লোড সেডিং এর ভাবনা - আর না

Jul 31, 2010
লোড সেডিং নিয়ে ভাবছেন ?  সমাধানের চিঠি হাতে পাননি ??
কি আশ্চর্য্য চিঠি পাঠানো হচ্ছে আপনি কি লোডসেডিংমুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুত চান আর আপনি এখনো পাননি
বিষয়টি একটু ধোয়াটে মনে হতে পারে কিংবা ঘোলাটেও বলতে পারেন পানি ঘোলা থাকলে খুবই সুবিধে ঘোলাপানিতে মাছ দেখতে পায় না, তখন ধরিব মস খাইব সুখে। টপাটপ ধরে পকেটে ঢুকাও, টাকা বানাও, ব্যাংকে জমা রাখ
আসলে কথা হচ্ছে, গুলশান-বনানীতে যারা বাস করেন তাদের চিঠি পাঠানো হচ্ছে তারা নিরবচ্ছিন্ন বিদ্যুত চান কিনা যদি চান তাহলে চাহিবামাত্র সরকার দিতে বাধ্য থাকিবে যারা পেয়েছেন তাদের মহাখুশি এতদিনে সত্যিকারের অভিজাতের মর্যাদা পাওয়া গেল বারিধারার ডিপ্লোম্যাটদের যদি এভাবে দেয়া হয় তাহলে আমরা পাবনা কেন ? আমাদেরও সামর্থ্য আছে আরো আগেই করা উচিত ছিল
অভিজাত এলাকা বলে পরিচিত অন্য এলাকার মানুষ হতাস ধানমন্ডির মানুষ কি অভিজাত না আমাদের হাতে কি টাকা নেই আমাদের সামর্থ্য নেই এখানে কি স্কুল-কলেজ-ইউনিভার্সিটি-হাসপাতাল-অফিস-চাইনিজ-আমেরিকান-থাই কম আছে! আমরা কম কিসে সেটা তো বলবেন! এভাবে আমাদের অপমান-
যুক্তি তক্কো দুপক্ষেই চলে কেউ কারো থেকে পিছিয়ে নেই এসব অভিজাতদের বিদ্যুত নিশ্চিত করলে অন্যান্য এলাকায় লোডসেডিং কমে আসবে (কোন যাদুতে কে জানে ?) সেকারনেই এই পদক্ষেপ সাধারন মানুষের দুঃখকষ্ট আমরা সইতে পারি না
বিপরীতপক্ষের কথা, ওরাই তাহলে মানুষ, আমরা কুকুরছানা বাংলাদেশে বিদ্যুতবিভাগ কখনো লাভের মুখ দেখেনি সবসময় পাবলিকের টাকা ঢুকাতে হয় দেশের অর্ধেকের বেশি মানুষ বাস করছে দারিদ্রসীমার নিচে, তাদের রক্ত-চর্বি দিয়ে মোম জ্বালানো হবে অভিজাতের ঘরে কেন, তাদের যদি এত সামর্থ্যই থাকে তাহলে জেনারেটর চালাও না বাপু কেউ তো বাধা দিতে যাচ্ছে না
বাপরে, জেনারেটর তেলের দামের কি কোন ভরসা আছে কখন বাড়ে, কখন কমে তারচেয়ে তৈরী বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১৫ টাকা, এইই ভাল এ আর এমন বেশি কি তোমরাও টাকার ব্যবস্থা কর তোমাদের জন্যও ব্যবস্থা হবে তোমাদের জন্য কত কি করা হচ্ছে। সোলার প্যানেল, চাইনিজ সাস্রয়ী বাতি, আরো কত... ।
তোমরা নিশ্চয়ই আকবর বাদশার আমলে বাস কর না। চা খেতে বাকিংহাম প্যালেসে যাও না।
কাজেই, সমাধান একেবারে হাতের নাগালে। ডজন ডজন ভাড়া বিদ্যুতকেন্দ্র বসানো হচ্ছে। মন্ত্রী বলেছেন দেশের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুত তৈরী করা হবে। সেগুলো আপনাদের জন্যই।
টাকার ব্যবস্থা করুন। অভিজাত হোন। নির্বিঘ্নে বিদ্যুত ব্যবহার করুন। কিভাবে অভিজাত হবেন সেটাই ভাবুন। বিদ্যুত নিয়ে ভাবার কিছু নেই।

0 comments:

 

Browse