জট-মহাজটের গনতন্ত্র

Nov 30, 2010
আমরা গনতন্ত্র চাই গনতন্ত্র ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট নই যেভাবেই হোক, যা করতে হয় হোক, গনতন্ত্র কায়েম করব
এটা নিত্যদিনের ঘোষনা রিক্সাচালক, শ্রমিক থেকে শুরু করে রাজনীতিবীদ হয়ে বিশেষজ্ঞ পর্যন্ত সবার মুখে এককথা জরুরী আইন ঘোষনা করেও বলা হয়েছিল একই কথা, আমরা গনতন্ত্র প্রতিষ্ঠা করতেই এসেছি গনতন্ত্র প্রতিষ্ঠা করে একদিনও অতিরিক্ত ক্ষমতায় থাকব না জোরে একটা হাততালি
গনতন্ত্র নিশ্চয়ই পশ্চিম থেকে আমদানী করা আরো নির্দিষ্ট করে বললে, যদি সেটা ডেমোক্রাটিকের বাংলা হয় তাহলে তো বটেই  প্রাচীন গ্রীসে নাকি এর উতপত্তি সেখানে ভোটের ব্যবস্থা ছিল ভোটে নির্বাচিত হত কে সরকারের প্রতিনিধি হবেন আর আধুনিক গনতন্ত্রের কথা বলেছিলেন ইতালীর কে একজন মেকিয়াভেলী না কি যেন নাম সেটাও পশ্চিম দিকেই আমরা সেতুলনায় পুবদিকে বাস করি, কাজেই তাদের গনতন্ত্র আর আমাদের গনতন্ত্রে ফারাক থাকতেই পারে
যেমন ধরুন ক্ষমতাশীন সরকার লীগের বক্তব্য অত্যন্ত স্পষ্ট বাংলাদেশে বিএনপির মত অগনতান্ত্রিক দল দরকার নেই আমরা একাই যথেষ্ট প্রয়োজনে সাথে যেসব আন্ডাবাচ্চা আছে তাদের বিরোধী দলের সিটে বসালেই হয়ে গেল আমেরিকাতেও কম্যুনিষ্ট পার্টি আছে
কাজেই বিএনপিকে বিদায় করতে হবে রাজনৈতিকভাবে না, দলীয়ভাবে, ব্যক্তিগতভাবে ক্যান্টমেন্টের বাড়িছাড়া করা হয়েছে, প্রয়োজনে গুলশানের বাড়িছাড়া করা হবে, ঘোষনা দিয়েছেন একজন মন্ত্রী খালেদা জিয়ার দুই সন্তানকে দেশছাড়া করা হয়েছে দুর্নীতির দায়ে
একটু থামুন তো দুর্নীতির দায়ে দেশছাড়া দুর্নীতির দায় নেই এমন একজন নেতার নাম করতে পারেন ! মাত্র একজন ? পারেন না ? তাহলে তাদের দেশছাড়া হতে হয়নি কেন ? একজনতো অনৈতিক কারনে সংসদের সদস্যপদ খোয়ানোর পরও মহানেতা হাজার হাজার মামলা উঠিয়ে নেয়ার নির্দেশ দিতে পারেন নিজেরটা সহ
আসলে, আমরা গনতন্ত্র চাই সেকারনেই ওদের দেশ ছাড়তে হয়েছে গনতান্ত্রিক দেশে ওসব জঞ্জাল প্রয়োজন নেই ওদের হাতে দেশ নিরাপদ না চাকরী-বাকরি, টেন্ডার ওসব দেয়া হবে আওয়ামী লীগের ভেতর থেকে যদি পড়াশোনা করে, নিজেকে যোগ্য ভেবে চাকরী আশা করেন তাহলে আগেই জেনে রাখুন, লীগার হওয়া সবচেয়ে বড় যোগ্যতা  আগে সেপথ ধরুন হয় লীগ নয়ত দ্বিতীয়-তৃতীয় শ্রেনীর নাগরিক দয়া করে এদেশে থাকতে দিয়েছি এইই অনেক
হরতালের ক্ষতির ব্যাখ্যা দেয়ার মানুষের অভাব নেই জনগনের দুর্ভোগ, অর্থনীতি ধ্বংস, উতপাদনে বাধা সেইসাথে দাঙ্গা-হাঙ্গামা-মারপিট-ভাংচুর তো আছেই এসব কি চলতে দেয়া যায় গনতন্ত্রের দেশে কোনভাবেই না তারা যদি রাজনীতি করতেই চায় অন্যপথে করুক
সেই পথটা কি সেপ্রশ্ন করবেন না খোজার দায়িত্ব তাদের তাদের বিষয় নিয়ে আমি মাথা ঘামাব কেন ? আমার সময় কোথায় ? প্রধানমন্ত্রীর সাথে জাপান ভ্রমনটা হাতছাড়া হয়ে গেল এসব বলতে বলতে-
আসল কথা হচ্ছে, আগামী ৩ বছরের মধ্যে এদেশ থেকে অগনতান্ত্রিক বিএনপিকে বিদায় নিতে হবে তারপর দেখবেন কিভাবে দেশ গনতন্ত্রের পথে তরতর করে এগিয়ে যায় বাধা দেয়ার কেউ নেই
আর বিএনপির কথা যদি শুনতে পান, সবকিছু হারানোর পর একমাত্র রাজপথই খোলা আছে সব পদ্ধতি শেষ হয়ে একমাত্র হরতালই টিকে আছে সাধারন মানুষ (যদি থেকে থাকেন আসলে সবাই অসাধারন) একমাত্র এটাই বোঝে যদি বিরোধী দল টিকিয়ে রাখতে হয় তাহলে এটা চলতেই থাকবে
দেশ আজ জটে আক্রান্ত রাজপথ আক্রান্ত গাড়ি-রিক্সা আর মানুষের জটে রাজনীতি আক্রান্ত চারদলীয় জট আর মহাজটে যারা আওয়ামী-জাতিয়তাবাদী কোনটাই হতে পারেননি তারা মাঝখানে ফলভোগ তো করতেই হবে

0 comments:

 

Browse