পুরনো গল্প

Apr 8, 2010
আসলে সব গল্পই পুরনো গল্প গল্প কখনো নতুন হয়না জীবন যেমন নতুন হয়না, ঠিক তেমনিই একবার এদিক থেকে দেখা, আরেকবার অন্যদিক থেকে কাজেই পুরনো গল্প বললে ক্ষতি নেই
এক ব্যক্তির খুব বদনাম ছিল এলাকায় কখনো কোন ভাল কাজ করেনি বাপের টাকাপয়সা যাছিল তা উল্লেখ করার মত একটা কাজেই ব্যবহার হত, মদ খাওয়া সন্ধ্যে হলে তো কথাই নেই, দিনের বেলাতেও মদে চুর হয়ে থাকত
সে যখন মারা গেল তখন নিতান্ত ভদ্রতার খাতিরে হলেও এলাকার লোকজন এল পরিবারকে শান্তনা দিতে একজন তার ছেলেকে বলল, দেখ বাবা তোমার বাবা তো ভালকাজ কিছু করেনি ইচ্ছে করলেও প্রশংসা করার মত খুজে পাওয়া ভার তুমি এমন কিছু কর যেন তার সম্পর্কে দুচারজন ভাল কথা বলে
সে কথা রাখল কদিন যেতেই দেখল সে বাপের পথ ধরেছে দিনে-রাতে সমানে মদ খায় সেই অবস্থায় রাস্তায় এসে যাকে দেখে তাকে উচ্চস্বরে গালাগালি করে
সেই ব্যক্তি থাকতে না পেরে একদিন ধমক দিয়ে বললেন, এটা কি আচরন ? তোমার বাপ তো তোমার চেয়ে ভাল ছিল অন্তত গালাগালি করত না
সে সাথেসাথেই উত্তর দিল, আপনিই তো বলেছিলেন এমন কিছু করতে যেন তাকে সবাই ভাল বলে
বাংলাদেশের মানুষের এই ভাল দেখার সুযোগ হয়েছে অনেকবার উদাহরন হিসেবে অন্তত নিকট অতীতকালের কথা উল্লেখ করা যায়, তাতে বিপদের ঝুকি কম
৯ বছর আন্দোলন করে এরশাদ সাহেবকে সরানো হয়েছে জনগনের বিজয় হয়েছে গনতন্ত্র মুক্তি পেয়েছে লাখো মানুষ পথে নেমে দ্বিতীয়বারের মত স্বাধিনতা উযাপন করেছে
তারপর প্রধান দুই দলের পালাক্রমে দেশ শাসন তারপর জোট-মহাজোটের পালা সংসদীয় গনতন্ত্রের বহর দেখে নাভিশ্বাস উঠেছে জনগনের বাপরে! আগের সরকার তো এরচেয়ে ভাল ছিল
কোন আগের সরকার ?
মহাজোটের চেয়ে চারদলীয় জোট লোড সেডিং অন্তত দুঘন্টা ছিল না লোডসেডিং থাকলেও ফ্যান-বাত্তি-টিভি-ফ্রিজ নষ্ট হত না পানিতে মরার অবস্থা ছিল না। চালের দাম ৩৫ টাকা ছিল না ২০ টাকার নিচেই ছিল
চারদলীয় জোট সরকারের চেয়ে ভাল ছিল তার আগের সরকার চালের দাম আরো কম ছিল তার আগের সরকারে আরো কম আর এরশাদ সাব, গালাগালি করলে হইব কি ব্যাটায় জানত ক্যামনে দ্যাশ চালাইতে হয় অনেক কিছু করছে যেকথা কইছে সেইডা কামে করছে ওই মাইয়া মানুষের বিষয়ডা বাদ দিলে ----- লোকটা খারাপ আছিল না নাইলে কি আর যারা ৯ বছর আন্দোলন করল তারা তারে নিয়া টানাটানি করে!
বলার আর কি থাকতে পারে বাংলা প্রবাদ, যায় দিন ভাল, আসে দিন মন্দ মন্দের জন্যই অপেক্ষা করি .....

0 comments:

 

Browse