত একসময় দেখা যাবে আপনিই সেখানে সবচেয়ে প্রবীন সাক্ষীআগের সবাই কেটে পরেছে, আর নতুন নতুন লোকের ভীড় বেড়েই চলেছেআমি একবার এরকম এক ভীড়ে কি হয়েছেজিজ্ঞেস করে যে উত্তরগুলি পেয়েছিলাম তার কয়েকটির নমুনা হচ্ছে, ‘একসিডেন্ট’ ‘রর‌্যাবে এ্যাটাক করছে’, ‘ছিনতাই’, ‘মারামারি’, ‘রিক্সার ভাড়া কম দিছে’, ‘কিছু না ভাই, হুজুগ’, ‘হানিফ সংকেত আইছে’, ‘আমি ক্যামনে কমুইত্যাদি ইত্যাদিইচ্ছে করলে সত্যিকার কারনটা জানার জন্য অপেক্ষা করা যেত, কিন্তু একটু পরেই যা ঘটল তাতে আর সাহস পেলাম নাএকজন যুবক- সে ছিনতাইকারী, কিংবা একসিডেন্টকারী ড্রাইভার, নাকি রিক্সার ভাড়া কম দেয়া প্যাসেঞ্জার অথবা অন্যকিছু যাই হোক, লোকের হাতে পরে গেলঅথবা লোকজন করার কিছু না পেয়ে তাকেই পাকড়াও করলতাকে ঘিরে একটি ভিড়ই শুধু দেখতে পেলামক্রমেই সেই ভিড় বাড়ছে, নতুন নতুন লোক যোগ দিচ্ছেযারা একেবারে কেন্দ্রে পৌছেছিলেন, পরে তারচেয়েও শক্তিশালী কারো ধাক্কায় স্থানচ্যুত হয়েছেন, তারাও সন্তুষ্টইন্তত একটি ঘুসি বা একটি লাথি মারতে পেরেছেনঅল্পক্ষন পর সেখানে যোগ দিল পুলিশবাঁশি বাজাতে বাজাতে এসে ধাক্কাধাক্কি করে ভিড় সরিয়ে দিলজীবিতই উদ্ধার করা সম্ভব হল সেই যুবককেদেখা গেল সে একজন পথচারীএখানে কি হয়েছে জানতে ঢুকেছিল

আমার মনে হয় এখানে শুধুমাত্র হুজুগ শব্দটি ব্যবহার করলে ভুল হওয়ার সম্বাবনা থাকেকিছুটা হুজুগ, কিছুটা আগ্রহ, দুইই বিদ্যমানশুনেছি বাচ্চা এমুর আগ্রহ এতটাই বেশী যে মানুষকেও ভয় পায় নাদৌড়ে কাছে যায়, পেছনে পেছনে হাঁটতে থাকেতা একটি পাখির ছানা যদি এত আগ্রহী হতে পারে তাহলে মানুষের দোষ কি ? তারা কাছে গিয়ে জানতে চাইতেই পারে, কেসটা কি?

ভিড় তৈরীর সহজ একটি পন্থার বর্ননা দিয়েছিলেন কে যেনআপনি রাস্তায় চলতে চলতে হঠাৎ করেই একযায়গায় দাঁড়িয়ে পরুনতারপর নিবিষ্টভাবে তাকিয়ে থাকুন কোন একদিকেসেটা রাস্তার কোন বিজ্ঞাপনের দিকেই হোক, কারো বাড়ির জানালার দিকেই হোক, কোন ব্যক্তির দিকেই হোক আর পরিস্কার আকাশের দিকেই হোক, তাতে কিছু যায় আসে নাএকটু পরেই আপনার একজন সঙ্গি এসে জুটবেসেও সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করবে আপনি কি দেখছেনআপনাকে প্রশ্ন করবেযদি বিষয়কে আরো উসকে দিতে চান তাহলে তাকে শুধু বলুন, ‘দেখেছেন?’ সে আরো মনোযোগ দিয়ে মর্মোদ্ধার করতে চেষ্টা করবেততক্ষনে জুটে যাবে আরো কয়েকজনএ ওকে দেখাবে, সে তাকে দেখাবেতখন সাবধানে একপাশে একটু দুরে সরে যানদেখবেন ভিড় বাড়তেই থাকবে, নানারকম মত কানে আসতে শুরু করবেএকসময় সেখানে পুলিশ এসেও হাজির হতে পারেতবে ভয়ের কিছু নেইপুলিশ এতে অভ্যস্থতারা অন্তত জানে তাদের সববিষয়ে নাক গলাতে হয় নাবরং কোন কোন ঘটনা থেকে নিজেদেরকে যতটা দুরে রাখা যায় ততই মঙ্গলএক দোকানে ভিড় জমানোর জন্য এক অভিনব পন্থা অবলম্বন করতে দেখেছিআমি চোরলিখে একজন সুবেশী যুবকের গলায় ঝুলিয়ে দরজার কাছে দাঁড় করিয়ে রাখাসাথে সাথেই ভিড় জমে যেত সেখানেদেশে যখন সার্কাসের চল উঠেই গেছে তখন বিনেপয়সার সার্কাস দেখতে ছাড়ে কে ?

একবার রিক্সায় করে যেতে দেখলাম একযায়গায় বেশ ভীড়সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কি হচ্ছেআমার রিক্সাচালকও রিক্সা থামিয়ে দিল একপাশেবোধহয় আমার দেখার সুবিধা করার জন্যই আমি যতটা পারি দেখলাম রিক্সায় বসে থেকেইন্তত দাঁড়ানো লোকগুলির মাথার ওপর দিয়েই আমি দেখতে পেলাম কিছুটাদেখেই চিনলাম, একজন টিভি তারকাদাঁড়িয়ে রয়েছেনদুপাশে দুজন বড় আয়না ধরে দাঁড়িয়েসামনে একজন কাঁধে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েনিশ্চয়ই নাটকএখন এখানে হচ্ছে, পরে টিভিতে দেখানো হবেবুঝতে পেরে আমার আগ্রহ কমে গেলবরং টিভিতেই দেখে নেব একথা ভেবে রিক্সাচালককে সামনে যেতে বললাম

আমাকে অবাক করে দিয়ে সে বলল, ‘অন্য রিক্সা নিয়া যান

আমি দোটানায় পরলামঅর্ধেক রাস্তা এখনো বাকি, এখন অন্য রিক্সা নিলে অনর্থক বেশী খরচাআর অন্য রিক্সাঅলাই বা যাবে কেন খেলা না দেখে! টাকার কথায় কাজ হবে ভেবে সেটাই বললামবললাম, ‘তোমার ভাড়া?’

লাগব না, যান গাসে একেবারেই গা করলনা

ভাড়া লাগবে না! যতদুর এসেছি সেজন্য তাকে কোন টাকা দিতে হবেনা! আমি বাক্যব্যয় না করে নেমে পড়লামএকবার ভাবলাম তাকে এই সুযোগ করে দেয়ার জন্য তারকাছেই কিছু দাবী করব কিনাপরে ভেবে দেখলাম সেটা করতে হলে আমাকে আরো বহুবছর ঢাকায় থাকতে হবেএখনও সে যোগ্যতা অর্জন করিনি

কোন চিত্রতারকা বা টিভিতারকা যদি তাদের নাগালে এসে পরেন তাহলে কি হতে পারে ভাবতে ভাবতে হেঁটেই রওনা হলামভেবে যা পেলাম তা হচ্ছে তারা প্রত্যেকেই তার একটি করে চুল ছিঁড়ে নেবেন, যদি শেষ হওয়ার আগেই তারকাছে পৌছাতে পারেনতারপর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে দেখিয়ে উল্লাস করবেন, এটা অমুকের চুল, নিজের হাতে ছিঁড়ে এনেছি

এজন্যই তারা পথেঘাটে বের হন না

0 comments:

 

Browse