যার নয়নে যারে লাগে ভাল

Sep 17, 2010
এমন সুন্দর বাক্য খুব কমই হয়। যে যাকে পছন্দ করে, কিংবা যে যা পছন্দ করে। অন্যের চোখে সেটা কেমন হল তাতে কি যায় আসে ?
যেখানে এই বক্তব্য একেবারে সহজ সরল সেই উদাহরনই দেখুন না কেন। বিশ-পচিশ-ত্রিশ বছর কিংবা আরো বেশি সময় ধরে বাবা-মা সবধরনের বিপদ আগলে ছেলে কিংবা মেয়েকে বড় করলেন। তাদের সেই সম্পর্কের উদাহরন দিয়েছেন চসার। ঘুমের মধ্যেও হাত বাড়িয়ে দেখেন নেয় পাশে আছে কিনা। তারপর,
সেই নয়ন যখন নিজেই দেখতে শুরু করল তখন সম্পর্ক পাল্টে গেল। অমুক মেয়েকে কিংবা অমুক ছেলেকে পছন্দ। তারজন্য দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারি। বাবা-মা-পরিবার-বন্ধু তো তুচ্ছ বিষয়। সেই গল্পের কথা মনে আছে কি ? প্রেমিকাকে খুশি করতে মায়ের মাথা কেটে আনল প্রেমিক। ঘরে ঢোকার মুহুর্তে দরজায় পা আটকে আছড়ে পরল। মা বলে উঠল, ব্যাথা পেয়েছ বাবা!
এসব গল্পই। খুনের ঘটনা এত সহজে ঘটে না। দুচারটা খুনের ঘটনা যদি ঘটেও থাকে তাহলে পুলিশ সাথেসাথে যথাযথ ব্যবস্থা নেয়। সত্যিকারের খুনিকে খুজে বের করে আইনের হাতে তুলে দেয়। আইন কয়েকবছর ধরে নাকানিচুবানি খাইয়ে তাকে তার অপরাধের প্রায়শ্চিত্ব করায়, তারপর তুলে দেয় জেলকর্তৃপক্ষের হাতে। তারপর তারা ...
বরং ওসব খুনাখুনি বাদ দিয়ে অন্য বিষয় দেখা যাক। এমনকি ওসব প্রেম-ট্রেমও বাদ থাক। একেবারে কাজের কথা।
আপনার কোন কাজ পছন্দ ?
আমি পেশার কথা বলছি। নিশ্চয়ই এমন পেশা যেখানে বহু টাকা পাওয়া যায়। এত টাকা যা গুনে শেষ করা যায় না। বলে প্রকাশ করা যায় না। সেই টাকা হাতে পেলে ... ওইযে টিভিতে যে দেখা, কি যেন নাম, ওর মত পোষাক পরে, অমন একটা বাড়ি কিনে, ওমন একটা গাড়ি কিনে ...
আমি জানি প্রত্যেক বাঙালীরই কোটিপতি হওয়ার শখ আছে। কিভাবে জানি না, কোনভাবে যদি হয়েই যায়। লটারীর টিকিট কেনা হয়নি তাতে কি, যদি প্রথম পুরস্কারটা পেয়েই যাই।
আবারও কথা দিক পাল্টাচ্ছে। মুল কথায় ফিরি।
কোন কাজ পছন্দ ?
এর কোন ফর্মুলা নেই। ফুটপাতের ব্যবসায়ী কিংবা দোকানের কর্মচারী মনে করে একদিন যদি বড় দোকানের মালিক হই। এই ব্যাটা যে ব্যবসা করে তারচেয়ে ভাল ব্যবসা করব। সারা দুনিয়াকে দেখিয়ে দেব ব্যবসা কিভাবে করতে হয় ...
দারোয়ান ভাবে, যখন মালিক হব তখন দেখিয়ে দেব দারোয়ানের সাথে কি আচরন করতে হয়। একটু ধানাই পানাই করলে এমন মসলা দেব ... ব্যাটা মানুষকে মানুষ মনে করে না ...
ড্রাইভার মনে বলে, আগে গাড়ির মালিক হই। ড্রাইভাররে তো চেন না। রাস্তায় বসাইয়া নিজে এসির নিচে বইসা চাইনিজ খাও, কেফসি খাও। আমি খাই ডাষ্টবিনের হাওয়া ... সময় আসুক ..
আর যে কম্পিউটারে হাত দেয় সে অবশ্যই ভাবে, একবার শিখে নেই। তারপর কোথায় বিল গেটস আর কোথায় উইন্ডোজ। ওসব দরজা-জানালা কেন, একেবারে দেয়াল-ছাদ পর্যন্ত ধ্বসিয়ে দেব। কেউ একবার দেখিয়ে দিলেই শিখে ফেলতে পারি। সেজন্যই শত্রুতা করে শেখায় না। খালি ধানাই-পানাই করে।
আসলে ভাললাগার জন্য নয়নে দেখা একমাত্র বিষয় না। হয়ত মুখ্য বিষয়ও না। অন্তত কাজ করার বিষয় যেখানে থাকে।
বস যদি কাজ করতে না বলে বলত এই টাকা নিয়ে যাও, ইচ্ছেমত খাও, ঘুরে বেড়াও, ঘুমাও, প্রেম কর। টাকা দরকার হলে একটা এসএমএস করে দিও। তাহলে তাকে ভাল না বলে কি উপায় থাকত ? কত সন্মান করতাম তাকে।
আসলে কেউ ভাল থাকতে চায় না, ভাল থাকতে দেয় না।
ভালর মুল সুত্র সেখানেই। যেটা শুনতে ভাল লাগে সেটা যদি কেউ বলে, যেটা খেতে ভাল লাগে সেটা যদি কেউ খাওয়ায়, যে জিনিষ পছন্দ সেটা যদি কেউ দেয়।
যার নয়নে যারে লাগে ভাল, কথাটা প্রেমের ক্ষেত্রেই মানানসই। সেখানেও প্রতিযোগিতা ...

0 comments:

 

Browse