কাল্পনিক টক শো

Oct 6, 2011
এই গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক, কাহারও সাথে মিল ঘটিলে সেজন্য লেখক দায়ী নন এধরনের ডিক্লারেশন গল্পে-উপন্যাসে-নাটকে-সিনেমায় পাওয়া যেত কেন পাওয়া যেত সেটাও আপনার জানা আপনি গল্প লিখে বা নাটক করে ইংরেজদের সমালোচনা করবেন, জনগনকে খেপিয়ে তুলবেন সেটা হবে না কাজেই আইন অনুযায়ী সেটা শাস্তিযোগ্য
১৯৪৭ সালে ইংরেজরা এদেশ থেকে চলে গেছে কারন নিয়ে অনেকে অনেক মত দিতে পারেন দ্বিতীয় মহাযুদ্ধে তাদের ক্ষতি থেকে শুরু করে পরিবর্তিত বিশ্ব সবকিছুই কারন যাই হোক, বাস্তবতা হচ্ছে তাদের বেশকিছু আইন (সামান্য হলেও) পরিবর্তন হয়েছে স্ পিরিবর্তনের সুর ধরে ওই ডিক্লারেশন এখন চোখে পড়ে না আজকাল খোলাখুলি ভাবেই গল্প লেখা যায়
আসলেই কি ?
সম্প্রচার নীতি নিয়ে কথা হচ্ছে অনেকদিন ধরেই এর খসড়াও তৈরী করা হয়েছে তার বিষয়বস্তু সম্পর্কে পত্রিকায় দুচারকথা ছাপাও হয়েছে ওই কাল্পনিক বিষয়টি সম্ভবত পিছু ছাড়েনি বরং ভুত হয়ে আরো বেশিমাত্রায় কাধে চেপে বসেছে
সম্প্রচার বলতে মুলত টিভিই প্রধান জনসংখ্যার বেশির ভাগই যখন নিরক্ষর, খবরের কাগজ কেনার সামর্থ্য নেই, আগ্রহও নেই তখন ওটা নিয়ে মাথা না ঘামালেও চলে টেলিভিশনটাই ভিশনভাবে বাড়াবাড়ি করে সাহেব-বিবি-গোলামের বাক্স একদিকে যেমন বিবি-গোলামের বাক্সে পরিনত হয়েছে তেমনি বাক্স একটা নেই, রীতিমত ডজন দুয়েক সেখানে উটকো লোকজন এসে যখন তখন উটকো কথা বলছে কাজেই কিছু নীতিমালা প্রয়োজন হয়েছে তো বটেই সেই নীতিমালারই একটি ফুল এমন,
বিদ্রুপাত্মক মন্তব্য করা যাবে না, অযোগ্য ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না
এরবেশি হয়ত বলা প্রয়োজন নেই আপনি একে দুর্নীতিবাজ বলবেন তাকে অযোগ্য বলবেন আর দেশের মানুষ টিভিতে সেটা দেখবে সেটা হতে পারে না সাথেসাথে বাক্স বন্ধ আর অযোগ্য ব্যক্তি যদি কথা বলে সেটা টিভিতে দেখাবেন না
বিষয়টি জটিল মনে হচ্ছে কি ?
মোটেই না সরকারের কাছে কারা যোগ্য ব্যক্তি তার একটা লিষ্ট নিন তাদের ডেকে ওই সংলাপ কিংবা টক-শো যা করতে চান সেটা করুন এর বাইরে ওইসব ফাটকাবাজদের বক্তব্য প্রচার করলে গলা টিপে ধরা হবে কোথাকার কোন শিক্ষক, কোন সাহিত্যিক, কোন অর্থনীতিবিদ, কোন কৃষিবিদ এইসব অপদার্থকে ডাকবেন না তাদের মত প্রচার করবেন না দেখেন না আজকাল পুলিশ অফিসার কত সুন্দভাবে গুছিয়ে কথা বলে বেশি বেশি করে ওদের কথা শুনুন
তারপরও কিছুটা জটিলতা থেকে যায় টকশো কিংবা সংলাপে না হয় অযোগ্য লোকদের বাদ দিলেন কিন্তু নাটকের মধ্যে যদি ওধরনের কথাবার্তা থাকে ?  ওই ঘটনার কথা মনে নেই, রসুল নামের একজনকে নাটকে গালি দেয়া মোল্লারা হুলস্থুল কান্ড বাধিয়েছিল ওটা করে নবীকে অপমান করা হয়েছে ওভাবে নাটকে কোন সন্মানিত ব্যক্তির নাম ব্যবহার করে যদি তাকে অসন্মান করা হয় যদি চোর কিংবা ছিনতাইকারী এসব চরিত্র দেখানো হয় ?
ওসব করা যাবে না আগে জেনে নিন নাটকে কোন নাম ব্যবহার কোন চরিত্রে ব্যবহার করতে হবে ভাল মানুষের নাম আর খারাপ মানুষের নামের লিষ্ট আগেই বানিয়ে রাখুন তারচেয়ে ভাল হয় যদি ওইসব চুরি-বাটপারি নিয়ে নাটক না করেন বাংলাদেশে ওসব নেই আইনশৃংখলা পরিস্থিতি আগের যে কোন সময়ের চেয়ে ভাল এরমধ্যে ওইসব খারাপ কাজের কথা বলে সমাজে কলংক রটাতে চান কেন ? দেশের মানুষ এখন চারবেলা খায়, রাস্তা জুড়ে গাড়ি, আকাশছোয় বাড়ি এরমধ্যে আবার অভাবী মানুষের কথা কেন ? দেশে কোন গরীব নেই ওসব ধানাই পানাই ছাড়ুন
হয়ত ভাবছেন আগের দিনের মত কাল্পনিক চরিত্র একথা বলে পার পাবেন আমরা ওই সাদা চামড়ার মত গাধা নই আমরা সব বুঝি
টক শো সরাসরি প্রচার করবেন না আগে রেকর্ড করে এগুলো যাচাই করবেন, তারপর প্রচার যদি সরাসরি প্রচার করতেই চান তাহলে সামনে পিছনে বড় করে প্রচার করুন, ওটা কাল্পনিক দেশের কাল্পনিক টক-শো

1 comments:

Rubel said...

মানুষের পতন যত সন্নিকট হয়, এই ধরনের চিন্তা তত মাথায় প্রশ্রয় পায়। কিন্তু হায়, আমাদের বিকল্পের বড় অভাব। এনারা গেলে আর একজন যে রেডি হয়ে আছে, তারাও ভাল কিছু না। মুদ্রার ওপিঠ।

 

Browse