সময় গেলে

Jul 11, 2010
প্রচলিত প্রবাদ, বাঙালী দাত থাকতে দাতের মর্যাদা বোঝে না তখনই টের পায় যখন পুরোটাই গেছে কিংবা যাওয়ার পথে হায়-হায়, আগে যত্ন নিলে কতই না ভাল ছিল অহন খাওয়া দাওয়া বন্ধ বাপুরে-
টেকোদের ক্ষেত্রে হয়ত একথা খাটে না অযত্নে টাক পড়েছে একথা কেউ বলে না বরং অতিযত্নেই টাক পড়ে কিংবা যাদের টাক পড়ে তারাই বেশি যত্ন নেন একদিকের চুল লম্বা করে ঘুরিয়ে এনে আরেকদিকে রাখার ব্যবস্থা করেন টাক সমস্যার তাক লাগানো সমাধানের বিজ্ঞাপন দেখে ঢু মারেন গাটের পয়সা খরচ করে হেয়ার সার্জারী করান কিন্তু ফল যা হবার তাই, একসময় টাক দেখাই যায় তাদের দুঃখ একটাই, এতরকম ফ্যাশন এলোগেলো, টাকমাথার ফ্যাশন দেখা দিল না
আর সুখের কথা, অন্তত দন্তহীন হওয়ার মত প্রতিমুহুর্তে আফসোস করতে হয় না ভালমন্দ খাওয়া যায় ভালভাবেই সম্প্রতি বিজ্ঞানীরা আবার বলেছে যাদের অল্প বয়সে টাক পড়ে তাদের ক্যান্সারের সম্ভাবনা কম সাবাস!
কথা হচ্ছিল মর্যাদা নিয়ে সময়মত উপলব্ধি নিয়ে সেটা কজনারই বা হয়! যতদিন শরীরে শক্তি থাকে ততদিন বাংলার বাঘ তুই ব্যাটা কে-রে মুখের ওপর কথা কস
একসময় সেই শক্তিতে ভাটা পড়ে তখনও গলার জোর টিকে থাকে এতবড় সাহস! চিনস আমি ক্যাডা আমার নাম শুনলে-
ভাগ্যের নির্মম পরিহাস, একসময় একথায়ও কাজ হয় না ধমকে কাজ হয় না ততদিনে হাজার হাজার বাংলার বাঘ হাজির হয়েছে তাদের বাহুশক্তি-বাকশক্তি দুইই বর্তমান পেরে ওঠা যায় না বাধ্য হয়ে উপলব্ধি করতেই হয়, এখন লেজ গোটানোর সময় হয়ে গেছে বড়জোর সুযোগ পেলে উপদেশ দেয়া যায়। অভিজ্ঞতা থেকে শেখো দুনিয়ার নিয়ম জানো সকলেরই একদিন বয়স হয় বয়স্কদের সন্মান করতে শেখো
তার উত্তরও তৈরী, দুর হ ব্যাটা তত্ত্বকথা শোনাইতে আইছে ঝড় ফুরাইলে কি আম পড়ে ? ঝড়ের সময় আম কুড়াইতে হয় এইডা হইল সেই সময়
সময় আসে-সময় যায় কারো কারো জন্য আবার আসে আবার যায় পালাবদল-দিনবদল চলতেই থাকে একসময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যার কথা দেশের সব পুলিশ-র‌্যাব ওঠেবসে আরেকসময় সেই পুলিশের হাতেই তার সবকিছু টেনে উঠালে উঠতে হয়, বসালে বসতে হয় হাড়ে-মজ্জায় টের পায় রিমান্ড কি জিনিষ।
এসব বড় বড় মানুষের কথা সাধারন মানুষের উপলব্ধি অন্যরকম এই ধরুন বিদ্যুত আগে কি জানা ছিল এটা কত দামী যখন বিদ্যুত ব্যবস্থা চালু হয়েছিল তখন নাকি ঘরে ঘরে ধর্না দিতে হত লাইন দেবার জন্য তারপরও মানুষের আপত্তি, কি বিপদজনক জিনিষ রে বাবা। কখন নাজানি ক হয়ে যায়!
এখন আপনার ধর্না দেবার পালা সরকার অবশ্য সে কষ্টও করতে নিষেধ করেছে নতুন সংযোগ দেয়া বন্ধ আপনারা কষ্ট করবেন না আরাম করে বাড়ি বসে থাকুন আমগাছের হাওয়া খান
কারখানা করবেন করুন সরকার সবধরনের বিনিয়োগে উসাহ দেবে সবসময় দিয়েছে কিন্তু  বিদ্যুত আর গ্যাস ওই দুটো পাবেন না বিনিয়োগ করুন, দেশের উপকার করুন বিদেশ থেকে বিনিয়োগ করুন, বিদেশীরা আসুন। এমন পরিবেশ আর কোথাও পাবেন না।
এতদিনে আপনার উপলব্ধি হল গ্যাস আর বিদ্যুত চাইলেই মেলে না আগের টার্মে কথা ছিল ৩০ বছরের মজুদ রেখে বাকি গ্যাস রপ্তানী হবে ভারতে ৩০ বছরের ১০ বছরও যায়নি এখনই গ্যাস বন্ধ সারকারখানার গ্যাস দেয়া হবে বিদ্যুতকেন্দ্রে অন্তত লোডসেডিং তো থামুক। নইলে যে মানুষ পথে নামে। বিশ্বকাপ দেখার সুযোগ না পেলে গাড়ি ভাঙে।
আর সার, সে তখন দেখা যাবে।
ভবিষ্যতের জন্য বিদ্যুতের ব্যবস্থাও হচ্ছে। ভারত-বাংলাদেশ যৌথভাবে বিদ্যুতকেন্দ্র হবে। বিদ্যুত ভাগাভাগি হবে। দুজনেরই লাভ। সেজন্য জ্বালানী যা দরকার সেটা দেবে বাংলাদেশ। মিলেমিশে করি কাজ, হারিজিতি নাহি লাজ।
শুরু করেছিলাম দাতের মর্যাদা দিয়ে। সময়ের মর্যাদাও বলতে পারেন। আজ যা করবেন আগামীতে তারই ফল পাবেন।
আমগাছ লাগিয়ে আপনি নিশ্চয়ই তাতে কাঠাল আশা করেন না!

0 comments:

 

Browse