দুই ভাইয়ের গল্প

May 13, 2010
এক গ্রামে দুই ভাই বাস করত। গ্রামের দুই প্রান্তে দুজনার বাড়ি। বড় ভাইয়ের বাস পরিবার নিয়ে, ছোট ভাই একা। দুজনার দেখাসাক্ষাত কমই হয়।
নতুন ফসল উঠেছে। ছোট ভাই চিন্তা করল, আহা, বড় ভাইয়ের বড় সংসার। বউ ছেলে-মেয়ে নিয়ে কিভাবে থাকে না-থাকে। আমার কিছু করা উচিত। যাই, রাতের বেলা তাকে না জানিয়ে তার ঘরে একবস্তা ধান রেখে আসি।
বড় ভাইয়ের চিন্তা, আহা- বেচারা একা থাকে। দেখার কেউ নেই। আমি নয় বউ-ছেলে-মেয়ে নিয়ে থাকি। প্রয়োজনে ওরাই দেখবে। ওকে দেখবে কে ? বরং এক কাজ করি। একবস্তা ধান রেখে আসি ওর ঘরে।
ব্যস। রাতের অন্ধকারে দুজনই বের হল মাথায় ধানের বস্তা নিয়ে। দুজনের অগোচরে দুজনার ঘরে রেখে বাড়ি ফিরল। কেউ জানল না কারো কথা।
এটা গল্প। গল্প পড়তে হয়, শুনতে হয়, শিখতে হয়। তারপর সুযোগমত বলতে হয়। সভ্যতার ইতিহাস সেটাই বলে। গল্প প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলের প্রধানও বলেন। রিক্সাচালক-চাষী-দিনমজুর-বেকার সবাই বলে। আর সামনে মাইক্রোফোন থাকলে তো কথাই নেই। সর রাজা-উজির একাই মারতে পারি।
সে কারনে কিছু নিয়ন্ত্রন রাখতে হয়। মুখে লাগাম পরাতে হয়। টিভি ক্যামেরার সামনে এসে যা-তা বলবে সে-কি হতে দেয়া যায় ? গনতন্ত্র বলে কথা আছে না!
কাজেই গল্প গল্পের মত করেই বলুন। বাড়াবাড়ি করলে চ্যানেল বন্ধ হবে। সরাসরি মতামত প্রচার করবেন না। ওসব টক-শো, ফক-শো রেকর্ড করে, এডিট করে তারপর প্রচার করুন। নাইলে ওই প্রোগ্রাম বন্ধ। গল্পকে বাস্তব বানাবেন না।
গল্পকে বাস্তব বানালে কি হয় জানেন ? দুই ভাইয়ের গল্পটাই হবে এইরকম,
এক গ্রামে দুই ভাই বাস করত। গ্রামের দুই প্রান্তে দুজনার বাড়ি। বড় ভাইয়ের বাস পরিবার নিয়ে, ছোট ভাই একা। দুজনার দেখাসাক্ষাত কমই হয়।
নতুন ফসল উঠেছে। ছোট ভাই চিন্তা করে, আমি যে একা থাকি তার কোন খোজ রাখে ওই ব্যাটা ? নিজে বউ পোলা লইয়া আরামে আছে। জানত যদি আমার মত থাকত। খাই কি না খাই কেউ দ্যাখে না। ধান তুইল্যা গোলায় ভরছে একটা খবর পর্যন্ত দ্যায় নাই। যামু নাকি রাইতের বেলা একটা বস্তা নিয়া। একবস্তা ধান হইলে একটু নিশ্চিন্তে থাকা যায়।
বড় ভাইয়ের চিন্তা, ব্যাটা একা থাকে তো, টের পায় না সংসারের মানে কি ? থাকত যদি বউপোলাপান, সাত রকমের ঘ্যানঘ্যান, বুঝত কত ধানে কত চাল। ধান তুইল্যা গোলা ভরছে। ক্যান ? একা মাইনষের এত লাগব ক্যান। রাইতে যামু একটা বস্তা নিয়া। একবস্তা ধান পাইলে ...
ব্যস। রাতের অন্ধকারে দুজনেই রওনা হল খালি বস্তা নিয়ে।

0 comments:

 

Browse