পথ কোন দিকে

Apr 16, 2010
সংস্কৃতি কিংবা দেশপ্রেম নিয়ে সন্দেহ পোষন করার কোন কারন নেই অন্তত বিশেষ বিশেষ দিনে যখন যেমন খুশি সাজো পোষাক পড়ে মুখে রং মেখে লাখো মানুষ পথে নামে তখন প্রশ্ন করছেই বা কে এদেশে জন্মগ্রহন করে আমরা ধন্য, আমাদের হাজার বছরের সংস্কৃতির তুলনা মানবজগতে নেই একটু আধটু ধাক্কাধাক্কি, গালাগালি, হাতাহাতি এসব তো হতেই পারে এতে মন খারাপ করার কি আছে ? আমরা এত ছোট বিষয় নিয়ে মাথা ঘামাই না ওই সংস্কৃতি আর স্বাধীনতা, ওসব বড় বড় বিষয় আমাদের চিন্তায়, আচারে, আচরনে, ব্যবহারে, ভাষায়, পোষাকে ...
একটুখানি কিন্তু থেকেই যায় একেবারে টাটকা অভিজ্ঞতা দিয়েই বলতে হচ্ছে,
সাইবার ক্যাফে নামক যায়গায় চুরি সবসময়ই ঘটে যেখানে দেয়াল যত উচু সেখানে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সুযোগ তত বেশি, ঘন্টাপ্রতি টাকার পরিমান তত বেশি, চুরি হওয়ার সম্ভাবনা তারচেয়েও বেশি কম্পিউটার থেকে র‌্যাম, হার্ডডিস্ক খুলে নেওয়ার বিষয়টা অনেকটাই নিয়মিত সেতুলনায় পুরো মনিটর হাওয়া করে দেয়াটা নতুনত্বের দাবী করতে পারে আজকাল ডিজিটাল যুগের ছোট মনিটর আর প্রত্যেকের কাধে ঝুলানো ব্যাগ সে সুযোগ করে দিয়েছে সেটাই ঘটল ক্যাফের লোকে চোখে পড়ল মনিটর হাওয়া
সাথেসাথে বাইরে ছুট তাকে ধরাও গেল সামনের রাস্তায় বেশিদুর যেতে পারেনি সাথেসাথে লোক জমে গেল বেশ একটা তামাসা পাওয়া গেছে তামাসা দেখতে হাজির হল হল পুলিশও
তবে পুলিশ বোধহয় শুধু রসিকই না সেই সাথে বাস্তবধর্মীও বটে সেইসাথে কর্তব্যপরায়ন সাথেসাথে হাতকড়া লাগিয়ে ফেলল বিপত্তিটা বাধল সেখানেই
ক্যাফে মালিকের বক্তব্য, ওর বাড়িতে খবর পাঠাব ওর অভিভাবক আসলে মাফ চাইবে, ছেড়ে দেব আমরা অভিযোগ করিনি হাতকড়া লাগালেন কেন ?
পুলিশের বক্তব্য, এটা আমাদের কর্তব্য ওকে থানায় নেব আরো পাচটা কম্পিউটার চুরি করছে সেইডা জানেন ? খবর রাখেন কিছু ?
কাজেই টেনে-হিচড়ে রাজপথ পর্যন্ত এরই মধ্যে থানার বড়সাহেব পর্যন্ত হাজির
বাঙালীর বাঙালীত্ব সম্ভবত এখনও পুরোপুরি যায়নি আসেপাশের লোক রীতিমত হাউকাউ শুরু করল কোথায়, কত টাকায় কন্ট্রাক্ট হবে সে বিষয়েও ভবিষ্যতবানী শোনা গেল শেষমেশ হতাস হয়েই পুলিশকে খালিহাতে বিদায় নিতে হল
আসলে ঘটনাটা সামান্যই নেতা যখন শতকোটি-হাজার কোটি চুরি করে, সেটা নিয়ে প্রকাশ্যে বাহাদুরী দেখায় তখন এসব ছোটখাটো বিষয় কি অপরাধ হতে পারে ?
মোটেই না সবাই বলছে অর্থনৈতিক উন্নতি প্রয়োজন যেভাবে পারো অর্থ উপার্জন করো আলোচনা আলো যদি লোডসেডিংএ নিভে যায় তাহলে বাকি থাকে চোনা। অর্থনৈতিক থেকে অর্থ বাদ দিলে বাকী যা থাকে তাকে কি চলবে ? তাই দিয়ে কি দেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে ?
ওসব চুরিতে কিছু যায় আসে না আমাদের স্বাধীনতা আছে, সংস্কৃতি আছে, গর্ব আছে সামান্য চুরিতে আর কি ক্ষতি হবে
সমাজ নিয়ে যারা ভাবেন, রাজনীতি নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন তাদের কেউ কেউ বলেন বর্তমানের নেতারা খারাপ হয়ত পরিবর্তন প্রয়োজন হয়ত তাই
এই নেতাদের পরের সারিতে যারা অপেক্ষা করছে সেখানে কি ভাল কিছু দেখছেন ? তার পরের সারিতে ?? তার পরের সারিতে ???
বর্তমান নেতারা একসময় সুনাম কুড়িয়েছিলেন, পরে সুযোগ বুঝে চোর হয়েছেন তাদের উত্তরাধিকারী জন্ম নিয়েছে চোরের ঘরে তাদের ভাল হওয়ার সম্ভাবনা কতটুকু লক্ষন কি বলে ?
যারা তত্ত্বকথা বলতে পছন্দ করেন তারা বলেছেন গনতন্ত্র হচ্ছে সাধারন মানুষের তন্ত্র নেতা জনগনের হাতে গনতন্ত্র তুলে দেন না, জনগনকেই সেটা তৈরী করে দিতে হয় সেই জনগন আশায় বসে থাকে কে গনতন্ত্র এনে দেবে, যদি হিসেব করে কোন নেতার হাত গলে কতটুকু পাওয়া যাবে তাহলে প্রশ্ন করতেই হয়, পথ কোন দিকে ?

0 comments:

 

Browse